Raj Kapoor Death Anniversary: ববি থেকে মেরা নাম জোকার- এই বিশেষ দিনে রইল রাজ কাপুরের সেরা কয়টি ছবির কথা

অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করতেন। আজ রইল রাজ কাপুর অভিনীত সেরা কিছু ছবির কথা। দেখে নিন এক ঝলকে।

মাত্র ৬৩ বছর বয়সে প্রয়াত হন রাজ কাপুর। দিনটি ছিল ২ জুন। তাঁর প্রয়ান চলচ্চিত্র দুনিয়ায় অন্ধকার এনে দিয়েছিল। তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে এক ভিন্ন স্থানে নিয়ে গিয়েছিলেন। যতদিন কাজ করেছেন একাধিক হিট ছবি দর্শকদের উপকার দিয়ে গিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করতেন। আজ রইল রাজ কাপুর অভিনীত সেরা কিছু ছবির কথা। দেখে নিন এক ঝলকে।

চোরি চোরি- ১৯৫৬ সালে মুক্তি পায় চোরি চোরি। খাজা আহম্মদ আব্বাস পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে নার্গিস দত্তের সঙ্গে অভিনয় করেন রাজ কাপুর।

Latest Videos

আওয়ারা- ১৯৫১ সালে মুক্তি পায় এই ছবি। এই ছবিতেও নার্গিস দত্তেক সঙ্গে কাজ করেন রাজ কাপুর। ছবিতে ছিলেন পৃথ্বিরাজ কাপুর। ছবিটি সে সময় রেকর্ড গড়েছিল। ভালোবাসা পেয়েছিল সকল দর্শকের থে কে।

আন্দাজ-১৯৪৯ সালে মুক্তি পায় আন্দাজ। এটিও তাঁর কেরিয়ারের এক উল্লেখযোগ্য ছবি। এই ছবির সাফল্য আজও মনে রেখেছেন দর্শকেরা।

বরসাত- রাজ কাপুর ও নার্গিস দত্তের বরসাত মুক্তি পায় ১৯৪৯ সালে। এই ছবিটিও এখনও স্থান পায় বলিউড সফল ছবির তালিকায়। রাজ কাপুর ও নার্গিস ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন প্রেম নাথ।

ভুত পুলিশ- ১৯৫৪ সালে মুক্তি পায় রাজ কাপুর অভিনীত ভুত পুলিশ ছবিটি প্রযোজনাও তিনিই করেছিলেন। ছবিটি সেরা ছবি হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিল।

শ্রী ৪২০- তাঁর কেরিয়ারের আরও একটি সফল ছবি হল স্ত্রী ৪২০। ছবিটি প্রযোজনাও তিনিই করেছিলেন। ছবিটি সেরা ছবি হিসেবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল।

জাগে রহো- ১৯৫৬ সালে মুক্তি পায় জাগে রহো। ছবিটি প্রযোজনাও তিনিই করেছিলেন। ছবিটি ক্রিস্টাল গ্লোবার অ্যাওয়ার্ড পেয়েছিল। সঙ্গে ফিল্ম ফেয়ার-র সেরা ছবি হিসেবে মনোনিত হয়।

আনারি- ১৯৫৬ সালে মুক্তি পায় আনারি। আজও এটি বলিউড হিট ছবির তালিকায় রয়েছে। ছবিতে অভিনয়ের জন্য রাজ কাপুর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন।

আশিকি- ১৯৬২ সালে মুক্তি পায় আশিকি। এই ছবিটিও স্থান পেয়েছিল দর্শক মনে। তাঁর অভিনীত সেরা ছবির মধ্যে এটি অন্যতম।

মেরা নাম জোকা- ১৯৭০ সালে মুক্তি পায় মেরা নাম জোকা। এই ছবির সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

ববি- ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ববি ছবিটি আজও মনে রেখেছেন দর্শকেরা।

 

আরও পড়ুন

Sonakshi Sinha: ৩৬-এ পা দিলেন সোনাক্ষী সিনহা, জন্মদিনে রইল তাঁর সেরা ১০ ছবির কথা

করিনার দুই ছেলে থেকে রানি- তুষার কাপুরের ছেলের জন্মদিনে বসেছিল চাঁদের হাট, রইল তারই ঝলক

Jeetu-Nabanita: পুলের জলে জিতু-নবনীতার রোম্যান্টিক ছবি, ফের ভাইরাল পুরনো পোস্ট

Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee