রাজ কাপুর ফিরছেন কাপুর পরিবারে, মিল রয়েছে ঋষি কাপুরের সঙ্গেও, রাহাকে দেখে বিশেষ মন্তব্য নেটিজেনদের

বাবার কোলে করে সকলের সামনে আসেন রাহা। পরনে ছিল সারা ফ্রক। মাথায় ছিল দুটি ঝুঁটি। আর পায়ে লাল জুতো। কানে ছিল হিরের দুল। ছোট্ট এই রাজকন্যাকে দেখে মুগ্ধ হন সকলে।

কালই প্রকাশ্যে এসেছে রাহার ছবি। আলিয়া ভাট ও রণবীর কাপুরের একমাত্র কন্যাকে দেখার সুযোগ পেয়েছেন সকলে। কাল বাড়ি থেকে বের হওয়ার সময় রাহা কে কোলে নিয়ে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দেন রণবীর কাপুর ও আলিয়া। প্রথমবার রাহাকে দেখে মুগ্ধ সকলে। রণবীর-আলিয়া কন্যা যে সুন্দর হবে তা জানত সকলেই। তবে, এমন নীল নয়না সুন্দরী হতে পারে তা আশা করেননি কেউ-ই। এদিন বাবার কোলে করে সকলের সামনে আসেন রাহা। পরনে ছিল সারা ফ্রক। মাথায় ছিল দুটি ঝুঁটি। আর পায়ে লাল জুতো। কানে ছিল হিরের দুল। ছোট্ট এই রাজকন্যাকে দেখে মুগ্ধ হন সকলে।

তারপরই নেট দুনিয়া ঘিরে শুধুই রাহা। এই ছবি ভাইরাল হতে নানান মন্তব্য করেন সকলে। রাহাকে কেমন দেখতে হল তা নিয়ে চলছে জল্পনা। কেউ বলেন তিনি কাপুরদের মতো রূপ পেয়েছেন। তো কেউ বলেন মা আলিয়ার মতো সুন্দরী হয়েছেন। তবে, এই সবের মাধে ভাইরাল হল নেটিজেনদের বিশেষ মন্তব্য। অনেকেই দাবি করেছেন তাঁকে দেখতে রাজ কাপুরের মতো। রাজ কাপুর রাহা হয়ে ফিরে এসেছেন কাপুর পরিবারে। কারণ রাজ কাপুরের নীল চোখের মণি সে সময় তাঁর প্রতি আকৃষ্ট করত সকলকে। তেমনই রাহার নীল চোখ দেখে সকলের সে কথা মনে পড়ে গিয়েছে। তবে, অনেকের মতে তাঁকে দেখতে ঋষি কাপুরের মতো। কারণ রাখার মুখে খানিক আছে ঋষি কাপুরের ছোঁয়া।

Latest Videos

এদিকে পর পর চমক দিলেন রণবীর। সদ্য মুক্তি পেল তাঁর অভিনীত অ্যানিম্যাল যা জমিয়ে ব্যবসা করেছে বক্স অফিসে। আর এবার প্রকাশ্যে নিয়ে এলেন মেয়ে রাহাকে। যাকে দেখে চমক পেলেন সকলে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

ছোট্ট রাহা! বড়দিনে মেয়ে রাহাকে প্রথমবার প্রকাশ্যে আনলেন রণবীর ও আলিয়া

৫৬ বছরে আরবাজের দ্বিতীয় বিয়ে থেকে দেবের জন্মদিন পালন, বিনোদনের এক ঝলক

Share this article
click me!

Latest Videos

কার নাম বললেন? স্যালাইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস শুভেন্দুর! | Suvendu Adhikari Saline Controversy
Kho Kho World Cup 2025: স্বপ্ন থেকে বাস্তবের যাত্রা কেমন ছিল? জানালেন মহিলা দলের হেড ডঃ মুন্নি জুন
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু । Suvendu on Mamata