ফিল্ম ফেস্টিভ্যালের স্টেজে উঠে শাহরুখই শুধু'তুঝে দেখা তো' গান দিয়ে দর্শকদের নজর কাড়েননি, বরং অভিনেত্রীদের স্টানিং লুক ও ভক্তদের একেবার তাক লাগিয়ে দিয়েছে। বলিপাড়ার ললনাদের মধ্যে এদিন আমাদের বিদেশিনী বধূ অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াকে একটু বেশিই গ্ল্যামারস লাগছিল।