সোহেল খান ও সীমা খান
১৯৯৮ সালে সীমা খানের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছিলেন সোহেল। মুম্বইয়ের একজন নাম করে ফ্যাশন ডিজাইনার সীমা। বিয়ের ২৪ বছর পর সম্পর্কে ভাঙন ধরে। ২০২২ সালে বিচ্ছেদ হয় সোহেল ও সীমার। তবে, কত টাকা খোরপোষ নিয়েছিলেন তা জানা যায়নি। কিন্তু, গুজব অনুসারে, এটি বলিউডেরও আর এক ব্যয়বহুল ডিভোর্স ছিল।