সূত্র থেকে জানা গিয়েছে, নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সাবা। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, সুজানের সঙ্গে বিচ্ছেদের পর সাবার সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন হৃত্বিক। দুই ছেলে রেহান-হৃদানও সাবাকে খুবই ভালবাসে। এবং রোশন পরিবারও খুব খুশি তাদের এই সম্পর্কে। গোটা পরিবারের উপস্থিতিতে চারহাত এক হবে হৃত্বিক ও সাবার।