আমির থেকে সইফ- রইল বলিউডের ১০ ব্যয় বহুল ডিভোর্সের কথা, দেখে নিন তালিকায় কে কে আছেন

সম্পর্কের ভাঙা বা গড়া নতুন কথা নয়। বলিউডে হামেশাই সম্পর্কের বিয়ে ও ডিভোর্সের খবর মেলে। আজ রইল ১০ বলি তারকার কথা। বলিউডে সব থেকে ব্যয় বহুল ডিভোর্স এগুলো। দেখে নিন তালিকায় কে কে আছেন।

Sayanita Chakraborty | Published : Jun 26, 2023 5:00 AM IST
110

অমৃতা সিং ও সইফ আলি খান

বলিউডের ব্যয় বহুল ডিভোর্সের তালিকায় আছেন অমৃতা সিং ও সইফ আলি খান। ১৯৯১ সালে অমৃতা সিং-র সঙ্গে বিয়ে করেন সইফ আলি খান। ২০০৪ সালে বিচ্ছেদ হয়। ১২ বছরের দাম্পত্য জীবনে অবসান হয়। সারা আলি খান ও আব্রাহিম আলি খান- এই দুই সন্তান আছে সইফ ও অমৃতার।

210

করিশ্মা কাপুর ও সঞ্জয় কাপুর

৯০ দশকের সেরা নায়িকার তালিকায় সব সময় শীর্ষে ছিলেন করিশ্মা কাপুর। ২০০৩ সালে সেপ্টেম্বর মাসে সঞ্জয় কাপুরের সঙ্গে বৈবাহিক সম্পর্কে বাঁধা পড়েন করিশ্মা। ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাঁদের। শোনা যায়, সে সময় ১৪ কোটি খোরপোষ দিয়েছিলেন সঞ্জয়।

310

আমির খান ও রিনা দত্ত

রিনা দত্ত হল আমির খানের প্রথম স্ত্রী। ১৮ এপ্রিল ১৯৮৬ সালে বিয়ে করেন তারা। ২০০২ সালে বিচ্ছেদ হয়। ১৬ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদে হয়। ৫০ কোটি টাকা নিয়েছিলেন রিনা দত্ত খোরপোষ হিসেবে। আমির খান ও রিনা দত্তের ডিভোর্স বলিউডের ব্যয় বহুল ডিভোর্সের তালিকায় আছে।

410

হৃতিক রোশন ও সুজেন খান

বলিউডের ব্যয় বহুল ডিভোর্সের তালিকায় আছেন হৃতিক রোশন ও সুজেন খান। ২০০০ সালে গাঁট ছড়া বেঁধেছিলেন হৃতিক রোশন ও সুজেন খান। কিন্তু, বিয়ের ১৩ বছর পর সম্পর্কে ফাটল ধরে। ৪০০ কোটি টাকা খোরপোষ দিয়েছিলেন হৃতিক রোশন।

510

ফারহা আখতার ও অধুনা ভবানী

বলিউডের ব্যয় বহুল ডিভোর্সের তালিকায় আছেন ফারহা আখতার ও অধুনা ভবানী। প্রায় ৩ বছর ডেটিং করার পর বিয়ের বাঁধনে বাঁধা পড়েন ফারহা আখতার ও অধুনা ভবানী। দাম্পত্য সম্পর্কের ১৬ বছর পর বিচ্ছেদ হয় ফারহা আখতার ও অধুনা ভবানীর।

610

আদিত্য চোপড়া ও পায়েল খান্না

বলিউডের ব্যয় বহুল ডিভোর্সের তালিকায় আছেন আদিত্য চোপড়া ও পায়েল খান্না। ২০০১ সালে দাম্পত্য সম্পর্কে বাঁধা পড়েন আদিত্য চোপড়া ও পায়েল খান্না। ২০০৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এই কারণে ৫০ কোটি টাকা খোরপোষ দিয়েছিলে আদিত্য।

710

প্রভুদেবা ও রামলতা

বলিউডের ব্যয় বহুল ডিভোর্সের তালিকায় আছেন প্রভুদেবা ও রামলতা। ২০১০ সালে প্রভেদেবার দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ হয়। তিনি তাঁর প্রথন স্ত্রী রামলতাকে ২ টি গাড়ি, ২টি বাড়ি, ২টি ফ্ল্যাট এবং ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। যার মোট মূল্য ২০ থেকে ২৫ কোটি টাকা।

810

মালাইকা আরোরা ও আরবাজ খান

বলিউডের ব্যয় বহুল ডিভোর্সের তালিকায় আছেন মালাইকা আরোরা ও আরবাজ খান। ১৯৯৮ সালে গাঁট ছড়া বাঁধেন মালাইকা ও আরবাজ। তাঁদের এটি ছেলেও আছে। ২০১৭ সালে ভাঙন ঘটে সেই সম্পর্কের। বিচ্ছেদের সময় খোরপোষ হিসেবে প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকা দিয়েছিলেন আরবাজ।

910

সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই

ব্যক্তিগত জীবন নিয়ে বারে বারে খবরে এসেছেন সঞ্জয়। ১৯৯৮ সালে ১৪ ফেব্রুয়ারি রিয়া পিল্লাইয়ের সঙ্গে দাম্পত্য সম্পর্কে বাঁধা পড়েন সঞ্জয় দত্ত। সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৫ সালে বিচ্ছেদ হয়। খোরপোষ হিসেবে ৮ কোটি টাকার ফ্ল্যাট ও দামি গাড়ি দিয়েছিলেন সঞ্জয় দত্ত।

1010

সোহেল খান ও সীমা খান

১৯৯৮ সালে সীমা খানের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছিলেন সোহেল। মুম্বইয়ের একজন নাম করে ফ্যাশন ডিজাইনার সীমা। বিয়ের ২৪ বছর পর সম্পর্কে ভাঙন ধরে। ২০২২ সালে বিচ্ছেদ হয় সোহেল ও সীমার। তবে, কত টাকা খোরপোষ নিয়েছিলেন তা জানা যায়নি। কিন্তু, গুজব অনুসারে, এটি বলিউডেরও আর এক ব্যয়বহুল ডিভোর্স ছিল।

Share this Photo Gallery
click me!

Latest Videos