অর্পিতা থেকে অনন্যা- দেখে নিন কোন কোন তারকার বাড়িতে এলেন গণপতি বাপ্পা

শুরু হয়ে গিয়েছে গণেশ পুজো। দেখে নিন কোন কোন তারকার বাড়িতে এলেন গণপতি বাপ্পা।

Sayanita Chakraborty | Published : Sep 19, 2023 4:23 PM
19

লালবাগে পৌঁছালের কার্তিক। সেখানে গণেশ মূর্তির সামনে দেখা গেল নায়ককে। গোলাপী রঙের কুর্তাতে দেখা গেল কার্তিক আরিয়ানকে। বলিউড হার্টথ্রব নজর কাড়লেন সকলের। 

29

ফুকরে টিম উপস্থিত হয়েছিলেন লালবাগে। সেখানে সিদ্দিদাতা গণেশের সামনে দাঁড়িয়ে পোজ দিলেন তারা। 

39

অনন্যা পান্ডের বাড়িতে এসেছেন গণপতি বাচ্চা। চাঙ্কি পান্ডে সপরিবারে ছবি শেয়ার করেন তাঁর বাড়ির। গোলাপি চুড়িদারে দেখা গেল অনন্যাকে। চাঙ্কির পরনে ছিল নীল কুর্তা পরেছিলেন চাঙ্কি। তেমনই ভাবনা পান্ডে পরেছিলেন সবুজ পোশাক। 

49

গণপতি বাপ্পাকে নিয়ে এলেন ভারতী সিং। হলুদ রঙের কুর্তাতে দেখা গেল ভারতীকে। কমেডি স্টারের হাতে গণেশ মূর্তি নজর কাড়ল সকলের। 

59

গণপতি এলেন দিব্যা দত্তের বাড়িতেও। কালো রঙের শাড়়িতে পুজোর থালা হাতে দেখা গেল তাঁকে। গণেশ মূর্তির সামনে দাঁড়িয়ে পোজ দিলেন এই বলি সদস্য। 

69

পুজোর থালা হাতে ছেলের সঙ্গে পোজ দিলেন তুষার কাপুর। গণপতির আরাধনা হয় তাঁর বাড়িতেও। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই পুজো। 

79

অর্জুন বিজলানীর বাড়িতে এলেন সিদ্ধিদাতা গণেশ। সাদা কুর্তাতে দেখা গেল এই বলিসদস্যকে। গণপতিকে নিয়ে আসতে ব্যস্ত তারকা। 

89

সিদ্ধিদাতা গণেশের সামনে দাঁড়িযে পোজ দিলেন শমিতা শেট্ট। ট্র্যাডিশনাল সাজে দেখা গেল শমিতাকে। 

99

গণপতি এলেন সলমন খানের বোন অর্পিতার বাড়িতে। আয়ুশ ও অর্পিতার বাড়িতে বেশ জাঁকজমক পূর্ণ ভাবে হচ্ছে গণপতির আরাধনা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos