'কুছ কুছ হোতা হ্যায়' থেকে 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'- রইল করণ জোহরের সেরা ১০টি রোম্যান্টিক ছবির হদিশ

সদ্য মুক্তি পেল করণ জোহর পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহিনি। এর আগেও একাধিক রোম্যান্টিক ছবি পরিচালনা করেছেন। আজ রইল করণ জোহরের সেরা ১০টি রোম্যান্টিক ছবির হদিশ।

Sayanita Chakraborty | Published : Aug 5, 2023 7:41 AM IST
110

কুছ কুছ হোতা হ্যায়

করণ জোহরের কেরিয়ারের অন্যতম ছবি। করণ পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান, কাজল ও রানি মুখোপাধ্যায়। ছবিটি সে সময় ব্যাপক সফল হয়েছিল। সেই সাফল্যে রেশ আজও রয়েছে বক্স অফিসে।

210

স্টুডেন্ট অফ দ্য ইয়ার 

২০১২ সালে মুক্তি পায় করণ জোহর পরিচালিত ও প্রযোজিত স্টুডেন্ট অফ দ্য ইয়ার। আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান ডেবিউ করেছিলেন এই ছবি দিয়ে। ছবিটি সুপার ডুপার হিট করে। এই সাফল্যের রেশ ধরে পরে তৈরি হয় সিক্যুয়েল ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২। তবে, এই ছবিটি সেভাবে সফল হয়নি।

310

মাই নেম ইজ খান 

করণ জোহর নির্মিত আরও একটি উল্লেখযোগ্য ছবি হল মাই নেম ইজ খান। এই ছবির মধ্য দিয়ে এক বিশেষ বার্তা দিয়েছিলেন করণ জোহর। এই ছবিটিও সে সময় ব্যাপক সফল হয়। আজও হিট বলিউড ছবি তালিকায় স্থান পেয়েছে মাই নেম ইজ খান। শাহরুখ খান ও কাজলকে দেখা গিয়েছিল ছবির প্রধান চরিত্রে।

410

রকি অউর রানি কি প্রেম কাহিনি 

২৮ জুলাই মুক্তি পেয়েছে রকি অউর রানি কি প্রেম কাহিনি। এই ছবিতে অভিনয় করেছেন একাধিক হেভিওয়েট তারকা। ছবিতে রয়েছেন, আলিয়া ভাট, রণবীর সিং, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, ধর্মেন্দ্র, আছেন জয়া বচ্চন। এছাড়াও রয়েছেন, আমির বশির, ক্ষিতি জোগ রান্ধাওয়াস, অঞ্জলি আনন্দ-সহ আরও অনেকে।

510

কভি খুশি কভি গম 

করণ জোহরের কেরিয়ারের অন্যতম ছবি কভি খুশি কভি গম। এই ছবিতে হৃতিক রোশন, করিনা কাপুর খান, শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের মতো তারকার। এই ছবিটিও সে সময় ব্যাপক সফল হয়েছিল।

610

কাল হো না হো

২০০৩ সালে মুক্তি পেয়েছিল কাল হো না হো। ছবিটি শাহরুখ তো বটেই সঙ্গে করণ জোহরের কেরিয়ারেরও অন্যতম ছবি। ছবির গল্প ও প্রযোজনার দায়িত্বে ছিলেন করণ। শাহরুখ খান, প্রীতি জিন্টা, সইফ আলি খান ও জয়া বচ্চনের মতো তারকাকে দেখা গিয়েছিল প্রধান চরিত্রে। এই ছবিটিও সে সময় ব্যাপক আয় করেছিল।

710

কভি আলবিদা না কহে না

কভি আলবিদা না কহে না ছবির গান আজও স্থান পায় অনেকের ফোনের প্লে লিস্টে। অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, শাহরুখ ও প্রীতি জিন্টাকে দেখা গিয়েছিল কভি আলবিদা না কহে না ছবির প্রধান চরিত্রে। ভালোবাসার এক বিশেষ বার্তা দিয়েছিল ছবিটি।

810

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি

করণ জোহরের আরও একটি উল্লেখযোগ্য ছবি হল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। প্রেম ও বন্ধুত্বের এক নতুন সংজ্ঞা নিয়ে এসেছিল ছবিটি। ইয়ং জেনারেশনের মানসিকতা উঠে এসেছিল ছবিতে। প্রেম, ইমোশন, রোম্যান্স, কেরিয়ার- এই সব বিষয়গুলো সুন্দর ভাবে ফুটে উঠেছিল। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোণ, আদিত্য রায় কাপুর ও কাল্কিকে দেখা গিয়েছিল ছবির প্রধান চরিত্রে।

910

২ স্টেট

আলিয়া ভাট ও অর্জুন কাপুরের কেমিস্ট্রি নজর কেড়েছিল সকলের। চেতন ভগতের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছিল ২ স্টেট। এই ছবিটিও ব্যাপক ভাবে হিট করে। আজও এই ছবিটি বলিউডের সেরা ছবির তালিকায় স্থান পায়।

1010

ইয়ে দিল হ্যায় মুশকিল

করণ জোহরের আরও একটি উল্লেখযোগ্য ছবি হল ইয়ে দিল হ্যায় মুশকিল। প্রেম ও বন্ধুত্বের এক নতুন সংজ্ঞা নিয়ে এসেছিল ছবিটি। রণবীর কাপুর, অনুষ্কা শর্মা, ঐশ্বর্যকে দেখা গিয়েছিল ছবিতে। ছিলেন শাহরুখ খানও। এই ছবিটিও সে সময় ব্যাপক সফল হয়। ছবির কাহিনি তো বটেই সঙ্গে ছবির গান ব্যাপক হিট করেছিল।

Share this Photo Gallery
click me!

Latest Videos