সতীশকে ১৫ কোটি টাকার জন্যই কি খুন করা হয়েছে? দাবি উড়িয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার স্ত্রী

বলিউডের অভিনেতা-পরিচালকের সতীশ কৌশিকের মৃত্যুতে এল নয়া মোড়। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সতীশের এমনটা জানা গেলেও পরে শোনা যায়, ১৫ কোটি টাকার জন্য নাকি খুন করা হয়েছে সতীশকে, এবার দাবি উড়িয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার স্ত্রী।

 

Web Desk - ANB | Published : Mar 13, 2023 2:35 PM
111

৯ মার্চ ভোর রাতেই চলে গেলেন বলিউডের স্বনামধন্য অভিনেতা সতীশ কৌশিক।  বলিউডের নক্ষত্রপ্রয়াণে সকলের মনই ভারাক্রান্ত। হাসিখুশি প্রাণখোলা মানুষের এই অকাল প্রয়াণ কোনওভাবেই যেন মেনে নিতে পারছেন না গোটা বলিউড।

211

সকলকে কাঁদিয়ে নীরবে অকালে চলে গেলেন।  অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব।  জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই তার হার্ট অ্যাটাক হয় এবং হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন সতীশ কৌশিক। তবে অভিনেতার আকস্মিক মৃত্য নিয়ে জল্পনা চলছে। 
 

311

বলিউডের অভিনেতা-পরিচালকের সতীশ কৌশিকের মৃত্যুতে এল নয়া মোড়।হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু  হয়েছে সতীশের এমনটা জানা গেলেও পরে শোনা যায়
১৫ কোটি টাকার জন্য নাকি খুন করা হয়েছে সতীশকে।
 

411

দিল্লির ব্যবসায়ী বিকাশ মালুর স্ত্রী অভিনেতার মৃত্যুর পর অভিযোগ করেছিলেন যে তার স্বামী হত্যা করেছেন সতীশকে। ১৫ কোটি টাকা লেনদেন প্রসঙ্গে উঠে এসেছিল এই তথ্য। জানা গিয়েছে, বিকাশের কাছ থেকে টাকা পেতেন সতীশ, এই কারণেই এমনটা করা হয়েছিল।

511

এবার সতীশের মৃত্যুর রহস্যের মধ্যেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ খুললেন সতীশের স্ত্রী শশী কৌশিক। শুরুতে চুপ থাকলেও সমস্ত শোক সামলে তিনি এবার মুখ খুলেছেন, যা নিয়ে জল্পনা তুঙ্গে।

611

শশী কৌশিক জানান, বিকাশের সঙ্গে সতীশের সম্পর্ক খুবই ভাল ছিল। এমন কোনও টাকার লেনদেন হয়নি তাদের মধ্যে। এবং তিনি এও জানিয়েছন, বিকাশের দ্বিতীয় স্ত্রীর দাবি পুরোপুরি ভিত্তিহীন।

711

শশী আরও বলেন, বিকাশ কোনওভাবেই এই ঘটনাকর জন্য দায়ী নন। কারণ ওরা দুজনেই একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন। কখনওই কোন বিবাদে জড়াননি তরা। এবং বিকাশ নিজেই ধনী ব্যবসায়ী। সতীশের কাছ থেকে তার অর্থ নেওয়ার কোনও প্রয়োজনও নেই।

811

শশী আরও বলেন, বিকাশ কোনওভাবেই এই ঘটনাকর জন্য দায়ী নন। কারণ ওরা দুজনেই একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন। কখনওই কোন বিবাদে জড়াননি তরা। এবং বিকাশ নিজেই ধনী ব্যবসায়ী। সতীশের কাছ থেকে তার অর্থ নেওয়ার কোনও প্রয়োজনও নেই।
 

911

ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, হৃদযন্ত্রে ৯৮ শতাংশ ব্লকেজ ছিল সতীশের। এবং রক্তেও শর্করার মাত্রা বেশি ছিল। তবে শরীরে কোনও ড্রাগস পাওয়া যায়নি। তবে কেন রহস্য টেনে আনা হচ্ছে, দাবি করেছেন সতীশের স্ত্রী।
 

1011

হোলি পার্টিতে যোগ দিতে বন্ধুর খামারবাড়িতে যান সতীশ কৌশিক। বলি তারকার মত্যুর পর দিল্লির ওই খামারবাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। এবং জানা গেছে, ওই ফার্ম হাউজ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ওষুধ। সতীশ কৌশিকের মৃত্যুর সঙ্গে কি কোনও যোগ রয়েছে ওই ওষুধের তা জানার চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ।  
 

1111

প্রয়াত অভিনেতার রক্তেরও বেশ কিছু নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য। জানা যাচ্ছে, অভিনেতার মৃত্যুর কারণ সম্পর্কে কোনও পোক্ত তথ্য দেননি চিকিৎসকেরা। বিস্তারিত রিপোর্ট পেলে অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে পরিস্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos