হঠাৎ করে কেন সলমন খান ন্যাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন? বলিউডে চূড়ান্ত গসিপ ভাইজানকে নিয়ে

বলিউডে গুঞ্জন নতুন ছবির জন্য মাথা কামিয়ে ফেলেছেন সলমন খান। করণ জোহর আর বিষ্ণ বর্ধমনের আপকামিং প্রজেক্টে অভিনয় করতে পারেন ভাইজান

 

রবিবার রাতে সম্পূর্ণ অন্য লুকে ধরা পড়েন সলমন খান। রাতের অন্ধকারে গাড়ি করে একটি রেস্তোঁরাতে নামেন তিনি। প্রথমে তাঁকে চিনতেই পারেননি তাঁর ভক্তরা। কালো প্যান্ট আর কালো শার্ট করে ছিলেন। কিন্তু তাঁর মাথা ছিল সম্পূর্ণ কামানো। অর্থাৎ ন্যাড়া হয়ে গেছেন সলমন খান।

রবিবার রক্ষীরা সলমন খানকে ঘিরে রেখেছিল। তবে বলিউডে জল্পনা আরব সাগরের বাতাসের মতই দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেরই মনে প্রশ্ন জাগতে শুরু করে কেন ন্যাড়া হলেন সলমন খান? দীর্ দিন পরেই সমমন খান আবারও মনে করিয়ে দিলেন 'তেরে নাম' ছবিটির কথা। এই ছবিতে সলমন খানের হেয়ারস্টাইল বিশেষ নজর কেড়েছিল। প্রথম দিকে মাঝখানে সিথি আর দুই দেকে পেতে চুল আঁচড়া ছিল। যদিও পরের দিকে তিনি যখন মানসিক রোগীর ভূমিকায় অভিনয় করেছিলেন তখন তাঁর মাথা ছিল ন্যাড়া। তবে সুলতান ছবিতেও মাথা ন্যাড়া অবস্থায় দেখা দিয়েছিল সলমন খানকে। তবে রক্ষীরা ঘিরে থাকায় সলমনও এড়িয়ে যান মিডিয়াকে।

Latest Videos

বলিউডে গুঞ্জন নতুন ছবির জন্য মাথা কামিয়ে ফেলেছেন সলমন খান। করণ জোহর আর বিষ্ণ বর্ধমনের আপকামিং প্রজেক্টে অভিনয় করতে পারেন ভাইজান। সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত শেরশাহ ছবির সাফল্যের পর এই প্রযোজক-পরিচালক জুটি সেনা বাহিনীর ওপর আরও একটি ছবি তৈরি করতে চলেছেন। সেখানেই এক সেনা কর্তার ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে সলমন খানের। চলতি বছর নভেম্বর থেকেই ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত ছবির নাম ঠিক হয়নি। ২০২৪ সালের খ্রিসমাসের সময় অর্থাৎ ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বলিউডে গসিপ শুধুমাত্র মাথা কামিয়েই খান্ত নন ভাইজান। মেদ বিহীন শরীরের জন্য ইতিমধ্যেই দীর্ঘ সময় তিনি জিমেই কাটাচ্ছেন। শারীরিকভাবে নিখুঁত হওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন সলমন। তবে বর্তমানে টাইগার থ্রির সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে সলমন খানের কেরিয়ার। কারণ কিস কি ভাই কিস কি জান বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখেনি।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury