দুটি এপিসোড, পারিশ্রমিক ৮ থেকে ১০ কোটি! বিগ বসে সলমনের রেকর্ড আয়, জেনে নিন বিস্তারিত

Published : Oct 06, 2025, 04:54 PM IST
Salman khan

সংক্ষিপ্ত

বিগ বস হিন্দি সিজন ১৯-এর সঞ্চালক হিসেবে সলমন খান রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন। রিপোর্ট অনুযায়ী, এই সিজনের জন্য তাঁর পারিশ্রমিক ১২০ থেকে ১৫০ কোটি টাকা, যা ভারতীয় বিগ বসের ইতিহাসে সর্বোচ্চ।

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় রিয়েলিটি শো হল বিগ বস। দেশের বিভিন্ন ভাষায় সম্প্রচারিত এই শো-তে একদল প্রতিযোগীকে একটি বাড়ির মধ্যে রাখা হয়। বাইরের জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকে না। ঘরের মধ্যে বিভিন্ন কাজ এবং টাস্কে ভালো পারফরম্যান্স ও দর্শকের ভোট পেয়ে একজন প্রতিযোগী বিগ বস বিজয়ী হন। বর্তমানে মালায়ালামে সিজন ৭ চললেও, হিন্দিতে এটি ১৯তম সিজন।

সলমন খান বিগ বস হিন্দির সঞ্চালক হিসেবে আসেন। দর্শকরা সবসময় সলমন খানের দিকেই আঙুল তুলে বলেন, ‘বিগ বসের সঞ্চালক এমনই হওয়া উচিত’। তিনি যেমন মজাদার, তেমনই প্রয়োজনে প্রতিযোগীদের বের করে দেন এবং রেগেও যান। এভাবেই সলমন ১৯টি সিজন ধরে বিগ বসে নিজের জায়গা ধরে রেখেছেন। শো চলাকালীন সলমন খানের পারিশ্রমিক সংক্রান্ত তথ্য সামনে আসছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, বিগ বস হিন্দি সিজন ১৯-এর জন্য সলমন খান ১২০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তিনি সপ্তাহে দু'দিন শো-তে আসেন। এই উইকেন্ড এপিসোডগুলির জন্য সলমনের পারিশ্রমিক ৮ থেকে ১০ কোটি টাকা। এই রকম ১৫টি উইকেন্ড থাকবে। ভারতীয় বিগ বসের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সঞ্চালকও সলমন খান।

অন্যদিকে, মালায়ালাম বিগ বস সিজন ৭ ফাইনালের দিকে এগোচ্ছে। টিকিট টু ফিনালের মতো পর্বগুলো এখনও বাকি আছে। শো দশম সপ্তাহে পৌঁছানোর পর গত দু'দিনে ও'নিল এবং জিসেল শো থেকে বেরিয়ে গিয়েছেন। দশম সপ্তাহের ক্যাপ্টেন হিসেবে আদிலাকে বেছে নেওয়া হয়েছে।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

'মদ খেয়েছিলেন, লাইফ জ্যাকেট পরতে রাজি হননি', জুবিনের মৃত্যুতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের
মুম্বই-এ বোন নুপুরের রিসেপশন পার্টিতে উপস্থিত কৃতি, মুহূর্তে ভাইরাল হল ছবি