Adipurish: বিতর্কের ১০ দিন পার, দেখে নিন দশম দিনে কত আয় করল ‘আদিপুরুষ’ ছবিটি

বলিউডের সকল খবরকে ছাপিয়ে গিয়েছে আদিপুরুষ বিতর্ক। ছবি মুক্তি পেয়েছে ১০ দিন হল। দেখে নিন এই ১০ দিনে কত আয় করল ‘আদিপুরুষ’ ছবিটি। আয় আগের থেকে বাড়ল নাকি এখনও নিম্নমুখী আয়?

Sayanita Chakraborty | Published : Jun 26, 2023 10:51 AM IST / Updated: Jun 27 2023, 07:50 AM IST
110

১৬ জুন মুক্তি পেয়েছে আদিপুরুষ। হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানসের ওপর ভিত্তি করে ছবি তৈরি করছেন ওম রাউত। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু, ছবি মুক্তির পর নানান দৃশ্য থেকে সংলাপ নিয়ে আপত্তি উঠেছে। অধিকাংশই দাবি করেছেন, ছবির কারণে খুন্ন হচ্ছে শ্রী রামের ভাবমূর্তি।

210

মুক্তি আগে পরিচালক দাবি করেছিলেন ছবিতে উঠে এসেছে শ্রী রামের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু, ছবি মুক্তির পর দেখা যায় ঐতিহাসিক কাহিনির সঙ্গে বিস্তর তফাত রয়েছে ওম রাউতের পরিচালিত আদিপুরুষ ছবিতে। সে কারণে শুরু হয় বিতর্ক। ছবির শ্রী রাম, লক্ষ্মণ, সীতা থেকে শুরু করে রাবণ ও হনুমানজী-র চরিত্রায়নের ক্ষেত্রে বিস্তর তফাত দেখা যায়।

310

তেমনই বিতর্ক শুরু হয় ছবির সংলাপ নিয়ে। সে হনুমানজীর মুখে, ‘কাপড় তোর বাবার. তেল তোর বাবার, আগুন তোর বাবার, জ্বলবেও তোর বাবার’- এই সংলাপ শুনে সকলে চমক পেয়েছেন। নানান বিতর্কের পর পরিবর্তন করা হয়েছে ডায়লগ। বাবার শব্দ পরিবর্তন করে লঙ্কা শব্দ ব্যবহার করা হয়েছে।

410

এছাড়া নানান দৃশ্য নিয়ে উঠেছে বিতর্ক। কখনও রামের পায়ে থাকে চামড়ার পাদুকা দিয়ে প্রশ্ন উঠেছে। কখনও রাবণের হেয়ার স্টাইল নিয়ে উঠেছে প্রশ্ন। তেমনই রাবণের সোনার লঙ্কা কালো কেন হল, তা নিয়ে সকলে প্রশ্ন করেছেন। ছবিতে সকল তারকার লুক থেকে শুরু করে সংলাপ সব নিয়েই মুক্তির পর থেকে চলছে বিতর্ক।

510

আর এর প্রভাব পড়েছে ছবির আয়ের ওপর। দশম দিন অর্থাৎ দ্বিতীয় রবিবার ছবির আয় হয়েছে মাত্র ৬ কোটা টাকা। দ্বিতীয় সপ্তাহ শেষে নেট আয় মাত্র ১৪ কোটি টাকা। রবিবার ৬ কোটি আয় করেছে। যার মধ্যে হিন্দিতে আয় হয়েছে ১৬.৪৩ শতাংশ অর্থাৎ ৩.২৫ কোটি আয় করেছে ছবিটি।

610

এদিকে, প্রথম দিনে ছবির আয় ছিল ৮৬.৭৫ কোটি। এরপরই শুরু বিতর্ক। বক্স অফিসে অপেনিং ডে-তে সর্বাধিক আয় করা ছবির তালিকায় চতুর্থ স্থান পেয়েছিল ছবিটি। এই তালিকা শীর্ষ তিন স্থানে আছে বাহুবলি ২, কেজি এফ ও আরআরআর। বাহুবলি ২-দ্য কনক্লুশন ছবির আয় ছিল ২১৪ কোটি। কেজিএফ চ্যাপ্টার ২ ছবির আয় ছিল ১৬৪.৫ কোটি। এবং আরআরআর ছবির আয় ছিল ২২২ কোটি। এরপরই স্থান পায় আদিপুরুষ।

710

দ্বিতীয় দিনে আয় ছিল ৬৫.২৫ কোটি। তৃতীয় দিনে আয় ছিল ৬৯.১০ কোটি। প্রথম তিনদিন সে অর্থে কমেনি ছবির আয়। উল্টে তৃতীয় দিন অর্থাৎ রবিবার আয় সামান্য হলেও বেড়েছিল। তবে, পরিচালকের আশানুরুপ আয় করেনি ছবিটি। কিন্তু, এর পর থেকেই একেবারে নিম্নমুখী হয় ছবির আয়। যা দেখে সকলেই স্তম্ভিত হয়েছে।

810

চতুর্থ দিনে আয় ছিল ১৬ কোটি। পঞ্চম দিনে আয় করেছে মাত্র ১০.৭০ কোটি। ষষ্ঠ দিনে ছবির আয় ছিল ৭.২৫ কোটি। সপ্তম দিয়ে ছবির আয় হয়েছে ৫.৫০ কোটি। এভাবে ক্রমে কমেছে ছবির আয়। তারপর অষ্টম দিনে আয় করেছে মাত্র ২.৫ কোটি। এখনও পর্যন্ত ৩০০ কোটির ঘর থেকে অনেক দূরে অবস্থান করছে ছবিটি।

910

এদিকে শনিবার অর্থাৎ নবম দিনে সামান্য হলেও বেড়েছিল আয়। কিন্তু, দশম দিনে ফের পতন। এদিকে আয় কমার সঙ্গে সস্তা হচ্ছে ছবিটি। ওপেনিং ডে-তে টিকিটের দাম ২০০০ টাকায় পৌঁছেছিল। সেখানে বর্তমানে ১৫০ টাকায় বিকোচ্ছে ছবিটি। এর কারণ ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্ক।

1010

সে যাই হোক, ৫০০ কোটি বাজেটের এই ছবিটি নাকি ওয়ার্ল্ড ওয়াইড ক্ষেত্রে ৪০০ কোটির ওপর ব্যবসা করেছে বলে শোনা গিয়েছে। তবে, শেষ পর্যন্ত আয় আর বাড়ে কি না তাই দেখার।

Share this Photo Gallery
click me!

Latest Videos