
১৪ দিন পার করল ছবি মুক্তি। একই সঙ্গে ১১ অগস্ট মুক্তি পেয়েছিল গদর ২ এবং ওএমজি ২। তবে, আয়ের নিরিখে অনেক আগেই ওএমজি ২ ছবিকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে গদর ২। দেখে নিন ১৪ দিনে মোট কত আয় করল ছবি দুটি।
গদর ২ ছবির আয়- ১৪ দিনে মোট আয় হল ৪১৮ কোটি। ইতিমধ্যে ছবিটি স্থান পেয়েছে চলতি বছরের দ্বিতীয় সর্বাধিক আয়কৃত ছবির স্থানে। এবার মনে হচ্ছে তা পাঠানকে টেক্কা দিয়ে প্রবেশ করবে ৫০০ কোটির ঘরে। ২০০১ সালে মুক্তি পাওয়া সুপার হিট ছবির সিক্যুয়েল গদর ২। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। সেই সাফল্যের রেশ ধরে মুক্তি পেল গদর ২। অনিল শর্মা পরিচালনা ছবির পর্দায় এলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। ছবিতে তাঁদের ছেলের চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। এবার শুধু তারা ও সাকিনার প্রেম নয় সঙ্গে বাড়তি পাওনা বাবা ও ছেলের সম্পর্ক। সে যাই হোক, ছবির আয় হয়েছে নজর কাড়া। পাঠানের রেকর্ড ভাঙতে প্রস্তুত ছবিটি। অনেকেরই আশা চলতি বছরে সর্বাধিক আয়কৃত ছবির তালিকায় স্থান পাবে ছবিটি।
ওএমজি ২ ছবির আয়- দীর্ঘ বিতর্ক কাটিয়ে মুক্তি পেয়েছিল ওএমজি ২। পার হল ১৪ দিন। ১৪ দিন শেষে ছবির আয় ১২৭ কোটি। পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামি গৌতম ও অক্ষয় কুমার অভিনীত ছবিটি ওএমজি ছবির সিক্যুয়েল। এই ছবিতে ভগবান শিবের দূতের চরিত্রে দেখা গিয়েছে অক্ষয়কে। ছবির কেন্দ্রে এক শিব ভক্তের কাহিনি। ভক্ত কান্তি শরণ মুদগলেকে বিপদ থেকে উদ্ধার করতে দূত পাঠালেন ভগবান শিব। ভক্ত কান্তি শরণ মুদগলে ছেলেকে নিয়ে পড়েছিলেন বিপদে। তাঁর ছেলে স্কুলে এক অপ্রত্যাশিক কান্ড ঘটিয়েছে। যার কারণে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় তাঁকে। সঙ্গে এমন পরিস্থিতি তৈরি হয় যে সে নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয়। এই জটিল পরিস্থিতি থেকে পালিয়ে না গিয়ে লড়াই করবে কান্তি শরণ মুদগলে। সে ছেলে ও পরিবারের সম্মান ফিরে পেতে আইনী মামলা লড়বে। কীভাবে সে লড়াইয়ে সফল হয় তা নিয়ে তৈরি এই ছবি। ছবিতে দেখা যাবে ভগবান শিব কীভাবে নিজের ভক্তকে রক্ষা করবেন।
আরও পড়ুন
ফের বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকার শীর্ষে অনুরাগের ছোঁয়া, দ্বিতীয় জগদ্ধাত্রী
অনীক দত্তর নতুন ছবিতে আবির গোয়েন্দা, পোস্টার ফেরাল সত্যজিৎ রায়ের স্মৃতি
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।