পিছিয়ে গেল'আদিপুরুষ'-এর মুক্তি, ট্রোলিংয়ের মুখে পড়েই কি এই সিদ্ধান্ত নিলেন পরিচালক?

Published : Nov 07, 2022, 04:07 PM ISTUpdated : Nov 07, 2022, 04:09 PM IST
Adipurush Update

সংক্ষিপ্ত

হাজারো বিতর্কের মধ্যেই 'আদিপুরুষ' নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নির্মাতারা। ছবির পরিচালক ওম রাউত সোমবার জানিয়েছেন,পিছিয়ে যাচ্ছে আদিপুরুষ-এর মুক্তি। আগামী ১২ জানুয়ারি নয় বরং পরবর্তী পাঁচ মাস পর ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

আবারও বেশ দীর্ঘদিনের অপেক্ষা। ফের পিছিয়ে গেল 'আদিপুরুষ' মুক্তির দিন। ট্রেলার মুক্তির পর থেকেই চরম কটাক্ষের মুখে পড়েছে সইফ-প্রভাসের'আদিপুরুষ'। অতিরিক্ত নিম্নমানের ভিএফএক্সের জন্যই কাঠগড়ায় দাঁড়িয়েছেন ছবির পরিচালক ওম রাউত। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে চর্চা। এবার হাজারো বিতর্কের মধ্যেই 'আদিপুরুষ' নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নির্মাতারা। ছবির পরিচালক ওম রাউত সোমবার জানিয়েছেন,পিছিয়ে যাচ্ছে আদিপুরুষ-এর মুক্তি। আগামী ১২ জানুয়ারি নয় বরং পরবর্তী পাঁচ মাস পর ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

হঠাৎ কেন এত দেরি। তবে কি ট্রোলিংয়ের জেরেই এই সিদ্ধান্ত নিলেন পরিচালক। ওম রাউত এ প্রসঙ্গে জানিয়েছেন, আদিপুরুষের ভিস্যুয়াল এক্সপিরিয়েন্স যাতে সবচেয় সেরা হয় তার জন্য় আরও খানিকটা সময় প্রয়োজন ভিএফএক্স টিমের। সোমবার টুইটারে ছবির পরিচালকা লেখেন, জয় শ্রী রাম। আদিপুরুষ একটা ছবি নয় বরং প্রভু শ্রীরামের প্রতি এবং আমাদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতি আমাদের ভক্তি ও নিষ্ঠার এক টুকরো ঝলক। দর্শকরা যাতে সেরা ভিস্যুয়াল অভিজ্ঞতা হলে বসে চাক্ষুস করতে পারেন তার জন্যই আমাদের আরও কিছুটা বেশ সময় প্রয়োজন। সবশেষে পরিচালক জানা, আগামী ১৬ই জুন ২০২৩ সালে মুক্তি পাবে আদিপুরুষ।

বড়পর্দায় এবার রামায়ণ। সুপারহিট ছবি তানাজির পরিচালক ওম রাউত-এর সঙ্গে আপকামিং ছবি 'আদিপুরুষ' -এ জুটি বেধেঁছেন রাম-সীতা-রাবণ অর্থাৎ বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস, কৃতি, সইফরা। ছবির ভিএফএক্স নিয়েও যেমন বিতর্ক হয়েছে তেমনই রাবণের রূপে সইফকে দেখেও কম চর্চা হয়নি। এর আগেও বেফাঁস মন্তব্যের জেরে ফের বিপাকে পড়েছিলেন অভিনেতা। নিজের চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়েই নেটিজেনদের চটিয়ে দিয়েছিলেন পতৌদির ছোটে নবাব সইফ আলি খান। সাক্ষাৎকারে সইফ জানিয়েছিলেন, রাবণের মানবিক দিক, এবং সীতাহরণ কতটা ন্যায়সঙ্গত ছিল তা দেখানো হবে। নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সইফ জানিয়েছিলেন, রাবণের মানসিক দিকগুলো এই ছবিতে তুলে ধরা হবে। বোন শূর্পণখার নাক কাটার পর সীতাহরণ ও রাম-রাবণের যুদ্ধ কতটা ন্যায়সঙ্গত ছিল, তা দর্শকদের সামনে আনা হবে। সইফ আলি খানের এই বেফাঁস মন্তব্যের জেরেই বেজায় চটে গিয়েছিলেন নেটিজেনদের একাংশ। এমনকী ছবি থেকে সইফকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছিলেন তারা। অনেকেই আবার বলেছিলেন, তিনি এই চরিত্রে মানানসই নন। কেউ কেউ আবার পুরোনো মন্তব্যকে টেনেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন অভিনেতাকে। কারণ এর আগেও সইফ জানিয়েছিলেন, যে মুঘলদের আগে ভারতবর্ষের কোনও অস্তিত্ব ছিল না। নিজের ছেলে তৈমুরের নাম এক অত্যাচারী শাসকের নামেই রেখেছেন সইফ। উল্লেখ্য, আপকামিং ছবি 'আদিপুরুষ' -এ রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে।

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?