বাজল বিয়ের সানাই, দেখে নিন গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য কেমন ভাবে সাজানো হয়েছে সূর্যগড় প্যালেস

সকাল থেকে হলদি সেরেমনি বা গায়ে হলুদের প্রস্তুতি চলছে। গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য বিশেষ ভাবে সাজানো হয়েছে সূর্যগড় প্যালেস। দেখে নিন এক ঝলকে।

আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। চলছে বিয়ের প্রস্তুতি। ৫ ফেব্রুয়ারি থেকে একে একে অতিথি সমাগম হতে শুরু করেছে সূর্যগড় প্যালেসে। সেখানেই বসেছে কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠান। দীর্ঘদিনের প্রেম এখানেই পাবে পূর্ণতা। সকাল থেকে হলদি সেরেমনি বা গায়ে হলুদের প্রস্তুতি চলছে। গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য বিশেষ ভাবে সাজানো হয়েছে সূর্যগড় প্যালেস।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হলুদ কাপড়ে সাজানো হয়েছে প্যালেস। প্যালেসের লনে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান। এই স্থানে আলাদা আলাদা করে বসার ব্যবস্থা করা হয়েছে। গোল টেবিল, চেয়ার আর ছাতা দিয়ে সাজানাো হয়েছে। তেমনই হলুদ কাপড় দিয়ে এই স্থানের ওপরের দিকে অংশ সাজানো হয়েছে। টেবিলের ওপর রয়েছে হলুদ রঙের ফুল। এভাবে সাজানো হয়েছে এই স্থান। ছিমছাম সাজে সাজানো হয়েছে এই স্থান। অতিথিদের বসার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।

Latest Videos

আজ সিদ্ধার্থ-কিয়ারার রাজকীয় আসর বসছে রাজস্থানের ঐতিহ্যবাহী সূর্যগড় প্যালেসে। ৫ ফেব্রুয়ারি থেকে অতিথিরা আসতে শুরু করেছেন। এই প্যালেসে রয়েছে রাজকীয় ছোঁয়া থাকছে। ৬৫ একর জায়গার ওপর নির্মিত এই প্রাসাদ। প্রাসাদের ১০ কিলোমিটারের আশেপাশে কোনও জনসংখ্যা নেই। বিলাশবহুল রাজপ্রাসাদের অন্দরমহল পুরোটাই পাথররে খোদাই করে নকশা করা। এই প্রাসাদে মোট ৮৪টি কক্ষ, ৯২টি বেডরুম, দুটো বড় বাগান, একটি কৃত্রিম লক, সুইমিং পুল, জিম, বার, পাঁচটি ভিলা ও দুটো রেস্তোরাঁ, মিনি চিড়িয়াখানা, ইনন্ডোর গেমস, অর্গানিক গার্ডেন আছে। সূর্যগড় প্রাসাদ মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করবেন তার। বিয়েতে নিমন্ত্রিতদের জম্য বিলাসবহুল বন্দোবস্ত করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এই কারণে ৮০টি বালাসবহুল ঘর নিয়েছেন তারা। যার ভারা শুরু ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত।

 

 

 

 

বিয়ে উপলক্ষ্যে বিশেষ ভাবে সাজানো হয়েছে প্যালেস। অতিথিদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সিদ্ধার্থ ও কিয়ারা-র বিয়েতে অতিথিদের জন্য রয়েছে বিশেষ আয়োজন। মরুভূমি সফল থেকে শুরু করে খাবার স্টল- সবেতে চমক রয়েছে এই সিদ্ধার্থ ও কিয়ারার অনুষ্ঠানে। বিয়ের মেনুতে যেমন থাকবে ডাল বাটি চুর্মা তেমনই চীনা, থাই ও কোরিয়ান খাবারের কাউন্টার আছে। আছে ২০ ধরনের ডেজার্ট। তেমনই প্রাসাদ সাজানো হয়েছে বিশাল জাঁকজমক ভাবে। শাড়ি ও লেহরিয়া দোপাট্টার স্টল, হস্তশিল্প-সহ নানান স্টল আছে।

 

 

আরও পড়ুন

নো ফোন পলিসি থাকছে বিয়েতে, এক ঝলকে দেখে নিন সিড-কিয়ারার বিয়ের খুঁটিনাটি

কেমন ছিল সিড-কিয়ারার সঙ্গীত, দেখে নিন কী ছিল প্লে লিস্টে, কেই-বা করল পারফর্ম

নতুন সংসার পাতবেন জুহুর এক বাংলোতে, দেখে নিন তাঁদের নতুন বাড়ির মূল্য কত

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি