দিওয়ালি ধাকামা হবে সলমন খানের টাইগার ৩? পাঠানের তুলনায় কতটা পিছিয়ে স্পাই থ্রিলার

দিওয়ালিতে সলমন খান ভক্তদের উপহার টাইগার ৩। স্পাই মুভি দেখার জন্য ইতিমধ্যেই লম্বা লাইন। অ্য়াডভান্স বুকিং এ ইতিমধ্যেই ১২ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে।

 

Saborni Mitra | Published : Nov 10, 2023 3:45 PM
110
টাইগার ৩র মুক্তি

সলমন খান ভক্তরা কাউন্টডাউন শুরু করে দিয়েছেন। দিওয়ালিতে মুক্তি পাচ্ছে টাইগার ৩। তবে তার আগেই লাভের মুখ দেখতে শুরু করেছেন স্পাই থ্রিলার।

210
টাইগার ৩-র কাস্ট

টাইগার ৩তে সলমন খানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি। হৃত্বিক রোশন ও শাহরুখ খানকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।

310
বক্স অফিস

রিলিজের আগেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে টাইগার থ্রি। অগ্রিম বুকিংএ যথেষ্ট লাভ করছে। ইতিমধ্যে বক্স অফিস কালেকশন ১২ কোটিরও বেশি টাকা

410
পাঠানকে টেক্কা টাইগারের

পাঠানের প্রথম দিনের বুকিং ছিল ৩২.৪৩ কোটি টাকা। সেই কারণে টাইগার এখনও পাঠানের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।

510
প্রথম দিনে আয়ের সম্ভাবনা

বিশেষজ্ঞদের মতে টাইগার ৩ প্রথম দিনে প্রায় ৪০ কোটি টাকা আয় করতে পারে। কারণ এখনই এই ছবির টিকিট বিক্রি হয়েছে ৪.৬৫ কোটি টাকার।

610
দিওয়ালিতে টাইগার ঝড়

দিওয়ালিতে টাইগার ৩ দেখতে বিপুল সংখ্যক মানুষ হলমুখী হবে বলেও আশা করেছে। কারণ এর আগের দুটি সিরিজ টাইগার আর টাইগার জিন্দা হ্যায় বক্স অফিসে যথেষ্ট সফল।

710
ছবির বিষয়

বাকি দুটির মত এই ছবিটিও স্পাই ইউনিভার্সের অংশ। যশ রাজ ফিল্মের ব্যানারে তৈরি এই ছবি। অনেকেই মনে করছে এটি প্রথম দিনে ১ কোটি টাকা আয় করতে পারে। পরিচালক মণীশ শর্মা।

810
বক্স অফিসের পূর্বাভাস

টাইগার ৩ এখনও পর্যন্ত বক্স অফিসে প্রায় ১০০ কোটি টাকা আয় করতে পারে বলেও মনে করেছে।

910
ভাষা অনুযায়ী রোজগার

হিন্দি ভাষা থেকে ইতিমধ্যেই ১১ কোটি, তেলেগু ডাবিং থেকে ১৬ লক্ষ টাকা, তামিল থেকে ১.৭ কোটি টাকা আয় করেছে।

1010
দক্ষিণে সলমনের জনপ্রিয়তা কম

অনেকেই মনে করছেন দক্ষিণ ভারতে সলমন খানের জনপ্রিয়তা শাহরুখ খানের তুলনায় অনেকটাই কম। তবে এর আগে সলমনের দাবাং ৩ ও কিসি কা ভাই কিসি কা জান দক্ষিণের বাজার ধরার চেষ্টা করেছিল।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos