Adipurush: ‘ওকে ছাড়া রাম হিসেবে কাউকে ভাবতেই পারি না’- একথায় কীসের ইঙ্গিত দিলেন কৃতি?

ছবি মুক্তির আর কিছু মুহূর্ত বাকি। ১৬ জুন মুক্তি পাবে ‘আদিপুরুষ’। ছবির প্রধান চরিত্রে দেখা যাবে প্রভাস ও কৃতিকে। ছবি মুক্তি আগে প্রভাসের প্রশংসায় পঞ্চমুখ কৃতি। নেটিজেনরা বলছে, বদলেছে কৃতি-প্রভাসের সম্পর্কের রসায়ন ।

Sayanita Chakraborty | Published : Jun 15, 2023 7:32 AM / Updated: Jun 15 2023, 11:14 AM IST
110
‘আদিপুরুষ’

ছবি মুক্তির আগে সহকর্মীর প্রশংসা করে নজর কাড়লেন কৃতি। এক সাক্ষাৎকারে কৃতিকে প্রশ্ন করা হয়, প্রভাব কেমন ধরনের মানুষ। উত্তরে কৃতি বলেন, ‘ভীষণ মাটির মানুষ। শ্রদ্ধা করেন সবাইকে।’ এখানেই শেষ নয়। এরপর প্রভাসের ভুয়সী প্রশংসা করেন কৃতি।

210
‘আদিপুরুষ’

বলেন, আমি শুনেছিলাম ও ভীষণ গম্ভীর। কিন্তু, প্রথম প্রথম আমার ওকে খুব লাজুক মনে হয়েছিল। কিন্তু, কদিনের মধ্যে সেটা কেটে যায়। আমি ওর সঙ্গে আমার প্রথম ছবি নিয়ে কথা বলতে থাকি। জানাই যে ভাষাটা আমি জানি না সেটাই কাজ করা কতটা কঠিন ছিল। এরপর ধীরে ধীরে নানান বিষয় নিয়ে আমাদের কথা হত। প্রভাব ভীষণ মাটির মানুষ। শান্ত। আমি তো ওকে ছাড়া রাম হিসেবে কাউকে ভাবতেই পারি না।

310
‘আদিপুরুষ’

কৃতির এমন কথা সামনে আসতেই ফের শুরু গুঞ্জন। আদিপুরুষ ছবির সেটে কৃতি ও প্রভাসের মধ্যে সম্পর্ক হয়েছে এই কথা সকলেই শুনেছিলেন। কৃতি প্রভাসের প্রেমের গুঞ্জন এখনও শোনা যাচ্ছে বলিপাড়ায়। কিন্তু, এই প্রসঙ্গে সরাসরি কেউ কিছু বলেননি। সে কারণে বিষয়টি রটনা নাকি বাস্তব তা এখনও সকলের অজানা।

410
‘আদিপুরুষ’

তবে, ছবির কাজে প্রায়ইৃশই একসঙ্গে দেখা যাচ্ছে কৃতি শ্যানন ও প্রভাসকে। আর দুজনের আচরণ দেখে অনেকেই বলছেন সম্পর্কে রয়েছেন রিল লাইফের রাম ও সীতা। তাদের একে অপরের প্রতি আচরণ নজর কেড়েছে সকলেক। কিন্তু, বাস্তবে সম্পর্কে আছেন কিনা তা সময় বলবে।

510
প্রভাস ও কৃতি

এদিকে সদ্য প্রকাশ্যে আসা কৃতির এই সাক্ষাৎকার নজর কেড়েছে সকলের। প্রভাসের মতো হেভিওয়েট স্টারের যে একাধিক গুণ থাকবে তা স্বাভাবিক। আর সেই গুণে যে কৃতি মুগ্ধ তা বলার অপেক্ষা রাখে না। এদিকে প্রভাস ও কৃতির সম্পর্ক নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল ফিল্মি দুনিয়ায়। এই বিষয় আপাতত থেকে গিয়েছে রহস্যের বেড়া জালে। তার কারণ তারা কেউই কিছু বললেনি।

610
‘আদিপুরুষ’

এদিকে কদিন আগে প্রভাস বলেন, বিয়ে করলে তিরুপতিতেই করবেন। এক ইভেন্টে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কবে বিয়ে করবেন। উত্তরে প্রভাস বলেন, বিয়ে একদিন করব। বিয়ে করলে আমি তিরুপতিতে বিয়ে করব। প্রভাসের এই উত্তর শুনে ভক্ত মহলে দেখা দেয় খুশি। কৃতির সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে প্রভাসের বিয়ে নিয়ে এমন মন্তব্য উষ্কে দিয়েছে সম্পর্কের কথা।

710
‘আদিপুরুষ’

১৬ জুন মুক্তি পাবে বহু প্রতীক্ষিত আদিপুরুষ। প্রভাস, কৃতি, সইফ আলি খানের মতো তারকাদের দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে আসবে শ্রী রামের জীবন কাহিনি। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি।

810
প্রভাস ও কৃতি

ছবি জুড়ে রয়েছে অসাধারণ গ্রাফিক্স। ওম রাউত পরিচালিত এই ছবি ভারতীয় মহাকাব্য রামায়ণের একটি নতুন পুনরাবৃত্তি। টি সিরিজ ও ইউভি ক্রিয়েশনস দ্বারা প্রযোজিত এই ছবিটি IMAX এবং 3D ফরম্যাটে উপস্থাপিত হতে চলেছে।

910
‘আদিপুরুষ’

ছবি মুক্তির আগে চলছে একাধি বিতর্ক। সদ্য ‘আদিপুরুষ’ ছবির টিম গিয়েছিলেন তিরুপতির লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরে। সেখানে মন্দির চত্বরে কৃতির সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় কৃতিকে চুম্বন করেন ‘আদিপুরুষ’ ছবির পরিচালক ওম রাউত।

1010
প্রভাস ও কৃতি

মন্দির চত্বকে নায়িকাকে চুম্বন করায় সমালোচনার ঝড় ওঠে। কটাক্ষের শিকার হতে হয় ‘আদিপুরুষ’ পরিচালককে। নানান লোকে কটুক্তি করেন। সমালোচনা তো হয়েছে যেমন তেমন শুনতে কয়েছে খাবার কথা। সে যাই হোক, আপাতত ছবি মুক্তির অপেক্ষা

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos