Gadar 2: ভাঙতে চলেছে ‘পাঠান’ ছবির রেকর্ড, 'গদর ২' ছবির মোট আয় দাঁড়াল ৪৫৬ কোটিতে

গদর ২ ছবিটি পা দিয়েছিল ৫০০ কোটির ঘরে। কদিন ধরেই এই ছবির রেকর্ড ভাঙতে প্রস্তুতি নিচ্ছে ‘গদর ২’। মঙ্গলবার শেষে ছবির আয় দাঁড়াল ৪৫৬ কোটি।

রেকর্ড গড়ার পথে ‘গদর ২’। ১৯ দিনে ৫.১০ কোটি আয় করল ছবিটি। মুক্তির পর থেকে রেকর্ড গড়ছে ছবিটি। মঙ্গলবার শেষে ছবির আয় ৪৫৬ কোটি। চলতি বছরে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে দ্বিতীয় স্থান পেল গদর ২। এই তালিকার শীর্ষে আছে পাঠান। এই ছবিটি পা দিয়েছিল ৫০০ কোটির ঘরে। কদিন ধরেই এই ছবির রেকর্ড ভাঙতে প্রস্তুতি নিচ্ছে ‘গদর ২’। মঙ্গলবার শেষে ছবির আয় দাঁড়াল ৪৫৬ কোটি।

বলিউড রেকর্ড অনুসারে, ছবিটি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। তারপর ১৩ অগস্ট আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। ১৪ অগস্ট আয় হল ৩০ কোটি। ১৫ অগস্ট মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে। ১৬ অগস্ট বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। ১৭ অগস্ট ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ ১৮ অগস্ট আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। তেমনই দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। দ্বিতীয় রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি। তৃতীয় সোমবার আয় হয় ১৪ কোটি। তৃতীয় মঙ্গলবার আয় করেছে ১১.৫০ কোটি। তৃতীয় বুধবার শেষে মোট আয় ৪২০ কোটি। তৃতীয় শুক্রবার শেষে আয় হয়েছিল ৪২৫ কোটি। তৃতীয় সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ১৬ তম দিনে ছবির আয় হয়েছিল ১৩.৭৫ কোটি। তেমনই রবিবার আয় হয়েছে ১৭ কোটি। এরপর সোমবার ছবির আয় হল ৪.৬০ কোটি। মঙ্গলবার আয় করল ৫.১০ কোটি। ছবির মোট আয় ৪৫৬ কোটি।

Latest Videos

২০০১ সালে মুক্তি পাওয়া সুপার হিট ছবি গদর-র সিক্যুয়েল গদর ২। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। সেই সাফল্যের রেশ ধরে মুক্তি পেল গদর ২। অনিল শর্মা পরিচালনা ছবির পর্দায় এলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। ছবিতে তাঁদের ছেলের চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। ছবিতে সকলের অভিনয় নজর কেড়েছে দর্শকদের। সঙ্গে গড়েছে রেকর্ড। ২২ বছর পর মুক্তি পেয়েছে গদর ছবির সিক্যুয়েল। যা গড়েছে রেকর্ড। সব মিলিয়ে এবার নতুন রেকর্ড গড়ার পথে সানি দেওল ও আমিশা প্যাটেল এবং উৎসর্ষ শর্মা অভিনীত ছবিটি।

 

আরও পড়ুন

Dream Girl 2: পাঁচ দিনে ৫০ কোটির ঘরে পা, রইল ‘ড্রিম গার্ল ২’ ছবির আয়ের হিসেব

Tollywood News: জীতুর জন্মদিনের দিনই অন্য ব্যবসায়ীর সঙ্গে ছুটি কাটালেন নবনীতা? 'বারান্দা'-তত্ত্ব দিচ্ছে ভাঙনের ইঙ্গিত

Raksha Bandhan: এই আট ভাই-বোন জুটি বলিউডে তৈরি করেছেন নিজেদের পরিচিতি, দেখে নিন Powerful Siblings কারা

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন