Gadar 2: এখনও অধরা ৫০০ কোটির ঘরে প্রবেশের স্বপ্ন, দেখে নিন শুক্রবার শেষে মোট কত আয় হল

শুক্রবার শেষে ছবির আয় ৪৮৬.৭৫ কোটি। যেখানে বৃহস্পতিবার শেষে আয় ছিল ৪৮১.৮৫ কোটি। ফলে, হিসেব বলছে খুবই কমে গিয়েছে ছবির আয়।

ফের নিন্মমুখী ছবির আয়। এই গ্রাফ এতটাই নিম্নমুখী যে গোটা দিনের আয় ৫ কোটি পর্যন্ত আয় করতে পারেনি ছবিটি। এখনও আয় বেশ খানিকটা দূরে ৫০০ কোটির ঘর থেকে। অনেকেই আশা করেছেন চলতি সপ্তাহের রবিবারের মধ্যে গদর ২ পা রাখবে ৫০০ কোটির ঘরে। তবে, সমালোচকদের একাংশের মতে এই স্বপ্ন বাস্তবায়িত নাও হতে পারে। কারণ শুক্রবার শেষে ছবির আয় ৪৮৬.৭৫ কোটি। যেখানে বৃহস্পতিবার শেষে আয় ছিল ৪৮১.৮৫ কোটি। ফলে, হিসেব বলছে খুবই কমে গিয়েছে ছবির আয়।

এদিকে ২২ দিন হল মুক্তি পেয়েছে গদর ২। আর ২২ দিন শেষে ছবির মোট আয় দাঁড়াল ৪৮৬.৭৫ কোটি। বলিউড রেকর্ড অনুসারে, ছবিটি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। তারপর ১৩ অগস্ট আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। ১৪ অগস্ট আয় হল ৩০ কোটি। ১৫ অগস্ট মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে। ১৬ অগস্ট বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। ১৭ অগস্ট ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ ১৮ অগস্ট আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। তেমনই দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। দ্বিতীয় রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি। তৃতীয় সোমবার আয় হয় ১৪ কোটি। তৃতীয় মঙ্গলবার আয় করেছে ১১.৫০ কোটি। তৃতীয় বুধবার শেষে মোট আয় ৪২০ কোটি। তৃতীয় শুক্রবার শেষে আয় হয়েছিল ৪২৫ কোটি। তৃতীয় সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ১৬ তম দিনে ছবির আয় হয়েছিল ১৩.৭৫ কোটি। তেমনই রবিবার আয় হয়েছে ১৭ কোটি। এরপর সোমবার ছবির আয় হল ৪.৬০ কোটি। মঙ্গলবার আয় করল ৫.১০ কোটি। বুধবার ৮.৮ কোটি। বৃহস্পতিবার আয় হয়েছে ৭.৫০ কোটি। শুক্রবার শেষে আয় দাঁড়াল ৪৮৬.৭৫ কোটি টাকা।

Latest Videos

ছবি কেন্দ্রে আছে এক ভিন্ন ধরনের গল্প। শাকিনা ও তারা সিং-র প্রেম তো বটেই তবে এই ছবিতে নজর কেড়েছে ছেলের সঙ্গে তারা সিং-র সম্পর্ক। ছবিতে ছেলের জন্য কঠিন লড়াই করতে দেখা যাবে তারা সিং কে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেম কথা। সে সময় ছবিটি ব্যাপক সফল হয়েছিল। সেই ছবির সাফল্যের রেশ ধরে এতদিন পর মুক্তি পেল গদর ২।

 

আরও পড়ুন

New Movie: বক্স অফিসে জোড় টক্কর, একই দিনে মুক্তি পাচ্ছে ‘ফুকরে ৩’ এবং ‘দ্য ভ্যাকসিন ওয়্যার’

‘জওয়ান’ ছাড়াও এই কয়টি ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, দেখে নিন এক ঝলকে

Hrithik Roshan: দুই ছেলে ও প্রেমিকা সাবাকে নিয়ে ডিনারে হৃতিক, মুহূর্তে ভাইরাল ডেটিং-র ছবি

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari