The Archies: শাহরুখ-শ্রীদেবীর মেয়ে বলেই সুযোগ পেয়েছে: ‘দ্য আর্চিস’ নিয়ে সুহানা, খুশি-র হয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন জ়োয়া

Published : Jun 25, 2023, 11:19 AM ISTUpdated : Jun 25, 2023, 11:48 AM IST

শাহরুখের মেয়ে সুহানা খান, শ্রীদেবী-কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দকে ‘দ্য আর্চিস’ সিনেমায় জায়গা দেওয়া নিয়ে প্রবল সমালোচনার ঝড় উঠেছিল। সেই ঝড়েরই এবার জবাব দিলেন পরিচালক জ়োয়া আখতার। 

PREV
17

শীঘ্রই মুক্তি পেতে চলেছে পরিচালক জ়োয়া আখতার নির্মিত ছবি ‘দ্য আর্চিস’। এই সিনেমায় অভিনয় করতে চলেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান, অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ সহ আরও অনেক শিল্পীরা।

27

কিন্তু, এই সুহানা, খুশি অথবা অগস্ত্যকে নিয়ে সমালোচকদের আলোচনার অন্ত নেই। কারণ, এঁরা ৩ জনেই খ্যাতনামা শিল্পীদের পরিবারের সঙ্গে যুক্ত, বিশাল গ্যামার জগতের সঙ্গে ছোটবেলা থেকেই তাঁরা মিশে ছিলেন। তাই, এঁরা যে সিনেমায় জায়গা পাবেন, সেটাকে একেবারেই কৃতিত্বের চোখে দেখছেন না সমালোচকরা। 

37

বরং, তাঁরা বলছেন যে, এত তাবড় শিল্পীদের মেয়ে বা নাতি হওয়ার কারণেই খুব সহজে এঁরা অভিনয় জগতে সুযোগ পেয়ে গিয়েছেন। এই সমালোচকদেরই এবার সপাটে জবাব দিলেন আর এক তারকা সন্তান, তথা সিনেমার পরিচালক জ়োয়া আখতার।

47

ফিল্মি পরিবারের নতুন প্রজন্মদের নিয়ে সদ্য মুক্তি পেয়েছে ‘দ্য আর্চিস’ সিনেমার ট্রেলার। এর পর থেকেই সমালোচনায় বিদ্ধ হয়েছে জ়োয়া আখতারের এই ছবি। নেতিবাচক মন্তব্য যে হবেই, সেটা শ্যুটিং শুরুর আগে থেকেই জানতেন জ়োয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নিজেদের অভিভাবকের পেশা বেছে নিতেই পারেন। এতে কোনও অসুবিধা নেই। নিন্দা তো হতোই। আমি ওদের বলেছিলাম, নিজেদের কাজে ফোকাস করতে। কাজের জেদ থাকলে আর কিছু লাগে না।’

57

এ প্রসঙ্গে জাভেদ আখতারের কন্যা জ়োয়া আরও বলেন যে, ‘আমরা সকলেই বড় হই এবং নিজেরা নিজেদের স্বপ্নের দিকে ছুটি। আপনি যদি এমন বাড়িতে এমন বাবা-মায়ের সঙ্গে বেড়ে ওঠেন, যাঁদের আপনি ভালোবাসেন, তাহলে আপনি সেই কাজটাই বেছে নেবেন, যে কাজটা আপনার বাবা মা করেন।’

67

প্রসঙ্গত উল্লেখ্য, জ়োয়া আখতার নিজেও বলিউডি দুনিয়ার সঙ্গেই বেড়ে উঠেছেন। তাঁর বাবা বিখ্যাত শিল্পী-লেখক জাভেদ আখতার, তাঁর ভাই ফারহান আখতার বিখ্যাত অভিনেতা, পরিচালক, প্রযোজক, গায়ক এবং কম্পোজার। তিনি নিজে পরিচালক করণ জোহর, অভিনেতা রণবীর সিং, বচ্চন পরিবারের সদস্যবর্গ‌, ইত্যাদি বহু খ্যাতনামা মানুষের সাথে জড়িত। তা সত্ত্বেও নিজের কাজে মনোনিবেশ করে থাকাকেই সাফল্যের চাবিকাঠি বলে উল্লেখ করেছেন তিনি। 

77

স্টার জগতের নব প্রজন্মের জন্য তিনি বলেছেন, ‘লোকে কি বলবে, সেটা তুমি আটকাতে পারবে না। তুমি যাকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে হল তুমি নিজে। তুমিই নিজেকে পরিচালনা করতে পারো। তাই জেদি হও। নিজে যেটা করতে চাও, সেটা মন দিয়ে করো। আমি যদি একটা কাজ ভালোভাবে এবং সততার সঙ্গে করি, তাহলে আমার কাজ নিশ্চয়ই তার সঠিক দর্শককে খুঁজে পাবে।’

আরও পড়ুন- 
Train Accident: ফিরে এল ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার স্মৃতি, বাঁকুড়ার ওন্দায় রবিবার ভোরেই মালগাড়ির সংঘর্ষ
Adipurush: সিনেমাটা চলবে না বলেই বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছিল: ‘আদিপুরুষ’ নিয়ে বিস্ফোরক ‘রাম’ অরুণ গোভিল

Weather News: আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস

click me!

Recommended Stories