Nick-Priyanka: নিক-প্রিয়াঙ্কা ম্যাজিক এবার বড় পর্দাতেও, বরের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিলেন পিগি

আগামীতে গিয়ে দুজনে একসঙ্গে কাজ করব সেই ব্যাপারে নিশ্চিত। এখন সেটি কোনও রোম্যান্টিক ছবি হবে নাকি অন্য কিছু জানি না। জানালেন প্রিয়াঙ্কা চোপাড়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, হিন্দি বা অন্য ভাষা কি না জানি না। কিন্তু আমি ও নিক একসঙ্গে কাজ করছি আগামীতে। এটা নিশ্চিত। আমি জানি না আমারা এক সঙ্গে ছবি করব কি না। এখন আমরা দুজন শো প্রোডিউস করছি। নানান জিনিস তৈরি করছি। ফলে আগামীতে গিয়ে দুজনে একসঙ্গে কাজ করব সেই ব্যাপারে নিশ্চিত। এখন সেটি কোনও রোম্যান্টিক ছবি হবে নাকি অন্য কিছু জানি না। কিন্তু, এক সঙ্গে কাজ করব।

এভাবেই বরের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিলেন পিগি। প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই সকলের মনে উঠেছে নানান প্রশ্ন। কেউ বলেছেন, নিক অভিনয় জগতে প্রবেশ করতে চলেছে। তেমনই কেউ বলেছেন, প্রিয়াঙ্কা এবার গান গাইবেন। কিন্তু, বাস্তবে কী হবে তা সময় জানাবে।

Latest Videos

এদিকে সদ্য মুক্তি পেল প্রিয়াঙ্কা চোপড়া ও স্যাম হিউগেনের ছবি লাভ এগেন। বিদেশে মুক্তি পেলেও ভারতেল তা মুক্তি পাবে চলতি সপ্তাহে। এই রোম্যান্টিক কমেডি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। বর্তমানে হলিউডে জমিয়ে কাজ করছেন পিগি। সেখানেই পেতেছেন নতুন সংসার। সোরাগেসির মাধ্যমে মাও হয়েছেন তিনি। সঙ্গে চালাচ্ছেন নিজের বিউটি ব্র্যান্ডের কাজ। এরই সঙ্গে একাধিক ইভেন্টে প্রায়শই দেখা মিলছে নিক-প্রিয়াঙ্কার। এরই সঙ্গে সংসার তো আছেই। মেয়ে মালতী মেরিকেও যথেষ্ট সময় দিচ্ছেন। অর্থাৎ কাজ ও সংসার সমান ভাবে সামলে চলেছেন নায়িকা।

বর্তমানে কাজ তো বটেই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়শই খবরে আসছেন। সদ্য নিজের নাকে সার্জারি নিয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় কসমেটিক্স সার্জারি প্রসঙ্গে। তখন প্রিয়াঙ্কা বলেন, নাকে থাকা পলিপ সরানোর জন্য নাকের অপারেশন করতে হয়েছিল তাঁকে। কিন্তু, অপারেশন করতে গিয়ে ডাক্তার তাঁর নাকের ব্রিজ উড়িয়ে দেন। এরপরই নাক বেঁকে যায়। এই নাক বেঁকে যাওয়ার কারণে প্রায় তিনটি ছবি হাত ছাড়া হয়েছিল তাঁর। নাক বেঁকে যেতে তাঁকে দেখতে অদ্ভুত লাগছিল। যা দেখে তিনি নিজেই ভয় পেয়ে যান। এই পরিস্থিতি ঠিক করতেই তাঁকে নাকের অপারেশন করাতে হয়। এভাবে নিজের ব্যক্তিজীবনের কথা সকলকে জানান প্রিয়াঙ্কা। সে যাই হোক, নিকের সঙ্গে কবে সে জুটি বাঁধবে এখন এটাই দেখা।

 

আরও পড়ুন

The Kerala Story: এই রাজ্যে মাত্র তিন দিন চলেছে দ্যা কেরালা স্টোরি, জানুন কেমন ছিল বক্স অফিস কালেকশন

অবশেষে মুক্তি পেল 'আদিপুরুষ'-এর ট্রেলার, মুখ্য ভূমিকায় প্রভাস, কৃতি স্যানন এবং সইফ আলি খান

জয় শ্রী রাম দিয়ে শুরু হল ট্রেলার, 'আদিপুরুষ' প্রভাস জিতে নিলেন দর্শকদের মন

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল