RRR-এর মুকুটে নয়া পালক, অস্কারের জন্য মনোনিত হল RRR-এর গান নাটু নাটু

Published : Jan 24, 2023, 07:56 PM ISTUpdated : Jan 24, 2023, 07:58 PM IST
Oscar Nomination

সংক্ষিপ্ত

২৪ জানুয়ারি ঘোষণা করা হল ৯৫ তম একাডেমি পুরষ্কারের মনোনয়ন তালিকা। অস্কারের মনোনয়ন ঘোষণা করেছেন অভিনেতা রিজ আহমেদ এবং অ্যালিসন উইলিয়ামস।

৯৫ তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডের জন্য মনোনিত হল RRR-এর গান নাটু নাটু। সেরা মৌলিক গানের জন্য এই গান ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব জিতেছে। এবার অস্কারের জন্য মনোনয়ন পেল এই গান। এই শিরোপা জেতার সঙ্গে সঙ্গে ভারতীয় অস্কার বিজয়ীদের তালিকায় যোগ হবে সুরকার এমএম কিরাভানির নামও। অস্কাররের জন্য এর আগেও মাদার ইন্ডিয়া, সালাম বোম্বে এবং লাগান সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য মনোনীত হয়েছিল।

২৪ জানুয়ারি ঘোষণা করা হল ৯৫ তম একাডেমি পুরষ্কারের মনোনয়ন তালিকা। অস্কারের মনোনয়ন ঘোষণা করেছেন অভিনেতা রিজ আহমেদ এবং অ্যালিসন উইলিয়ামস। ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসে ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। চ্যাট শো হোস্ট জিমি কিমেল তৃতীয়বারের মতো হোস্ট করবেন।

আরও পড়ুন - 

৫ কোটি টাকা খোরপোষ দিয়েও সন্তানদের জন্য ট্রমায় চলে গেছিলেন সইফ, কীভাবে ফিরেছিলেন স্বাভাবিক জীবনে

'ভোলা' ছবির প্রোমোশনে নিয়ন্ত্রণ হারিয়ে চুম্বন, তবে কি শত্রু থেকে মিত্র হলেন অজয়-টাবু?

যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে, স্ট্র্যাপলেস গাউনে বোল্ড প্রিয়ঙ্কাকে দেখে চোখ সরছে না ভক্তদের

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য
Car Accident: পথ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কলের গাড়ি, কেমন আছেন এই তারকা দম্পতি?