লাল লেহেঙ্গায় দেখা দিলেন কিয়ারা, দেখে নিন নববধূ লুকে কেমন দেখাচ্ছে নায়িকাকে

কিছুদিন আগে প্রকাশিত হওয়া বিপণন কোম্পানির বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে নব বধূর সাজে দেখা দিয়েছে কিয়ারাকে। রাজকীয় সাজে দেখা গিয়েছে নায়িকাকে।

পরনে লাল লেহেঙ্গা। লাল রঙের ওপর সোনালী ও রুপোলি সুতোর কাজ। রয়েছে স্টোন ওয়ার্কও। লাল লেহেঙ্গার সঙ্গে সুন্দর করে নিয়েছেন ওড়না। মাথায় রয়েছে লালা ওড়না। মাথায় খোঁপা। রয়েছে তাতে ফুল গোঁজা। সঙ্গে পাথরের কাজ করা টিকলি। গলায় ম্যাচিং হার। কানে ঝুমকা। এমন সাজে বিয়ের মন্ডপ থেকে বেরিয়ে আসছেন কিয়ারা। পিছনে রয়েছে পরিবারের লোকজন। না ছবিটি আজকের নয়। বরং, কিছুদিন আগে প্রকাশিত হওয়া বিপণন কোম্পানির বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে নব বধূর সাজে দেখা দিয়েছে কিয়ারাকে। এই বিজ্ঞাপনে রাজকীয় সাজে দেখা গিয়েছে নায়িকাকে।

এদিকে আজই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কিয়ারা। সকলেই তাঁর বিয়ের সাজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সূর্যগড় প্যালেসে চলছে বিয়ে। রাজস্থানের এক ঐতিহ্যবাহী সূর্যগড় প্যালেসে। এখানেই বিয়ে করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। কিছুক্ষণ আগে সিদ্ধার্থের বারাতের ছবি প্রকাশ্যে এসেছে।

Latest Videos

দেখা গিয়েছিল সাদা ঘোড়া ঢুকছে প্যালেসে। তারপরই দেখা যায় লাইন দিয়ে আসছেন ব্যান্ড পার্টির সদস্যরা। হাতে বড় বড় ফুলের ছাতা নিয়ে প্যালেসের মধ্যে ঢুকছেন তারা। সকলের পরনে গোলাপী রঙের কুর্তা ও সাদা পায় জামা। পায়ে নাগরাই জুতো, মাথাই পাগড়ি। কঠিন নিরাপত্তার মধ্যে বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা। ফলে, প্যালেসের ভিতরে কী হচ্ছে তা আগে থেকে জানা কঠিন ব্যাপার। সে কারণে সকলেই অপেক্ষায় রয়েছেন।

৫ ফেব্রুয়ারি থেকে অতিথিরা আসতে শুরু করেছেন। মেহেন্দী, সঙ্গীতের পর আজ সাত পাকে বাধা পড়বেন সিদ্ধার্থ-কিয়ারা। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রীতি রেওয়াজ। আজ এই দুই বলি সেলেবের বিয়েতে থাকছে রাজকীয় ছোঁয়া। ৬৫ একর জায়গার ওপর নির্মিত এই প্রাসাদ। প্রাসাদের ১০ কিলোমিটারের আশেপাশে কোনও জনবসতী নেই। সূর্যগড় প্রাসাদ মাত্র ১০০ থেকে ১৫০ জনের উপস্থিতিতে বিয়ে করবেন তার। এখন দেখার এখন কেমন সাজে সেজে ওঠেন কিয়ারা। অনেকেই আন্দাজ করছেন গোলাপী লেহেঙ্গা পরবেন নায়িকা। সম্প্রতি তার এমন লেহেঙ্গা পরা ছবি ভাইরাল হয়েছিল। তাই অনেকেই আশা গোলাপা লেহেঙ্গা পরবেন তিনি। সে যাই হোক, এখন দেখা তিনি কী করবেন। শোনা গিয়েছিল, এদিকে বিয়ের মেহেন্দি ও সঙ্গীতে মনীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরার কথা। বিয়ের দিন সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক পরার কথা। এখন অপেক্ষা কিয়ারার বিয়ের লুকের।

 

আরও পড়ুন

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ রাখির, আদিল খান দুরানিকে গ্রেফতার করল পুলিশ

ঘোড়ায় চেপে যাবেন বিয়ের মণ্ডপে, সূর্যগড় প্যালেসের বাইরে দাড়িয়ে সিদ্ধার্থের বরাত, রইল ঝলক

বাজল বিয়ের সানাই, দেখে নিন গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য কেমন ভাবে সাজানো হয়েছে সূর্যগড় প্যালেস

 

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury