প্রোফাইলটিকে ‘নকল’ সানি লিওনি বলে ধরে নিয়ে সম্পূর্ণ প্রোফাইলটাই বেমালুম গায়েব করে দেয় ওই সংস্থা।
916
এই ঘটনার জেরেই প্রচণ্ড ক্ষুব্ধ হন ‘আইটেম কুইন’। কারণ, টানা এক মাস ধরে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে তিনি ওই মাধ্যমটিতে সড়গড় হয়ে গিয়েছিলেন।
1016
ওই অনলাইন পেশাজীবী-মাধ্যমে ঢোকার পর থেকেই তাঁর ফলোয়ার সংখ্যাও হু হু করে বাড়তে শুরু করে দিয়েছিল।
1116
ইন্সটাগ্রামে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কর্তৃপক্ষ আমাকে কোনও কারণ দেখানো তো দূরের কথা, একটা ইমেল পাঠানোরও প্রয়োজন বোধ করল না!’
1216
তিনি আরও বলেন, ‘আমার অ্যাকাউন্টে এতও বেশি ট্রাফিক (সার্চ করা মানুষদের আনাগোনা) থাকাটা সত্যিই অ্যাকাউন্টটাকে ব্লক এবং ডিলিট করে দেওয়ার কারণ হতে পারে না!’
1316
‘এটা প্রচণ্ড বাজে একটা ঘটনা এবং আমি আশা করব কর্তৃপক্ষ নিজের সিদ্ধান্ত বদল করবেন’
1416
‘একটি নতুন মাধ্যমে সংযোগ স্থাপন করে আমার ভীষণ ভালো সময় কাটছিল। এবিষয়ে যদি কেউ কোনও পরামর্শ দিতে পারেন, সেটা আমার পক্ষে খুব ভালো হয়।’
1516
‘শীঘ্রই আবার আপনাদের সঙ্গে কথা বলব বলে আশা করছি’, বার্তা দিয়ে নিজের বক্তব্য শেষ করেন সানি।
1616
শনিবার রাতে এই ভিডিও পোস্ট করার পর সুন্দরী মডেল সানি লিওনিকে ওই সোশ্যাল মিডিয়া মাধ্যমের তরফে কোনও উত্তর দেওয়া হয়েছে কিনা, তা রবিবার পর্যন্ত জানা যায়নি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।