Raju Panjabi: ৪০-এ প্রয়াত রাজু পঞ্জাবি, জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন গায়ক

কদিন আগে ছাড়া পেয়েছিলেন হাসপাতাল থেকে। আচমকাই শারীরিক অবনতি হয়। এর কারণে ফের হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সেখানেই প্রয়াত হলেন গায়ক।

ফের খারাপ খবর বিনোদন জগতে। মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হলেন রাজু পঞ্জাবি। দেশি দেশি না বোলা কর গানে খ্যাতি পেয়েছিলেন তিনি। সদ্য জন্ডিসে আক্রান্ত হন। বেসরকারি হাসপাতালে ভর্তিও হন তিনি। কদিন আগে ছাড়া পেয়েছিলেন হাসপাতাল থেকে। আচমকাই শারীরিক অবনতি হয়। এর কারণে ফের হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সেখানেই প্রয়াত হলেন গায়ক।

সদ্য মুক্তি পেয়েছে, রাজু পঞ্জাবির গাওয়া আপসে মিলকে ইয়ারা হামকো আচ্ছা লাগা। এছাড়া তাঁর হিট গানের তালিকায় আছে, দেশি দেশি, তু চিজ লা জবাব, লাস্ট পেগ, ভাগ মেরে ইয়ারা। তাঁর আকষ্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। সোশ্যাল মিডিয়ায় সকলে দুঃখ প্রকাশ করছেন। সকলেই চমক পেয়েছেন এই খবরে। মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হলেন গায়ক।

Latest Videos

তবে শুরু ভারতীয় শিল্পী নন। গতকাল আসে রন সেফাস জোনসের প্রয়াণের খবর। দিস ইজ আস-র জন্য খ্যাতি পেয়েছিলেন তিনি। ফুসফুসের সমস্যার কারণে প্রয়াত হলেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৬।

এদিকে কদিন আগে প্রয়াত হলেন ‘গেম অফ থ্রোনস’ খ্যাত অভিনেতা ড্যারেন কেন্ট। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা। ডাঞ্জিয়নস অ্যান্ড ড্রাগনস- অনর অ্যামং থিবস, ইস্ট এন্ডারর্স-র মতো সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান, মার্শাল ল, ব্লাডি কাটস, দ্য ফ্রাঙ্কেনস্টাইন ক্রনিকলস, হ্যাপি আওয়ারস, লাভ উইদ আউট ওয়ালস, বার্ডস সরো-র মতো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

তাঁর কিছুদিন আগে প্রয়াত হন ব্যান্ডশিল্পী রান্ডি মাইজনার (Randy Meisner)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭। এর আগে প্রয়াত হন বিখ্যাত আইরিশ গায়িকা সিনাড ও কনর। যিনি নাথিং কমপেয়ারস টু ইউ -র জন্য খ্যাতি পেয়েছিলেন। মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত হন তিনি।

তেমনই কদিন আগে প্রয়াত হন বিখ্যাত সুরকার প্রদীপ দাশগুপ্ত। তিনি নির্মলা মিশ্রর স্বামী। গত বছর জুলাই মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শিল্পী নির্মলা মিশ্র। আর স্ত্রীর মৃত্যুর এক বছরের মধ্যে প্রয়াত হলেন স্বামী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁরপর স্ত্রীর মৃত্যু হয়। এতে মানসিক ভাবে ভেঙে পড়েন সুরকার। শেষে স্ত্রীর মৃত্যুর এক বছরের মধ্যে প্রয়াত হলেন স্বামী। 

এভাবে একের পর এক প্রয়াণের খবর বিনোদন জগত জুড়ে। হলিউড, বলিউড থেকে বাংলার শিল্পীরাও প্রয়াত হচ্ছেন একে একে। 

 

আরও পড়ুন

Susmita Sen: বিয়েতে বাধা দিচ্ছে দুই মেয়ে, বিয়ে নিয়ে অকপট সুস্মিতা সেন, জেনে নিন কী বললেন

জেনে নিন সোমবার কত আয় করল OMG 2, রইল অক্ষয় ও পঙ্কজ অভিনীত ছবির আয়ের হিসেব

Srijit Mukerjee: ডেঙ্গুতে আক্রান্ত সৃজিত, হাসপাতালে ভর্তির ইঙ্গিত দিলেন পরিচালক

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari