কিন্তু, কিছুদিন আগে ভেঙেছে সেই সম্পর্ক। সে কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন প্রাক্তন সুন্দরী। বয়সের সুস্মিতার থেকে বেশ খানিকটা ছোট রহমন। তাই সম্পর্কে জড়ানোর পর নানান কুকথা শুনতে হয়েছিল তাঁকে। কিন্তু, সে বিষয় মাথা ঘামাননি নায়িকা। রহমনের সঙ্গে সম্পর্ক খুশিই ছিলেন তিনি। কিন্তু, মাঝে তা বিচ্ছেদ হয়।