Ashish Vidyarthi: ‘জীবনে খুশি থাকতে চাই’, দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন আশিস বিদ্যার্থী

দ্বিতীয় বিয়ের পর মুখ খুললেন আশিস। জানালেন কেন আবার বিয়ে করলেন অভিনেতা। 

‘মানুষ জীবনে খুশি থাকতে চায়। আমিও সেটাই চাই।’ তিনি বলেন, ২২ বছর আগে আমি পিলুকে বিয়ে করেছিলাম। স্বামী-স্ত্রী হিসেবে অনেকটা পথ হেঁটেছি। আমাদের বন্ধুত্ব মজবুত হয়েছে। আমাদের জীবনে অর্থ মানে মোগলি এসেথে। ওকে বড় করেছি আমরা। এখন ও চাকরি করছে। আমি ও পিলু যেটুকু সময় কাটিয়েছি সেটা অসাধারণ ছিল। এতগুলো বছর কাটিয়ে আমরা বুঝতে পারলাম জীবনের কাছ থেকে আমরা একই জিনিস চাই না। ওর আর আমার ভবিষ্যত পরিকল্পনা আলাদা।

এদিকে জামাইষষ্ঠীর দিন দ্বিতীয় বিয়ে সারলেন আশিস বিদ্যার্থী। তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়। চারিদিকে শুরু হয় গুঞ্জন। ৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে সেরে চমক গিয়েছেন অভিনেতা। ২৫ মে ইন্টিমেট সেরিমনি করে বিয়ে করলেন আশিস বিদ্যার্থী। পাত্রী অসমের কন্যা। অসমে কন্যার বাড়িতেই আয়োজিত হয়েছিল। বাংলার জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশ্রী বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশিস বিদ্যার্থী। এক পুত্র সন্তান আছে তাঁদের। কিন্তু, ভাগ্যের ফেরে সেই বিয়ে সুখের হয়নি। বিচ্ছেদ হয় আশিস বিদ্যার্থী ও রাজশ্রী-র। এবার ৬০ বছর বয়সে এসে দ্বিতীয়বার বিয়ে করেন আশিস বিদ্যার্থী। আশিস বিদ্যার্থীর দ্বিতীয় স্ত্রী ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তিনি অসমের মেয়ে। এবার অসমেই বিয়ে করেছেন আশিস বিদ্যার্থী। সেখানেই ছোট করে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান। প্রকাশ্যে এসেছে সেই ছবিই। আদালতে গিয়ে সইসাবুদ করে বিয়ে করেন আশিস বিদ্যার্থী। স্ত্রীর নাম রূপালী। দুজনে অসমেই কোর্ট ম্যারেজ করেন। ঘনিষ্ঠ লোকের উপস্থিতিতে সারেন সেই বিয়ে। বিয়ের পর বলেন, এই বয়সে এসে রূপালীকে বিয়ে করতে পেরে ভীষণ আনন্দিত। দারুণ একটা ফিলিং কাজ করছে। আমরা সকালে কোর্ট ম্যারেজ করেছি। বিকেলে গেট টুগেদার করছি একটা। এই দিনই তাঁর স্ত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট সকলের নজর কাড়ে। তিনি সোশ্যল মিডিয়ায় লিখেন, জীবন নামক ধাঁধাঁয় হারিয়ে যাবেন না। এরই সঙ্গে নিজের একটি হাসি মুখের ছবি পোস্ট করেন। বরের দ্বিতীয় বিয়ের দিন প্রথম স্ত্রী-র এমন পোস্ট নজর কেড়েছে সকলের।

Latest Videos

সে যাই হোক, দাম্পত্য জীবন সুখের হোক তা সকলেরই কাম্য। প্রথম বিয়ের সমস্যা কাটিয়ে ফের সুখের আশায় ও জীবনে নতুন কিছু পাওয়ার আশায় বিয়ে করলেন অভিনেতা। তাঁর এই সিদ্ধান্তকে অনেকে যেমন সমালোচনা করেছে তেমনই অনেকে প্রশংসা করেছে। 

 

আরও পড়ুন

Malaika Arora: ৪৯-এ ছড়াচ্ছেন উষ্ণতা, মালাইকা আরোরার নতুন ছবি ঘুম কাড়ল নেটিজেনদের

ভিকি কৌশলকে ঠেলে সরালেন সলমন খানের দেহরক্ষী! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া

Salman Khan: শ্যুটিং শেষে হতে না হতেই জানালেন ছবি মুক্তির দিন, খবরে ‘টাইগার ৩’

 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today