Sanjay Leela Bhansali: তৈরি হচ্ছে ইনশাআল্লাহ, সত্যিই কি জুটি বাঁধবেন সলমন খান ও আলিয়া ভাট?

Published : Aug 31, 2023, 08:40 AM IST
Image of Sanjay Leela Bhansali

সংক্ষিপ্ত

বর্তমানে সঞ্জয় লীলা বনসলি তাঁর পিরিয়ড ড্রামা ছবির কাজে ব্যস্ত। ওয়েব সিরিজ নির্মান করছেন সঞ্জয় লীলা বনসলি। সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চড্ডা, মনীষা কৈরালা সহ আরও অনেক অভিনেত্রী থাকছেন সিরিজে।

ফের খবরে ভাইজান। আর এবার সঙ্গী আলিয়া ভাট। এর আগে শাহরুখ খানের সঙ্গে আলিয়া ভাটের ছবি দেখেছি আমরা। লাভ ইউ জিন্দেগি ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল আলিয়া ও শাহরুখ খানকে। আর এবার ভাইজানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া। এমনই খবর বলিপাড়ায়।

শোনা যাচ্ছে তৈরি হবে ইনশাআল্লাহ। ছবিটি তৈরি করবেন সঞ্জয় লীলা বনসলি। বনসলি প্রোডাকশন হাউজের সিইও প্রেরণা সিং এই বিষয় সদ্য মুখ খুলেছেন। তিনি বলেন, এটি একটি খুব ভালো গল্প। যদি কল আসে তবে কাজটি হবে। এখন পর্যন্ত কোনও তাৎক্ষণিক পরিকল্পনা নেই। ভবিষ্যতের কথা কেউই জানে না।... এদিকে জানা গিয়েছে, সঞ্জয় লীলা বনসলি ইনশাআল্লাহ ছবিতি তৈরিতে বেশ আগ্রহী। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি হতে চলেছে এটি।

এদিকে বর্তমানে সঞ্জয় লীলা বনসলি তাঁর পিরিয়ড ড্রামা ছবির কাজে ব্যস্ত। ওয়েব সিরিজ নির্মাণ করছেন সঞ্জয় লীলা বনসলি। সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চড্ডা, মনীষা কৈরালা সহ আরও অনেক অভিনেত্রী থাকছেন সিরিজে। তেমনই এরপর বৈজু বাওরা ছবি নির্মান করবেন সঞ্জয় লীলা বনসলি। যেখানে দেখা যাবে রণবীর সিং-কে।

শেষ তাঁর নির্মিত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি পেয়েছিল জাতীয় পুরস্কার। ৬৯ তম জাতীয় পুরস্কার লাভ করেন আলিয়া। ছবির প্রধান চরিত্রে দেখা গিয়েছে আলিয়াকে। ছবিতে আলিয়া ছাড়াও ছিলেন অজয় দেবগণ, জিম সার্ভ, শান্তনু মহেশ্বরী। এদিকে সদ্য করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিতে দেখা গিয়েছে আলিয়াকে। আলিয়া ভাট, রণবীর সিং, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, ধর্মেন্দ্র, আছেন জয়া বচ্চনকে দেখা গিয়েছে ছবিতে। এছাড়াও ছিলেন, আমির বশির, ক্ষিতি জোগ রান্ধাওয়াস, অঞ্জলি আনন্দ-সহ আরও অনেকে। চট্টোপাধ্যায় ও রান্ধাওয়াস দুই পরিবারের গল্প নিয়ে মুক্তি পায় ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। একেবারে রোম্যান্টি ঘরানার ছবি এটি। ছবিতে আলিয়া ও রণবীরের প্রেম ও সেই প্রেমের পরিণতি নিয়ে পুরো কাহিনি।

এদিকে সঞ্জয়য় লীলা বনসলি মানেই নতুন চমক। বরাবরই দর্শরদের জন্য নয়া চমক নিয়ে আসেন তিনি। বাজিরাও মস্তানি, পদ্মাবত থেকে গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি-র মতো একাধিক ছবি দর্শদের উপহার দিয়েছেন। এদিকে অনেকদিন ধরে শোনা যাচ্ছে, হীরামন্ডি ছবিতে চমক দিতে চলেছেন পরিচালক। এরপরই তৈরি হতে পারে ইনশাআল্লাহ।

 

আরও পড়ুন

Ditipriya Roy: হালকা স্লিভলেসে স্পষ্ট উষ্ণতার আঁচ, সোশ্যাল মিডিয়ায় লাস্যময়ী দিতিপ্রিয়া

Gadar 2: ভাঙতে চলেছে ‘পাঠান’ ছবির রেকর্ড, 'গদর ২' ছবির মোট আয় দাঁড়াল ৪৫৬ কোটিতে

'শুভশ্রী বৌদি কোথায়?' কৌশানী-র সঙ্গে রাজের ঘনিষ্ঠ নাচ ভাইরাল হতেই উত্তেজনা নেটিজেনদের

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?