Adipurush: মুক্তির আগেই ছবির আয় গড়ল রেকর্ড, জেনে কত টাকার টিকিট বিক্রি হল ‘আদিপুরুষ’ ছবির

বহুদিন ধরে খবরে আদিপুরুষ। ১৬ জুন অর্থাৎ শুক্রবার ছবির মুক্তি। কিন্তু, তার আগেই শুরু হয়ে গিয়েছিল অগ্রিম বুকিং। আর ছবি মুক্তির আগেই ছবির আয় গড়ল রেকর্ড, জেনে কত টাকার টিকিট বিক্রি হল ‘আদিপুরুষ’ ছবির।

Sayanita Chakraborty | Published : Jun 16, 2023 8:29 AM
110

কদিন ধরেই চলছে ছবির অগ্রিম বুকিং। অনেক জায়গায়ই ওপেনিং শো আগে থেকেই হাউসফুল হয়ে গিয়েছে। তা খবর এসেছে আগেই। ছবির টিকিটের দাম চড়চড় করে বেড়েছে তা আগেই শোনা গিয়েছে। এবার ছবি মুক্তির আগেই ছবির আয় গড়ল রেকর্ড।

210

সদ্য প্রকাশ্যে এসেছে একটি বিশেষ রিপোর্ট। যেখানে জানা গিয়েছে, ছবির আয় কত হয়েছে। তরণ আদর্শ টুইট করে জানান, জাতীয় চেনে আদিপুরুষ ছবির অ্যাডভান্স বুকিং স্ট্যাটাস জানা গিয়েছে। 

310

বৃহস্পতিবার ১১টা পর্যন্ত প্রথম সপ্তাহের জন্য পিভিআর আর আইনক্সে মোট ৪,৭৯,৮১১ টি টিকিট বিক্রি হয়েছে। সিনেপলিসের তথ্য এখনও জানা যায়নি। বক্স অফিসে যেন সুনামি আছড়ে পড়েছে।

410

তিনি আরও লেখেন, শুক্রবার পিভিআর ১,২৬,০৫০, আইনক্সে ৯৬,৫০৩। মোট ২,২২,৫৫২ টা টিকিট বিক্রি হয়েছে। শনিবারের জন্য পিভিআরে ৮৩,৫৯৬ আর আইনক্সে ৫৫,৪৩৮ টিকিট বিক্রি হয়েছে। রবিবার পিভিআরে ৬৯,২৭৯ টিকিট বিক্রি হয়েছে। আর আইনক্সে সংখ্যাটা হল ৪৮,৯৪৬। অর্থাৎ মোট ১,১৮,২৩৫।

510

১৬ জুন মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত আদিপুরুষ। প্রভাস, কৃতি, সইফ আলি খানের মতো তারকাদের দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে আসবে শ্রী রামের জীবন কাহিনি। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি।

610

ছবি জুড়ে রয়েছে অসাধারণ গ্রাফিক্স। ওম রাউত পরিচালিত এই ছবি ভারতীয় মহাকাব্য রামায়ণের একটি নতুন পুনরাবৃত্তি। টি সিরিজ ও ইউভি ক্রিয়েশনস দ্বারা প্রযোজিত এই ছবিটি IMAX এবং 3D ফরম্যাটে উপস্থাপিত হতে চলেছে।

710

ছবি মুক্তির আগে চলছে একাধিক বিতর্ক। সদ্য ‘আদিপুরুষ’ ছবির টিম গিয়েছিলেন তিরুপতির লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরে। সেখানে মন্দির চত্বরে কৃতির সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় কৃতিকে চুম্বন করেন ‘আদিপুরুষ’ ছবির পরিচালক ওম রাউত।

810

মন্দির চত্বকে নায়িকাকে চুম্বন করায় সমালোচনার ঝড় ওঠে। কটাক্ষের শিকার হতে হয় ‘আদিপুরুষ’ পরিচালককে। নানান লোকে কটুক্তি করেন। সমালোচনা তো হয়েছে যেমন তেমন শুনতে হয়েছে খারাপ কথা। সে যাই হোক, আপাতত ছবি দর্শক মনে কতটা স্থান পায় তা দেখার অপেক্ষা।

910

এদিকে, এই ছবির সেটে কাজ করতে গিয়ে প্রভাস ও কৃতির সম্পর্ক হয়েছে এমন কথা অনেক আগেই শোনা গিয়েছিল। সহকর্মীর প্রশংসা করে নজর কাড়লেন কৃতি। এক সাক্ষাৎকারে কৃতিকে প্রশ্ন করা হয়, প্রভাব কেমন ধরনের মানুষ। উত্তরে কৃতি বলেন, ‘ভীষণ মাটির মানুষ। শ্রদ্ধা করেন সবাইকে।’ এখানেই শেষ নয়। এরপর প্রভাসের ভুয়সী প্রশংসা করেন কৃতি।

1010

বলেন, আমি শুনেছিলাম ও ভীষণ গম্ভীর। কিন্তু, প্রথম প্রথম আমার ওকে খুব লাজুক মনে হয়েছিল। কিন্তু, কদিনের মধ্যে সেটা কেটে যায়। আমি ওর সঙ্গে আমার প্রথম ছবি নিয়ে কথা বলতে থাকি। জানাই যে ভাষাটা আমি জানি না সেটাই কাজ করা কতটা কঠিন ছিল। এরপর ধীরে ধীরে নানান বিষয় নিয়ে আমাদের কথা হত। প্রভাব ভীষণ মাটির মানুষ। শান্ত। আমি তো ওকে ছাড়া রাম হিসেবে কাউকে ভাবতেই পারি না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos