Sara Ali Khan: মেট্রো চেপে কাজে গেলেন সারা আলি খান, দেখে নিন ছবি পোস্ট করে কী লিখলেন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, মেট্রো-তে বসে সারা। পরমে সাদা কুর্তি। চোখে কালো ফ্রেমের চশমা। চুল খোলা। সঙ্গে গোলাপী রঙের ব্যাগ। এই ছবি পোস্ট করেছেন সারা।

প্রায়শই কোনও না কোনও কারণে খবরে আসেন সারা আলি খান। কখনও নতুন ছবির কাজ তো কখনও ফোটোশ্যুট করিয়ে। এবার যদিও ভিন্ন কারণে খবরে এলেন সারা আলি খান। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, মেট্রো-তে বসে সারা। পরমে সাদা কুর্তি। চোখে কালো ফ্রেমের চশমা। চুল খোলা। সঙ্গে গোলাপী রঙের ব্যাগ। এই ছবি পোস্ট করেছেন সারা। আর ক্যাপশনে লেখেন, কখনও তোমাদের আগে ভাবিনি আমি মুম্বই মেট্রোতে চড়ব। পোস্টটি সারা অনুরাগ বসু ও আদিত্য রায় কাপুরকে মেনশন করেন।

মেট্রো করে সারা কোথায় গেলেন তা এখনও স্পষ্ট নয়। অনেকের আন্দাজ ছবির কাজের জন্য মেট্রো চাপলেন তিনি। জানুয়ারি মাসে মেট্রো ইন দিনো ছবির কথা ঘোষণা করেন সারা। একটি কোলাজ বানিয়ে তা পোস্ট করেন সারা ও আদিত্য রায় কাপুর। ৮ ডিসেম্বর ২০২৩ সালে মুক্তি পাবে এই ছবি। ছবিটি পরিচালনা করছেন অনুরাস বসু। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, নীনা গুপ্তা, অনুপম খের, ফতিমা সানা শেখ, আলি ফজলের মতো স্টারেদের। এই ছবির কাজেই ব্যস্ত সারা। পোস্ট দেখে মনে হচ্ছে, এই ছবির জন্য মুম্বই মেট্রোতে চাপা অভ্যেস করছেন সারা।

Latest Videos

এদিকে কদিন আগে মুক্তি পেয়েছে সারা অভিনীত গ্যাসলাইট। ওটিটি প্ল্যাটফর্মে দেখা গিয়েছে ছবিটি। আর এই ছবিতে সারার অভিনয় নজর কেড়েছে সকলের। মোরবির মায়াগড়ের কাহিনি নিয়ে তৈরি ছবি। রাজকুমারী মিশার চরিত্রে অভিনয় করেছেন সারা। তার মা আত্মঘাতী হয়। তারপর তার বাবা বিয়ে করে অন্য এক মহিলাকে। এরপর মিশা বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু, ফের বাড়ি ফিরে আসে। মিশার বাড়ি ফেরার কাহিনি নিয়ে তৈরি ছবি। এক দুর্ঘটনায় হাঁটাচলার ক্ষমতা হারায় সে। তারপর বাবার চিঠি পেয়ে ফিরে আসে। ফিরে এসে সৎ মাকে দেখতে পেলেও রাজা সাহেবের খোঁজ পায়নি মিসা। কীভাবে বাবার খোঁজ পাবে এবং বাবার জীবনে ঘটে যাওয়ার সত্যের অনুসন্ধান করবে তা নিয়ে ছবি। ছবিতে অসাধারণ অভিনয় করেছেন সারা। থ্রিলার এই ছবিতে সারার অভিনয় সর্বত্র প্রশংসিত হয়েছে। ছবিতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং, ভিকরান্ত মেসি, অক্ষয় ওবেরয়, রাহুল দেব, দীপক কালরা-র আরও অনেকে। সব মিলিয়ে ছবিটি নজর কেড়েছে সকলের। এদিকে বর্তমানে সারা ব্যস্ত নতুন কাজ নিয়ে। এখন দেখার এই নতুন প্রোজেক্টে তিনি কেমন অভিনয় করেন।

 

আরও পড়ুন

Kisi Ka Bhai Kisi Ki Jaan: হঠাৎ কমল ছবির আয়, বিপাকে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

মা ফ্লাইওভারে মরণফাঁদ! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেতা সপ্তর্ষি ও সোহিনী

Nawazuddin Siddiqui: নওয়াজের বিরুদ্ধে মামলা দায়ের, বাঙালির আবেগের আঘাত করলেন নায়ক

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?