প্রাক্তন প্রেমিক রহমনকে নিয়ে মুম্বইয়ের এক ইভেন্টে হাজির হলেন সুস্মিতা। সঙ্গে ছিল ছোট মেয়ে। তাহলে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগল? ছবি ভাইরাল হতেই উঠল নানান প্রশ্ন।
নানান কারণে খবরে আসেন সুস্মিতা সেন। কিছুদিন আগে অসুস্থতার কারণে খবরে এসেছিলেন তিনি। তাঁর হৃদরোগে আক্রান্তের খবর শুনে হতাশ হয়েছিলেন ভক্তরা। তারপর সুস্থ হয়ে ওঠার খবর তিনি নিজেই জানান। যা দেখে স্বস্তি পেয়েছেন তাঁর ভক্তরা।
210
এরই মাঝে জিমের ছবিও পোস্ট করেন নায়িকা। যেখানে শরীরচর্চা করতে দেখা যায় তাঁকে। সঙ্গে দেখা যায় প্রাক্তন প্রেমিক রহমন সলকে। সুস্মিতার ভক্তরা সকলে রহমন সলের সঙ্গে পরিচিত। দীর্ঘদিন তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন নায়িকা।
310
কিন্তু, কিছুদিন আগে ভেঙেছে সেই সম্পর্ক। সে কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন প্রাক্তন সুন্দরী। বয়সের সুস্মিতার থেকে বেশ খানিকটা ছোট রহমন। তাই সম্পর্কে জড়ানোর পর নানান কুকথা শুনতে হয়েছিল তাঁকে। কিন্তু, সে বিষয় মাথা ঘামাননি নায়িকা। রহমনের সঙ্গে সম্পর্ক খুশিই ছিলেন তিনি। কিন্তু, মাঝে তা বিচ্ছেদ হয়।
410
তারপর ললিত মোদীর সঙ্গে সম্পর্কের কথা জানান। মাঝে ললিত মোদীর সঙ্গে একান্তে কাটানো ছবি পোস্ট করেছিলেন নায়িকা। তখনই সকলে আন্দাজ করেছিল সম্পর্কের কথা। এমনকী, সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদীর সঙ্গে। এদিকে তাঁর ও ললিত মোদির সম্পর্ক কতদূর পৌঁছাল তা নিয়ে সকলের মনে প্রশ্ন থেকেই গিয়েছে।
510
এরই মাঝে ফের রহমনে সঙ্গে সম্পর্কের গুঞ্জন সকলের মনে প্রশ্ন তুলেছে। প্রাক্তন প্রেমিক রহমনকে নিয়ে মুম্বইয়ের এক ইভেন্টে হাজির হলেন সুস্মিতা। সঙ্গে ছিল ছোট মেয়ে। তাহলে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগল? ছবি ভাইরাল হতেই উঠল নানান প্রশ্ন।
610
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে কালো রঙের ট্রাউজার ও টি শার্ট পরেছেন রহমন। চুলে করা পনিটেল। আর সুস্মিতা পরেছেন নীল রঙের কোট ও ট্রাইজার। আর সুস্মিতার ছোট মেয়ের পরনে রয়েছে লাল প্রিন্টেড ফ্রক। তিনজনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। এর পরই সকলের মনে উঠেছে প্রশ্ন।
710
তাহলে কি ফের সম্পর্কে ফিরেছেন রহমন ও সুস্মিতা। দুজনের মধ্যে সকল বিবাদ মিটে গিয়েছে। ফের নতুন করে সম্পর্কে ফিরেছেন তারা? এই প্রশ্নের উত্তন সময় দেবে। আপাতত সুস্মিতা সেনের থেকে কিছু জানা যায়নি।
810
এদিকে এই ইভেন্টে বসেছিল চাঁদের হাট। রকুল প্রীত সিং থেকে অনীল কাপুর, কবীর বেদী থেকে কপিল শর্মা- হাজির হয়েছিল সকলে। এই ইভেন্টে সকলেরই পোশাকই নজর কাড়ে। বিশেষ শিল্পা শেট্টির সারা স্ট্রাইপড পোশাক কিংবা আয়ুষ্মানের সবুজ কোট নজর কেড়েছিল সকলের।
910
এদিকে এই ইভেন্টেই প্রায় ২০ বছর পর একসঙ্গে দেখা গেল অক্ষয় রবিনাকে। মুম্বইয়ে এক অনুষ্ঠানে হাজির হন অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। সেখানে রবিনাকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করলেন অক্ষয় কুমার। শুধু তাই নয়, এক সঙ্গে মঞ্চে দেখা গেল তাদের। পুরষ্কার দিলেন দুজনে এক সঙ্গে।
1010
এখানেই শেষ নয়। পাশাপাশি বসে অনু্ষ্ঠান উপভোগ করতে দেখা গেল তাদের। এমনই একটি ভিডিও ভাইরাল হয়। যে ভিডিও ভাইরাল হতেই নানান কমেন্ট দেখা যায়। নানান কমেন্ট করেন তাদের ভক্তরা। কেউ এদের আবার হট জুটি বলেন। কেউ আবার লেখেন, এটা কী দেখছি। আবার কেউ লেখেন, বহুদিন পর এই জুটিকে দেখছি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।