'ব্রেকিং নিউজ', গ্রেফতার হলেন রাখি সাওয়ান্ত,টুইট করে জানালেন শার্লিন চোপড়া

Published : Jan 19, 2023, 02:32 PM ISTUpdated : Jan 19, 2023, 03:13 PM IST
rakhi sawant and sherlyn chopra file cases against each other for this reason KPJ

সংক্ষিপ্ত

গ্রেফতার হলেন বলিউডের ড্রামাক্যুইন রাখি সাওয়ান্ত।এই খবর ফাঁস হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। মডেলের ছবি ও ভিডিও ভাইরাল করার অভিযোগে এফআইআর করা হয়েছিল। 

গ্রেফতার হলেন বলিউডের ড্রামাক্যুইন রাখি সাওয়ান্ত। বলিউডের রাখি সাওয়ান্ত গ্রেফতার হওয়ার খবর দিলেন মডেল অভিনেত্রী শার্লিন চোপড়া। টুইটে খবর শেয়ার করে রাখি সাওয়ান্ত লেখেন- ব্রেকিং নিউজ, রাখি সাওয়ান্তকে গ্রেফতার করেছে অম্বোলি থানার পুলিশ। এই খবর ফাঁস হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। মডেলের ছবি ও ভিডিও ভাইরাল করার অভিযোগে এফআইআর করা হয়েছিল। গতকালই রাখির আবেদন খারিজ করা হয়েছে।

সূত্র থেকে জানা গেছে,শার্লিনের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে রাখি সাওয়ান্তকে। বৃহস্পতিবারই রাখিকে গ্রেফতার করেছে আম্বোলি থানার পুলিশ। জানা গেছে, আজ দুপুর তিনটের সময় নিজের ডান্স অ্যাকাডেমি লঞ্চ করার পরিকল্পনা ছিল। এবং স্বামী আদিলের সঙ্গে যৌথভাবে ওই অ্যাকাডেমি তৈরি করেছেন। কোন অভিযোগের ভিত্তিতে রাখিকে গ্রেফতার করেছে পুলিশ তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। শার্লিন জানিয়েছেন, রাখি অশালীন ভাষা প্রয়োগ করে তাকে আক্রমণ করেছেন। গত বছর নভেম্বর মাসে ওই অভিযোগ করেছিলেন তিনি। ওই অভিযোগের বিরুদ্ধে রাখি এবং তার আইনজীবী ফাল্গুনী ব্রহ্মভাটের বিরুদ্ধে এফআইআর রুজু করেছিল মুম্বই পুলিশ। ভারতীয় দন্ডবিধির ধারা সহ আইটি আইনের একাধিক ধারায় রাখির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। শার্লিনের অভিযোগ ছিল, রাখি সাওয়ান্ত প্রেস কনফারেন্স ডেকে তার একটি অশ্লীল ভিডিও দেখিয়েছিলেন। কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন রাখি সাওয়ান্ত। অন্যদিকে রাখি সাওয়ান্ত শার্লিনের বিরুদ্ধে ওশিওয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন। তার প্রেমিক বদল করা নিয়ে নাকি কুরুচিকর মন্তব্য করেছিলেন শার্লিন, তেমনটাই দাবি করেছিলেন রাখি। ২০২২ সালে ৬ নভেম্বর শার্লিন তাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলেন এবং তা নাকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ওই ভিডিওতেই রাখির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন শার্লিন চোপড়া। 

 

 

বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন রাখি সাওয়ান্ত।বলিউডের ড্রামাক্যুইন রাখি সাওয়ান্তকে নিয়ে জল্পনার শেষ নেই। গত ১১ জানুয়ারি রেজিস্ট্রি ম্যারেজর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে। এর মধ্যেই অন্তঃসত্ত্বা এবং গর্ভপাতের কথা ফাঁস করলেন রাখি সাওয়ান্ত।রাখি ও তার স্বামী আদিল দুরানি নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জানিয়েছেন। রাখি ও আদিল জানিয়েছেন, তার গর্ভপাতের খবর সম্পূর্ণ মিথ্যে। রাখি সাওয়ান্ত আরও জানিয়েছেন,সকলের কাছে অনুরোধ দয়া করে এইধরনের খবর ছড়াবেন না। আদিলের সঙ্গে রাখির বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল।বে এই নিয়ে প্রশ্ন করা হলেও সেই খবর স্বীকার করেননি আবার অস্বীকারও করেননি। রাখির চুপ করে থাকার কারণ তার মা হওয়ার জল্পনা বাড়িয়ে দিয়েছিল। তবে শোনা যাচ্ছে, গর্ভপাত নিয়ে রাখি তার ঘনিষ্ঠের কাছে কান্নাকাটিও করেছেন। তবে পুরো খবর মিথ্যে বলে দাবি করেছেন রাখি ও আদিল।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য