বুলেট রাজা
২০১৩ সালেই মুক্তি পায় বুলেট রাজা। এই অ্যাকশন ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। ছবিতে সইফ আলি খানের সঙ্গে কাজ করেন সোনাক্ষী সিনহা। তিগমাংশু ধুলিয়ার পরিচালনায় অভিনয় করেন সইফ আলি খান। ছবিতে সইফ, সোনাক্ষী ছাড়াও ছিলেন চাঙ্কি পান্ডে, বিদ্যুত জামাল, রবি কৃষ্ণ সহ আরও অনকে। ছবির আয় তেমন না হলেও ছবিতে সোনাক্ষীর অভিনয় বেশ সফল হয়েছিল।