লেখেন, দুর্দান্ত বিরাট কোহলি যে কৃতিত্বের ছাপ রাখলেন তা প্রশংসনীয়। তিনি পৃথিবীর যেখান থেকে হেঁটে যাবেন সেই জায়গায় পুজো করা উচিত।….
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে মাস্টার ব্লাস্টার-কে ছাড়িয়ে গেল বিরাট। এক দিনের ক্রিকেট ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে সচিনকে টপকে গেলেন কোহলি। বিরাটের এই সাফল্যে সারা বিশ্ব তাঁর প্রশংসায় ব্যস্ত। তবে, এর মাঝে নজর কাড়লেন কঙ্গনা। এই সাফল্যের পর কঙ্গনার বিশেষ উক্তি নজর কাড়ল সকলের। তিনি বিরাটকে নিয়ে একটি বিশেষ পোস্ট করেন। সেখানে লেখেন, দুর্দান্ত বিরাট কোহলি যে কৃতিত্বের ছাপ রাখলেন তা প্রশংসনীয়। তিনি পৃথিবীর যেখান থেকে হেঁটে যাবেন সেই জায়গায় পুজো করা উচিত। ওঁর কৃতিত্ব এতই বড় যে উনি এই সম্মানের যোগ্য।
কঙ্গনার এমন বার্তা নজর কেড়েছে সকলের। বিরাট কোহলির প্রশংসা যে কেউ করতেই পারে তবে, তাঁকে পুজো করার যে কথা বলেছেন, তা দেখে চমক পেয়েছেন সকলে। হঠাৎ অনুষ্কা শর্মার বরকে নিয়ে কেন মাতলেন কঙ্গনা, তা জানতে আগ্রহী সকলে। অনেকে আবার কানাঘুষো করছেন যে, বিরাটে মন আটকেছে কঙ্গনার।
এদিকে বিরাট কোহলির সাফল্যে আপ্লুত অনুষ্কা শর্মাও। তিনি তাঁকে ঈশ্বরের বরপুত্র আখ্যা দিয়েছেন। তিনি বিরাটের সাফল্যের এর একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ঈশ্বরই জীবনের শ্রেষ্ঠ চিত্রনাট্যকার। আমি কৃতজ্ঞ যে তাঁর আশীর্বাদে আমি তোমার মতো একজন মানুষের ভালোবাসা পেয়েছি। সব বাধা পেরিয়ে তোমার এই জয়। এই সাফল্য অর্জন করা..। সব ঝড়ের পরেও নিজের প্রতি সৎ থাকা ও এই খেলায় সবটা উজার করে দেওয়া... তুমি সত্যিই ঈশ্বরের বরপুত্র।
অনুষ্কার এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছিল। সকলেরই নজর কেড়েছিল এই পোস্ট। এবার কঙ্গনার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হল বিতর্ক। কেন তিনি এমন পোস্ট করলেন, তা জানতে আগ্রহী সকলে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
ভিকির সঙ্গে কলহ পুরোটাই কি দেখানো? বিগ বস-র ঘরে এসে অন্তঃসত্ত্বা অঙ্কিতা
উচ্চতার দিক দিয়ে কে কাকে দিলেন টেক্কা? জেনে নিন বলিউডের কোন তারকার উচ্চতা কত