"ওকে আমি কী না করেছি......" দীপিকাকে নিয়ে এ কী বললেন শাশ্বত চট্টোপাধ্যায়!

“ওকে আমি কী না করেছি! চুলের মুটি ধরে হিড় হিড় করে টানছি!” দীপিকাকে নিয়ে কী বললেন শাশ্বত চট্টোপাধ্যায়?

বেশিরভাগ সময়তেই এখন বলিউডি ছবিতে ধরা দেন শাশ্বত চট্টোপাধ্য়ায়। কিছুদিন আগেই দেখা গিয়েছে 'ক্রু' ছবিতে। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত। এরপর দীপিকা ও প্রভাস অভিনীত 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতেও দেখা যাবে অভিনেতাকে। এ ছাড়াও অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো ' তেও কাজ করছেন এই টলিউডের বব বিশ্বাস। এদিকে ২৬-এ এপ্রিল মুক্তি পাচ্ছে তাঁর আসন্ন বাংলা ছবি 'এটা আমাদের গল্প' । এক ষাটোর্ধ্ব প্রৌঢ়র ভালোবাসার কাহিনি নিয়ে তৈরি হয়েছেমানসী সিনহার এই ছবি।

এই ছবির প্রচারেই হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে আড্ডায় ধরা দেন অভিনেতা। 'এটা আমাদের গল্প' ছবিতে এক ষাটোর্ধ্ব প্রেমিকের চরিত্রে অভিনয় করেন শাশ্বত এই ছবির চরিত্র প্রসঙ্গে অভিনেতা জানান, "এখানে আমি মিস্টার শর্মা, খুব ইন্টারেস্টিং চরিত্র। বয়স ষাটের উপর কিন্তু মনের বয়স ২৫! আমারই মতো। ভালো যখন লেগে গেছে ছাড়ব আমি না। আমার জীবন, জীবনে ভালো থাকতে গেলে ওকে (অপরাজিতা আঢ্য) আমাকে পেতে হবে। তার মধ্যে রয়েছে সমাজের চোখ রাঙানি, কিন্তু এই লোকটা তারই মধ্যে কীভাবে অপরাজিতাকে পটায়, সেটাই দেখবার। উফ! কী না করেছে লোকটা! "

Latest Videos

অভিনেতার জীবনে এমন কোনও প্রেম এসেছে কি না সে প্রঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, " আমার না সলিড প্রেম করে বিয়েটা হয়নি! প্রেম এসে চলে গিয়েছে। তখন আমার এত ধক ছিল না। মনের কথা বলেছি, আবার পিছিয়ে এসেছি। একদম আমি এখনও রোম্যান্টিক, জীবনে ওটা না থাকলে আর থাকল কী!"

আজকাল সম্পর্কে এত তিক্ততা, ডিভোর্স বাড়ছে এই বিষয়ে অভিনেতার কী মত জানতে তাইলে শাশ্বত বলেন, "

তুমি যদি চাও, তুমি জীবনে একা হবে না। তবে তোমাকে সাহস করে এগোতে হবে, আমাদের ছবিতে কিন্তু এটা তুলে ধরা হয়েছে। এদের দুজনের পরিবারের মধ্যেও নানান প্রতিক্রিয়া, কেউ মেনেছে আবার কেউ মানেনি। অনেকেই আছেন একটু বয়স্ক,যারা একা, খুঁজে নিন না… দেখুন পেয়ে যাবেন কাউকে না কাউকে। যারা ইচ্ছে করবেন বিয়ে করবেন না, একসঙ্গে থাকবেন। দুজন অ্যাডাল্ট যা করবেন নিজের ইচ্ছেয় করবেন। ইয়াং জেনারেশন তো আজকাল বিয়ের জন্য রেডি নয়। অর্ধেকের বেশি তো বিয়ে করতেই চায় না। আসলে সমাজে এত অস্থিরতা মানুষের ধৈর্য্য কমে যাচ্ছে। দায়িত্ব নেব না, এমন ভাবনা। আগে মানুষ অনেক শান্তিতে থাকতেন।"

আজকাল কি মুম্বইতেই কি বেশি থাকা হয়? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, "আপতত ক'দিনের জন্য কলকাতায়। তারপর আবার ফিরে যাব। আপতত অনুরাগের (বসু) মেট্রো ইন দিনো-র শ্যুটিং করছিলাম। সঙ্গে 'কাল্কি ২৮৯৮ এডি'র কাজ চলছে। আরেকটা নীরজ পাণ্ডে প্রোডাকশনের একটা ওয়েব সিরিজের কাজ শুরু হবে, ডেট চূড়ান্ত হয়নি।"

দীপিকার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে শাশ্বত চট্টোপাধ্যায় জানান, " এইবারেও আমার দীপিকার সঙ্গে সিন ছিল। দীপিকার সূত্রে রণবীর সিংয়ের সঙ্গে আলাপ হয়ে গেল। রণবীর বউয়ের শ্যুটিং দেখতে এসেছিল। দীপিকা এত্ত বেশি সিনসিয়ার, ওকে আমি কী না করেছি এই ছবিতে! চুলের মুটি ধরে হিড় হিড় করে টানছি! আমি ছবির মুখ্য ভিলেন, আমি তো প্রথমে মরে গিয়েছিলাম। তারপর গল্প চেঞ্জ করে, আমাকে বাঁচিয়ে দিল। আর যে আমাকে মেরে দিয়েছিল, তাঁকে মেরে ফেলেছে। আসলে ছবিটা করতে করতে ওরা বুঝেছে এটাকে শেষ পর্যন্ত রাখতে হবে।"

Share this article
click me!

Latest Videos

'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo