
Film Producer Salim Akhtar Death: বিনোদন জগত থেকে আরও একটি খারাপ খবর পাওয়া যাচ্ছে। মনোজ কুমার এবং জ্যাকলিন ফার্নান্দেজের মায়ের মৃত্যুর পর এবার প্রবীণ চলচ্চিত্র নির্মাতার মৃত্যু হল। জানিয়ে দেই রানি মুখার্জীর (Rani Mukerji) প্রথম সিনেমা রাজা কি আয়েগি বারাত (Raja Ki Aayegi Baraat) এর প্রযোজক সেলিম আখতার (Salim Akhtar) মারা গিয়েছেন।
মৃত্যুকালীন সময়ে তাঁর ৮২ বছর বয়স হয়েছিল বলে জানা যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন পরিচালক এবং মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে (Kokilaben Dhirubhai Ambani Hospital) তার চিকিৎসা চলছিল। চিকিৎসার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর অনুযায়ী, তিনি মঙ্গলবার মারা যান। একই সাথে বলা হচ্ছে তার শেষকৃত্য বুধবার ৯ এপ্রিল মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।