Bollywood movie: থ্রিলার থেকে রোম্যান্টি কমেডি- গোটা জুলাই জুড়ে মুক্তি পেতে চলেছে একাধিক ছবি, রইল তালিকা

Published : Jul 04, 2023, 04:36 PM ISTUpdated : Jul 04, 2023, 04:38 PM IST

প্রায়শই খবরে আসে নিত্য নতুন ছবির কথা। নতুন ছবির কাস্টিং থেকে শ্যুটিং এমনকি মুক্তি নানান বিষয় খবরে থাকে একাধিক ছবি। আজ রইল কয়টি ছবির কথা। চলতি মাসে মুক্তি পেতে পারে এই ছবিগুলো। দেখে নিন তালিকা।

PREV
110

নিয়ত (Neeyat)

২২ জুন মুক্তি পেয়েছে নিয়ত ছবির ট্রেলার। এর পর থেকে খবরে রয়েছে ছবিটি। আগামী ৭ জুলাই মুক্তি পাবে নিয়ত। বিদ্যা বালন এই ছবি দিয়ে কামব্যাক করতে চলেছেন। বিদ্যা বালনের পাশাপাশি রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, দানেশ রাজভির মতো তারকারা।

210

নিয়ত-

‘নিয়ত’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। মার্ডার রহস্যের এক রোমহর্ষক কাহিনি নিয়ে আসছে ছবিটি। ছবির ট্রেলার জুড়ে আছে সাসপেন্সন। ফলে ছবিতে যে একাধিক টুইট রয়েছে তা আগে থেকেই অনুমান করা রয়েছে। শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবি।

310

ব্লাইন্ড

৭ জুলাই মুক্তি পাবে ব্লাইন্ড। এই ছবি দিয়ে ওটিটি-তে পা রাখবেন সোনম কাপুর। ছবিতে সোনম কাপুর একজন দৃষ্টিহীন পুলিশ অফিসার। তিনি যুক্ত হয়েছেন এক প্রখ্যাত দুষ্কৃতিকে ধরার কাজে। অন্ধ হওয়া সত্ত্বেও কিভাবে সে একজন দুষ্কৃতিকে ধরবে তা নিয়ে তৈরি এই ছবি।

410

ব্লাইন্ড

ছবিটি ২০১১ সালে মুক্তি প্রাপ্ত কোরিয়ান ছবির হিন্দি রিমেক। সেই ছবির নামও ছিল ব্লাইন্ড। ছবির গল্প আবর্তিত হয়েছে একজন অন্ধ পুলিশ অফিসার করে ঘিরে। এই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বও কীভাবে সে একজন সিরিয়াল কিলারকে ধরবে তা নিয়েই তৈরি হয়েছে ছবি। ব্লাইন্ড ছবি দিয়ে কামব্যাক করতে চলেছেন সোনম।

510

বাওয়াল

২৭ জুলাই মুক্তি পাবে বাওয়াল। জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান অভিনীত এই ছবিটি মুক্তি পাবে বক্স অফিসে। ছবি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। একটি ছোট শহরের গল্প নিয়ে আসছে ছবিটি। একেবারে ভিন্ন কাহিনি নিয়ে আসছে বাওয়াল।

610

রকি অউর রানি কি প্রেম কাহিনি

২৮ জুলাই মুক্তি পাবে রকি অউর রানি কি প্রেম কাহিনি। এই ছবিতে আছেন আলিয়া ভাট, রণবীর সিং, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী ছাড়াও কয়েছেন ধর্মেন্দ্র, আছেন জয়া বচ্চন। এছাড়াও রয়েছেন, আমির বশির, ক্ষিতি জোগ রান্ধাওয়াস, অঞ্জলি আনন্দ-সহ আরও অনেকে।

710

রকি অউর রানি কি প্রেম কাহিনি

আলিয়া-রণবীরের প্রেম থেকে শুরু করে ফ্যামিলি ড্রামা নিয়ে আসছে রকি অউর রানি কি প্রেম কাহিনি। ছবির কেন্দ্রে রয়েছে আলিয়া ও রণবীর সিং-র প্রেম কাহিনি। একেবারে অন্যরকম কাহিনি নিয়ে আসছে ছবিটি।

810

৭২ হুরেঁ

সন্ত্রাসবাদী মৌলবীদের নিয়ে তৈরি ৭২ হুরেঁ ছবি। সে কারণে ছবিতে আপত্তি জানিয়েছেন একাধিক মুসলিম নেতা ও ধর্মগুরু। এই ছবির বিরুদ্ধে রয়েছে ইসলামদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ। সঙ্গে উঠেছে নানান বিতর্ক। সে কারণে আপাতত মুক্তি স্থগিত হল এই ছবির। এই ছবি মুক্তির কথা ছিল চলতি মাসে।

910

আজমেঢ় ৯২

সত্য ঘটনার ওপর নির্ভর করে তৈরি হয়েছ আজমেঢ় ৯২। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন করণ ভার্মা, সুমিতা সিং, সয়াজি শন্দে ও মনোজ জোশী। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই ছবি। ছবিটি পরিচালনা করেছেন পুষ্পেন্দ্র সিং। ১৯৯২ সালে আজমেঢ়ে পৈশাচিক গণধর্ষণের ঘটনা ঘটে। সে সময় ১০০ জনের বেশি ছাত্রীকে ধর্ষণ করেছিল প্রভাবশালীরা। সেই নিয়ে তৈরি এই ছবি। ১৪ জুলাই ছবি মুক্তির কথা।

1010

তরলা

আসছে তরলা। ওটিটি-তে মুক্তি পাবে ছবিটি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছে হুমা কুরেশি। এতেবারে অন্যরকম কাহিনি নিয়ে আসছে করলা। হোম শেফের জীবন নিয়ে তৈরি এই ছবি। ৭ জুলাই মুক্তি পাবে তরলা।

click me!

Recommended Stories