Satyaprem Ki Katha: দেখে নিন কার্তিক-কিয়ারা ম্যাজিক কতটা সফল হল, প্রথম দিনে আয় করল ছবিটি

দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল ‘সত্যপ্রেম কি কথা’। বৃহস্পতিবার বকরি ইদের দিন মুক্তি পেয়েছে ছবিটি। এই নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করলেন কিয়ারা ও কার্তিক। দেখে নিন ছবিটি কতটা সফল হল।

Sayanita Chakraborty | Published : Jun 30, 2023 3:19 PM
110

বক্স অফিস রিপোর্ট বলছে ‘সত্যপ্রেম কি কথা’ ছবির ব্যবসা তেমন খারাপ হয়নি। এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিটি প্রথন দিনে আয় করেছে প্রায় ৯ কোটির কাছাকাছি। শোনা যাচ্ছে, ৯.২৫ কোটি ছবির আয়ের অঙ্ক। আবার অনেকের দাবি আয় হ

210

এদিকে, শোনা গিয়েছে ‘বুধবার রাত ১০টা পর্যন্ত সত্যপ্রেম কি কথা’ ছবির ৫১,৫০০টি টিকিট বিক্রি হয়েছে। যা বেশ নজর কেড়েছে সমালোচকদের। প্রতিবেদনে বলা হয়েছে, ইদের ছুটি না থাকে ছবির আয় আরও হত।

310

তরণ আদর্শ টুইট করে ছবির আয়ের কথা জানান। তিনি লিখেছেন, সত্যপ্রেম কি কথা’ ছবিটি প্রথম দিনে ভালো স্কোর করেছে। তিনি জানান, বৃহস্পতিবার সকালের তুলনায় সন্ধ্যার শোগুলো-তে ভালো আয় হয়েছিল। বৃহস্পতিবার আয় হয়েছে ৯.২৫ কোটি টাকা। বিশেষজ্ঞের অনুমান, শুক্রবার সামান্য হলেও ছবির আয় করতে পারে। তেমনই শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে বাড়বে আয়। এখন দেখার এই অনুমান কতটা সঠিক হয়।

410

এদিকে এই নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধলেন কার্তিক ও কিয়ারা। ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটি। রুহি বাবার চরিত্রে অভিনয় করেছিলেন কার্তিক। সেই ছবিতে কার্তিকের প্রেমিকের চরিত্রে দেখা গিয়েছিল কিয়ারা আডবানিকে। দর্শকের থেকে বেশ ভালোবাসা পেয়েছিল এই জুটি। ছবিটি রেকর্ড গড়তে না পারলেও ভালোই ব্যবসা করেছিল।

510

কমেডি হরর ঘরানার ছবি ছিল ‘ভুল ভুলাইয়া ২’। এই ছবিতে দেখা যায়, প্রথম দেখায় কিয়ারাকে পছন্দ করে ফেলেন কার্তিক। তারপর নানান কারণে কিয়ারার গ্রামের বাড়ি পর্যন্ত আসে সে। সেখানে এসে প্রথমে মজা করার জন্য তিনি সকলকে বলতে থাকেন, তিনি আত্মার সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু, এই মশকরার কারণেই বিপদে পড়েন কার্তিক।

610

কিয়ারার পরিবারের এক গোপন সত্য সামনে আনেন কার্তিক ওরফে রুহি বাবা। ছবিতে কার্তিক ও কিয়ারার প্রেমের সম্পর্ক দেখালেও সেভাবে তাদের রসায়ন দেখার ঝলক মেলেনি। তবে, এবার ‘ভুল ভুলাইয়া ২’ ছবির পর ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে জুটি বেঁধেছেন কার্তিক ও কিয়ারা।

710

‘সত্য প্রেম কি কথা’ ছবিতে দেখা যায়, কার্তিক আইন নিয়ে পড়াশোনা করে। সে পরীক্ষায় ফেল করেছে। তার জীবনের সবেতেই ব্যর্থ। সারাক্ষণ মা ও বোনের থেকে কটু কথা শোনে। হঠাৎ তার জীবনে আসে কিয়ারা। সে বড়লোক বাবার মেয়ে। সুন্দরী, শিক্ষিত মেয়েটির প্রেমে পড়ে সত্য ওরফে কিয়ারা।

810

কিন্তু, সে সিদ্ধান্ত নেয় কিয়ারাকে দূর থেকেই ভালোবাসবে। কারণ দুজনের মধ্যে আছে বিস্তর ফারাক। কিন্তু, হঠাৎ ভালোবাসা প্রকাশ করার সুযোগ পায় সে। ব্যাস গল্পে এল নতুন মোড়া। শুরু হল কিয়ারা ও কার্তিকের প্রেম কাহিনি। তবে, গল্পের কেন্দ্রে শুধু প্রেম নয়। বরং এক বিশেষ বার্তা দিয়েছেন পরিচালক।

910

বাস্তব সমাজচিত্র ছবির দ্বারা ফুটিয়ে তুলেছেন তিনি। কিয়ারা ও কার্তিকের প্রেম পরিণতি পেতে কোন কোন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তা ফুটিয়ে তুলেছেন। সমাজের এক বাস্তব চিত্র সুন্দর ভাবে ফুটে উঠেছে ছবিতে।

1010

ছবি পরিচালনা করেছেন সমীর বিধ্বংস। ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি, সুপ্রিয়া পাঠক, গজরাজ রাও, শিখা তালসানিয়া, ঋতু শিবপুরী, কৌশিক মাহাতো, সিদ্ধার্থ রানদেরিয়া।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos