Ameen Sayani: প্রয়াত প্রবীণ বেতার উপস্থাপকআমিন সায়ানি, মুম্বইয়ে প্রয়াত শিল্পী

মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন প্রবীণ বেতার উপস্থাপক আমিন সায়ানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

ফের খারাপ খবর বিনোদন জগতে। মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন প্রবীণ বেতার উপস্থাপক আমিন সায়ানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। আমিনের পরিবারের পক্ষ থেকে এই খবর প্রকাশ করা হয়েছে। আমিনের ছেলে রাজিল সাহনি সংবাদমাধ্যমকে এই খবরটা জানান।

দীর্ঘদিনের কেরিয়ারে প্রায় ৫৪ হাজার রেডিও অনুষ্ঠান উপস্থাপনা করেন আমিন। তিনি বিজ্ঞাপন জগতেও পরিচিত ছিলেন। তিনি ১৯ হাজরের বেরি ভয়েস ওভার দিয়েছেন। আমিনের প্রয়াণে দেশের বেতার জগতে শোকের ছায়া নেমে এসেছে।

Latest Videos

১৯৩২ সালে ২১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন প্রবীণ বেতার উপস্থাপক আমিন সায়ানি। বেতার জগতে তাঁর সফল শুরু হয় মূলত ইংরেজি উপস্থাপক হিসেবে। স্বাধীনতার পরবর্তী সময় তিনি হিন্দি উপস্থাপনায় বেশি জোর দেন। নিজস্ব ব্যারিটোন কন্ঠস্বরে অল্প দিনের মধ্যে সকলের মন জয় করে নিয়েছিলেন। তিনি ১৯৫২ সালে প্রচারের আলোয় আসেন। তিনি বেতার সঙ্গীতানুষ্ঠান গীতমালা-র দৌলতে খ্যাতি পান। সেই সময় বলিউডের জনপ্রিয় গানের সঙ্গে তাঁর কন্ঠস্বরের যুগলবন্দি দেশের মানুষের মন জয় করেছিল। ১৯৯৪ সাল পর্যন্ত রেডিওতে তিনি নিয়মিত প্রচার করতেন। পরবর্তী সময় ২০০০ ও ২০০১ সালে কিছু পরিবর্তন করে পুনরায় অনুষ্ঠানটি ফিরিয়ে আনেন। সব মিলিয়ে এক সময় সকলের কাছে বেশ জনপ্রিয় ছিলেন প্রয়াত প্রবীণ বেতার উপস্থাপক আমিন সাহনি। সদ্য প্রয়াত হলেন তিনি।

এদিকে একাধিক খারাপ খবর বিনোদন জগত জুড়ে। গতকাল প্রয়াত হন বাংলার শিল্পী অসীমা মুখোপাধ্যায়। তেমনই প্রয়াত হন হিন্দি সিরিয়াল অনুপমা খ্যাত অভিনেতা ঋতুরাজ সিং। দুজনেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। ফের প্রয়াণের খবর এল প্রবীণ বেতার উপস্থাপক আমিন সায়ানির।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Vidya Balan: মুম্বই পুলিশের দারস্থ বিদ্যা, ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কারণে বিপাকে অভিনেত্রী

Dadasaheb Phalke IFF Awards: সেরার শিরোপা উঠল শাহরুখ থেকে রানির মাথায়, দেখে নিন আর কে কে পেলেন দাদা সাহেব ফালকে পুরস্কার

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today