বসন্তের আবহে সানি লিওনি-র সাথে ঘটে গেল আচমকা অঘটন! তিনি ‘আসল’ নাকি ‘নকল’? এই ধন্ধেই উষ্ণ সামাজিক মাধ্যম

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিয়োয় ক্ষোভে ফেটে পড়লেন সুন্দরী তন্বী।

 

Web Desk - ANB | Published : Feb 26, 2023 10:38 AM / Updated: Feb 26 2023, 10:57 AM IST
116

এটা প্রচণ্ড বাজে একটা ঘটনা, নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়ো পোস্ট করে ক্ষোভে ফেটে পড়লেন সানি।

216

কিন্তু, কী এমন দুর্ঘটনা ঘটল ‘বেবি ডল’-এর সঙ্গে?

316

সোশ্যাল মিডিয়া পেজে নিজেই নিজের স্বপক্ষে সরব হলেন সানি লিওনি।

416

ঘটনাটি হল, সারা বিশ্ব জুড়ে পেশাজীবী মানুষদের জন্য একটি বিশেষ সোশ্যাল মিডিয়া মাধ্যম রয়েছে।

516

সেই মাধ্যমে অন্যান্য সাধারণ পেশাজীবীদের মতোই নিজেরও একটি প্রোফাইল খুলেছিলেন সানি।

616

কিন্তু, এই সানি কি প্রকৃতপক্ষে ভারতের অন্যতম আকর্ষণীয় সেই বলিউড নক্ষত্র ‘পিঙ্ক লিপস’? 

716

সন্দেহের বশে জটিলতা বেড়ে যায় ওই সোশ্যাল মিডিয়া মাধ্যমের কর্তৃপক্ষের।

816

প্রোফাইলটিকে ‘নকল’ সানি লিওনি বলে ধরে নিয়ে সম্পূর্ণ প্রোফাইলটাই বেমালুম গায়েব করে দেয় ওই সংস্থা। 
 

916

এই ঘটনার জেরেই প্রচণ্ড ক্ষুব্ধ হন ‘আইটেম কুইন’। কারণ, টানা এক মাস ধরে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে তিনি ওই মাধ্যমটিতে সড়গড় হয়ে গিয়েছিলেন।

1016

ওই অনলাইন পেশাজীবী-মাধ্যমে ঢোকার পর থেকেই তাঁর ফলোয়ার সংখ্যাও হু হু করে বাড়তে শুরু করে দিয়েছিল।

1116

ইন্সটাগ্রামে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কর্তৃপক্ষ আমাকে কোনও কারণ দেখানো তো দূরের কথা, একটা ইমেল পাঠানোরও প্রয়োজন বোধ করল না!’

1216

তিনি আরও বলেন, ‘আমার অ্যাকাউন্টে এতও বেশি ট্রাফিক (সার্চ করা মানুষদের আনাগোনা) থাকাটা সত্যিই অ্যাকাউন্টটাকে ব্লক এবং ডিলিট করে দেওয়ার কারণ হতে পারে না!’

1316

‘এটা প্রচণ্ড বাজে একটা ঘটনা এবং আমি আশা করব কর্তৃপক্ষ নিজের সিদ্ধান্ত বদল করবেন’

1416

‘একটি নতুন মাধ্যমে সংযোগ স্থাপন করে আমার ভীষণ ভালো সময় কাটছিল। এবিষয়ে যদি কেউ কোনও পরামর্শ দিতে পারেন, সেটা আমার পক্ষে খুব ভালো হয়।’

1516

‘শীঘ্রই আবার আপনাদের সঙ্গে কথা বলব বলে আশা করছি’, বার্তা দিয়ে নিজের বক্তব্য শেষ করেন সানি।
 

1616

শনিবার রাতে এই ভিডিও পোস্ট করার পর সুন্দরী মডেল সানি লিওনিকে ওই সোশ্যাল মিডিয়া মাধ্যমের তরফে কোনও উত্তর দেওয়া হয়েছে কিনা, তা রবিবার পর্যন্ত জানা যায়নি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos