রাজ কাপুর ফিরছেন কাপুর পরিবারে, মিল রয়েছে ঋষি কাপুরের সঙ্গেও, রাহাকে দেখে বিশেষ মন্তব্য নেটিজেনদের

Published : Dec 26, 2023, 07:50 AM IST
ranbir kapoor alia bhatt introduced daughter raha kapoor first time

সংক্ষিপ্ত

বাবার কোলে করে সকলের সামনে আসেন রাহা। পরনে ছিল সারা ফ্রক। মাথায় ছিল দুটি ঝুঁটি। আর পায়ে লাল জুতো। কানে ছিল হিরের দুল। ছোট্ট এই রাজকন্যাকে দেখে মুগ্ধ হন সকলে।

কালই প্রকাশ্যে এসেছে রাহার ছবি। আলিয়া ভাট ও রণবীর কাপুরের একমাত্র কন্যাকে দেখার সুযোগ পেয়েছেন সকলে। কাল বাড়ি থেকে বের হওয়ার সময় রাহা কে কোলে নিয়ে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দেন রণবীর কাপুর ও আলিয়া। প্রথমবার রাহাকে দেখে মুগ্ধ সকলে। রণবীর-আলিয়া কন্যা যে সুন্দর হবে তা জানত সকলেই। তবে, এমন নীল নয়না সুন্দরী হতে পারে তা আশা করেননি কেউ-ই। এদিন বাবার কোলে করে সকলের সামনে আসেন রাহা। পরনে ছিল সারা ফ্রক। মাথায় ছিল দুটি ঝুঁটি। আর পায়ে লাল জুতো। কানে ছিল হিরের দুল। ছোট্ট এই রাজকন্যাকে দেখে মুগ্ধ হন সকলে।

তারপরই নেট দুনিয়া ঘিরে শুধুই রাহা। এই ছবি ভাইরাল হতে নানান মন্তব্য করেন সকলে। রাহাকে কেমন দেখতে হল তা নিয়ে চলছে জল্পনা। কেউ বলেন তিনি কাপুরদের মতো রূপ পেয়েছেন। তো কেউ বলেন মা আলিয়ার মতো সুন্দরী হয়েছেন। তবে, এই সবের মাধে ভাইরাল হল নেটিজেনদের বিশেষ মন্তব্য। অনেকেই দাবি করেছেন তাঁকে দেখতে রাজ কাপুরের মতো। রাজ কাপুর রাহা হয়ে ফিরে এসেছেন কাপুর পরিবারে। কারণ রাজ কাপুরের নীল চোখের মণি সে সময় তাঁর প্রতি আকৃষ্ট করত সকলকে। তেমনই রাহার নীল চোখ দেখে সকলের সে কথা মনে পড়ে গিয়েছে। তবে, অনেকের মতে তাঁকে দেখতে ঋষি কাপুরের মতো। কারণ রাখার মুখে খানিক আছে ঋষি কাপুরের ছোঁয়া।

এদিকে পর পর চমক দিলেন রণবীর। সদ্য মুক্তি পেল তাঁর অভিনীত অ্যানিম্যাল যা জমিয়ে ব্যবসা করেছে বক্স অফিসে। আর এবার প্রকাশ্যে নিয়ে এলেন মেয়ে রাহাকে। যাকে দেখে চমক পেলেন সকলে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

ছোট্ট রাহা! বড়দিনে মেয়ে রাহাকে প্রথমবার প্রকাশ্যে আনলেন রণবীর ও আলিয়া

৫৬ বছরে আরবাজের দ্বিতীয় বিয়ে থেকে দেবের জন্মদিন পালন, বিনোদনের এক ঝলক

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী