করিনার দুই ছেলে থেকে রানি- তুষার কাপুরের ছেলের জন্মদিনে বসেছিল চাঁদের হাট, রইল তারই ঝলক

Published : Jun 02, 2023, 10:10 AM IST

৭-এ পা দিল তুষার কাপুরের ছেলে লক্ষ্য কাপুর। সেই উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল বিশেষ পার্টি। সেখানে হাজির হন বলিউডের একধিক সদস্য। খুঁদে থেকে বড়- সকলে ছিলেন পার্টিতে।

PREV
110

১ জুন সাতে পা দিল তুষার কাপুরের ছেলে লক্ষ্য কাপুর। ছেলে জন্মদিন উপলক্ষ্যে এক পার্টির আয়োজন করেছিলেন তুষার। আয়োজনের কোনও কম রেখেননি তিনি। আর সেই পার্টিতেই দেখা মিলল একাধিক বলি তারকার। সঙ্গে হাজির হন স্টার কিডেরাও। এই দিন অনুষ্ঠান ছিল বেশ জমজমাট।

210

পার্টিতে উপস্থিত হতে দেখা যায় রানি মুখোপাধ্যায়কে। সবুজ ট্রাউজার ও টপ পরেছিলেন তিনি। তা দেখতে ছিল বেশ অদ্ভুত। পোশাকের গায়ে ছিল ফুলের নকশা করা। বেরিয়ে আসছিল বেশ কিছু লেস। এক অদ্ভুত নকশা করা পোশাকে। এরই সঙ্গে নিয়েছেন কালো রঙের ব্যাগ। পায়ে রয়েছে কালো জুতো। সঙ্গে চোখে সানগ্লাস।

310

পার্টিতে প্রবেশ করতে দেখা গিয়েছে জেহ-কে। আয়ার কোলে করে ঢুকছিল সে। হাতে ছিল একটি বড় মাপের চৌকো বাক্স। সে বাক্স লাল রঙের কাগজে মোড়া। তার পরনে ছিল নীল রঙের জিন্স আর স্কাই রঙের টিশার্ট। বন্ধুর জন্মদিনে হাজির হয়েছিল জেহ।

410

জেহ ছাড়া ছিল করিনার বড় ছেলে তৈমুর। তাকে দেখা যায় সবুজ টি শার্ট আর নীল রঙের জিন্সে। তৈমুর আর তুষার কাপুরের ছেলে লক্ষ্যের বয়স প্রায় এক। দুজনেরই জন্ম ২০১৬ সালে। তৈমুর ২০১৬ সালে ডিসেম্বর মাসে জন্ম হয়। আল লক্ষ্য জন্মায় ২০১৬ সালে জুনে। এদিন বন্ধুর জন্মদিনে হাজির হন তৈমুর।

510

এদিন ছিলেন একতা কাপুর। কালো ট্রাউজার ও প্রিন্টেড টপে দেখা যায় একতাকে। তুষার কাপুরের ছেলে লক্ষ্য কাপুরের জন্ম দিন উপলক্ষ্যে যে বিশেষ পোস্টার তৈরি করা হয়েছিল তার সামনে পোজ দেন একতা কাপুর। একেবারে ছিমছাম সাজে দেখা গিয়েছিল একতা কাপুরকে।

610

ছেলেকে নিয়ে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দেন তুষার কাপুর। এদিন তুষার কাপুরের পরনে ছিল কালো টি শার্ট। আর পরেছিলেন গ্রে রঙের জিন্স। চোখে ছিল কালো চশমা। পায়ে সারা স্নিকার্স। লক্ষ্য পরেছিলেন প্রিন্টেড টি শার্ট ও লাল ট্রাউজার।

710

এদিন উপস্থিত ছিলেন জিতেন্দ্র ও শোভা কাপুর। হালকা নীল রঙের শার্ট ও ট্রাউজারে দেখা যায়। স্ত্রী শোভা কাপুর পরেছিলেন অফ হোয়াইট রঙের চুড়িদার। হুইল চেয়ারে বসে দেখা যায় শোভা কাপুরকে। জিতেন্দ্রর পরিবারের সকলে উপস্থিত ছিলেন এই জন্মদিন পার্টিতে। এছাড়াও হাজির ছিলেন বলিউডের একাধিক সদস্যরা।

810

এদিকে জন্মদিনের দিন সকালে একতা কাপুর লক্ষ্যের জন্মদিন উপলক্ষ্যে একটি সুন্দর পোস্ট করেন। একটি ভিডিও শেয়ার করেছিলেন একতা। সঙ্গে লেখেন, কেউ যদি আমার জীবন পরিবর্তন করে, তবে তা তোমারে করতেই হবে। লাকুই.. তুমি আমাকে ভালোবাসার অনুভূতি দিয়েছিলে আমার ছেলে।

910

এরই সঙ্গে একটি ভিডিও শেয়ার করে একতা। তা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে লক্ষ্যের দুষ্টুমির একাধিক ছবি কোলাজ করে শেয়ার করেন। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ভিডিও-তে লক্ষ্যতকে শুভেচ্ছা জানান বলিউড তারাকা।

1010

২০১৬ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় লক্ষ্যের। তুষার কাপুর তার একক অভিভাবক। এদিকে বড় পর্দা ছাড়া ওটিটি-তে কাজ করছেন তুষার। ২০২৩ সালে মুক্তি পেল পপ কাউন। এই ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয় করেন তুষার। এর আগে বউ সবকি ফাতেগি সিরিজে কাজ করেছেন তুষার।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories