মেরুন শাড়িতে হাজির রাশ্মিকা, প্রকাশ্যে এল ‘অ্যানিমেল’ ছবিতে রাশ্মিকার লুক

আগেই প্রকাশ্যে এসেছে ছবিতে রণবীরের লুক। আর এবার প্রকাশ্যে এল রাশ্মিকার লুক।

বহুদিন ধরে খবরে অ্যানিমেল ছবিটি। চলতি বছরের শুরুতে কিলার লুকে দেখা যায় রণবীর কাপুরতে। জানা যায়, এই লুক তিনি রেখেছেন নতুন ছবির জন্য। প্রকাশ্যে আসে অ্যানিমেল ছবির কথা। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত ও রণবীর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি বছরের সব থেকে বেশি প্রতীক্ষিত ছবি। এই ছবি বহুদিন ধরে রয়েছে খবরে। প্রকাশ্যে এসেছে ছবিতে রণবীরের লুক। আর এবার প্রকাশ্যে এল রাশ্মিকার লুক।

সদ্য ‘অ্যানিমেল’ ছবির পক্ষ থেকে একটি টুইট করা হয়। যার দ্বারা প্রকাশ করা হয় ‘অ্যানিমেল’ ছবিতে রাশ্মিকার লুক। ছবিতে মেরুন শাড়িতে দেখা গিয়েছে নায়িকাকে। চুল সাধারণ ভাবে বাঁধা। গলায় সোনার সরু চেন ও মঙ্গলসূত্র। মাথা নিচু করে আছেন তিনি। মুখে মিষ্টি হাসি। কপালে লেগে সিঁদুরের টিপ। সাদা ও মেরুন কনট্রাস্ট রঙের শাড়ি পরেছেন তিনি।

Latest Videos

মুহূর্তে ভাইরাল হয়েছে ছবিটি। সকলের নজর কেড়েছে রাশ্মিকার লুক। শোনা যাচ্ছে, ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবির টিজার। রণবীরের জন্মদিনে প্রকাশ্যে আসতে পারে ছবির টিজার। এমনই অনুমান সকলের। ২০২৩ সালে পয়লা ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। এই ছবি দিয়ে বক্স অফিসে পা রাখবেন রণবীর কাপুর। সঙ্গে থাকবেন রাশ্মিকা মান্দানা। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার। বহুদিন ধরে দর্শকেরা অপেক্ষায় আছেন এই ছবির। আর কয় মাস পর চলতি বছরের শেষে মুক্তি পাবে ছবিটি।

 

 

এদিকে শেষ তু ঝুটি ম্যায় মক্কর ছবিতে শেষ দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। শ্রদ্ধা কাপুর, ডিম্পল কাপাডিয়া-সহ আরও অনেকে ছিলেন ছবিতে। ছবিটি সে সময় ভালোই ব্যবসা করেছিল বক্স অফিসে। রণবীরকে দেখা গিয়েছিল এক ব্যবসায়ী পরিবারের ছেলে হিসেবে। যে পরিবারের ব্যবসা সামলানোর সঙ্গে সকলের প্রেম জীবনের খেয়াল রাখেন। টানা নিয়ে লোকের ব্রেকআপ করান। শেষে তাঁর প্রেমিকাই তাঁদের ব্রেকআপ করার জন্য তাঁর কাছে আসবে। সম্পর্কের টানাপোড়েন, প্রেম, পরিবারের প্রতি দায়িত্ব, যৌথ পরিবার – এই সবের অদ্ভুত এক পরিস্থিতি উঠে এসেছে ছবিতে। ছবিতে রণবীর ও শ্রদ্ধার কেমিস্ট্রি নজর কেড়েছে সকলের। ব্যাপক হিট করেছে ছবিটি। সব মিলিয়ে ছবিটি মন কেড়েছে দর্শকদের। এরপর এবছর একেবারে ভিন্ন অবতারে আসছেন রণবীর। মুক্তি পেতে চলেছে অ্যানিমেল। সদ্য প্রকাশ্যে এল অ্যানিমেল ছবিতে রশ্মিকার লুক। মেরুন শাড়িতে হাজির হলেন রাশ্মিকা মান্দানা।

 

আরও পড়ুন

তিন মিনিটের ট্রেলার জুড়ে শুধুই চমক, খুনের রহস্য সমাধান করতে আসছেন প্রবীর রায়চৌধুরী ও ইন্সপেক্টর পোদ্দার

হাসপাতালে ভর্তি স্বামী অগ্নিদেব, স্বামীর অসুস্থতা প্রসঙ্গে রটনা বন্ধ করতে বিশেষ পোস্ট করলেন অভিনেত্রী

Bagha Jatin New Song : মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির প্রথম গান 'এই দেশ আমার', জুটিতে দেব-রূপম

Share this article
click me!

Latest Videos

'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন শুভেন্দু অধিকারী
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
TMC News : অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর | Bangla News
Kolkata-র রাজপথে Mamata Banerjee-র বিরুদ্ধে চরম হুঙ্কার Suvendu Adhikari-র, দেখুন | Suvendu A