দীপিকা বা ঐশ্বর্য নন, ভারতের সবথেকে ধনী অভিনেত্রী ইনি- সম্পত্তির বহর দেখলে চোখ কপালে উঠবে আপনার

Published : Jul 22, 2023, 07:10 PM IST
Jayalalithaa

সংক্ষিপ্ত

জয়ললিতার সম্পত্তি বিশাল। ঐশ্বর্য রাই, দীপিকা পড়ুকন ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী সব সম্পত্তি যোগ করতে যে পরিমাণ সম্পত্তি হয় তা কিন্তু জয়ললিতার মোট সম্পত্তির ধারেকাছে আসেনা। 

ভারতের সবথেকে ধনী অভিনেত্রী কে? এই প্রশ্নের মুখোমুখি হলেই প্রথম বলিউড অভিনেত্রীর নাম একের পর এক মাথায় আসবে। অনেকেই মনে করতে পারেন শ্রীদেবী বা রেখা ভারতের সবথেকে ধনী অভিনেত্রী। কেউ আবার নতুন যেমন দীপিকা পড়ুকন , প্রিয়াঙ্কা চোপড়া বা ঐশ্বর্য রাইয়ের নামও নিতে পারেন। কারণ এদের পারিশ্রমিক আকাশ ছোঁয়া। কিন্তু যে নামটি বলব তা সব হিসেব ওলট পালট করে দেবে। কারণ ভারতের সবথেকে ধনী অভিনেত্রী কিন্তু বলিউডের নন। তিনি মূলত দক্ষিণী সিমেনার সুপারস্টার। তিনি জয়ললিতা।

জয়ললিতার সম্পত্তি বিশাল। ঐশ্বর্য রাই, দীপিকা পড়ুকন ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী সব সম্পত্তি যোগ করতে যে পরিমাণ সম্পত্তি হয় তা কিন্তু জয়ললিতার মোট সম্পত্তির ধারেকাছে আসেনা। এদের প্রত্যেকের তুলনায় কয়েক শত যোজন এগিয়ে রয়েছে দক্ষিণী সুপারস্টার তথা বিতর্কিত নায়িকা জয়ললিতা। তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। তানি ১৯৬০ এর দশকের সফল তামিল অভিনেত্রী ছিলেন। তাঁর রাজনৈতিক ও অভিনেত্রী জীবনে তিনি যে সম্পদের মালিক ছিলেন তার হিসেব অনেকেরই চোখ কপালে তুলে দেয়।

প্রবল জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। দুর্দান্ত কেরিয়ার। তবুও মাত্র ৩১ বছর বয়সেই বিদায় জানিয়েছিলেন রুপলি পর্দাকে। মন দিয়েছিলেন রাজনীতিতে। সেখানেই সফল তিনি।

জয়ললিতার মোট সম্পদ

১৯৯৭ সালে রাজনৈতিক জীবনের শীর্ষে ছিলেন জয়ললিতা। সেই সময়ই পেয়েস গার্ডেনে জয়ললিতার বাসভবে একটি অভিযান চলে। তাতে প্রকাশ্যে আসে তাঁর সম্পত্তির মাত্র একটি অংশ। সেই সময়ই জানা যায় যার সংগ্রহে ছিল ১০ হাজার ৫০০টি বহুমূল্যবান শাড়ি। জয়ললিতা সিনেমা ছেড়ে রাজনৈতির খাতায় নাম লেখালেও তাঁর শাড়ি বা গয়নার বহর দেখে সেই সময় অনেকেই চমকে যেত। তাঁকে কোনও দিনও সাধারণ শাড়িতে দেখা যায়নি। সর্বদাই মূল্যবান সিল্কের শাড়িতেই সামনে আসতেন জয়ললিতা। সেই সময়ই তাঁর সংগ্রহে ছিল ৭৫০টি জুতো। ৯১টি ঘড়ি।

এবার আসি জয়ললিতার গয়নার হিসেবে- তাঁর সংগ্রহে ছিলে ৮০০ কেজি রুপো ও ২৮ কেজে সোনার গয়না। ২০১৬ সালে একটি সম্পত্তি নিয়ে তদন্তের সময় জানা গিয়েছিল তাঁর সংগ্রহে রয়েছে ১২৫০ কেজি রুপো আর ২১ কেজি সোনা।

গাড়ি-বাড়ি হিসেব- অভিনেত্রী থেকে রাজনীতিবিদ জয়ললিতার ৪২ কোটি টাকার আইনি অস্থাবর সম্পত্তি ছিল। আটটি গাড়ির মালিকিন তিনি। প্রতিবেদনে বলা হয়েছিল তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯০০ কোটি টাকার কাছাকাছি। যদিও তিনি ঘোষণা করেছিলেন তিনি ১৯৯ কোটি টাকার সম্পত্তির মালিক। তবে এই সবই কিন্তু আগের হিসেব।

জয়ললিতার স্বপ্নের কেরিয়ার

১৯৪৮ সালে মহীশূরের মান্ডায় জন্ম। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য ছিলেন তিনি। ১৯৫১ সালে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন। প্রথম ছবি কন্নড় ভাষায়। পরবর্তীকালে সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয় করেছিলেন। ৬০এর দশকে তামিল ও তেলেগু ছবিতে দাপিয়ে কাজ করেছিলেন জয়ললিতা। ১৯৬৩ সালে ধর্মেন্দ্র সঙ্গে বলিউডে ডেবুউ করেন তিনি। এনটি রামা রাও, আক্কানেনি নাগেশ্বরা রাও, জয়শঙ্কর ও এম জি রামচন্দ্রনের সঙ্গে তিনি অভিনয় করেছেন। সেই সময় তিনি ছিলেন দক্ষিণের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী। প্রবল জনপ্রিয়তা সত্ত্বেও ১৯৮০ সাল থেকেই অভিনয় জগৎ থেকে সরে আসেন জয়ললিতা। ১৯৯১-২০১৬ মধ্যে পাঁচবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। মাচ্র ৬৮ বছর বয়সে ২০১৬ সালে মারা যান জয়ললিতা। সেই সময়ই তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তবে তাঁর সম্পত্তির দাবি নিয়ে একাধিক মামলা চলছে।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?