Adipurush: আয় ঠেকেছে ১ কোটিরও নীচে, সঙ্গে কুম্ভকর্ণের বিস্ফোরক মন্তব্যে আরও জোড়ালো হল বিতর্ক

ফের খবরে আদিপুরুষ। তবে, চিরাচরিত ভাবে বিতর্কের কারণেই খবরে এল ছবিটি। একদিকে আয় দাঁড়িয়েছে তলানিতে অন্যদিকে শুরু হয়েছে অন্তঃদ্বন্দ্ব। মাত্র ২ সপ্তাহে আয় দাঁড়িয়েছে ১ কোটিরও নীচে। সঙ্গে শুরু হয়েছে অন্তঃদ্বন্দ্ব । জেনে নিন ফের কোন বিতর্ক শুরু হল।

Sayanita Chakraborty | Published : Jun 30, 2023 9:18 AM / Updated: Jun 30 2023, 10:28 AM IST
110
আদিপুরুষ

১৬ জুন মুক্তি পায় ‘আদিপুরুষ’। হিন্দু ধর্মীয় পাঠ্যের ওপর ভিত্তি করে ছবি তৈরি করছেন ওম রাউত। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু, ছবি মুক্তির পর নানান দৃশ্য থেকে সংলাপ নিয়ে আপত্তি উঠেছে। অধিকাংশই দাবি করেছেন, ছবির কারণে খুন্ন হচ্ছে ভগবান রাম, সীতা, লক্ষণ ও হনুমানজীর ভাবমূর্তি।

210
আদিপুরুষ

মুক্তি আগে পরিচালক দাবি করেছিলেন ছবিতে উঠে এসেছে শ্রী রামের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু, ছবি মুক্তির পর দেখা যায় ঐতিহাসিক কাহিনির সঙ্গে বিস্তর তফাত রয়েছে ওম রাউতের পরিচালিত আদিপুরুষ ছবিতে। ছবিতে এমন কিছু দেখানো হয় যার সঙ্গে পৌরানিক কাহিনির কোনও মিলই নেই। সে কারণে শুরু হয় বিতর্ক। ছবির শ্রী রাম, লক্ষ্মণ, সীতা থেকে শুরু করে রাবণ ও হনুমানজী-র চরিত্রায়নের ক্ষেত্রে বিস্তর গাফিলতি দেখা যায়।

310
আদিপুরুষ

এর প্রভাব পড়েছে ছবির আয়ে। যে ছবি প্রথম দিনে ছবির আয় ছিল ৮৬.৭৫ কোটি। তার ১৪ নম্বর দিনে আয় ১ কোটিরও নীচে দাঁড়িয়েছে। এদিকে দ্বিতীয় দিনে আয় করেছিল ৬৫.২৫ কোটি। তৃতীয় দিনে আয় করেছিল ৬৯.১০ কোটি। প্রথম তিনদিন সে অর্থে কমেনি ছবির আয়। উল্টে তৃতীয় দিন অর্থাৎ রবিবার আয় সামান্য হলেও বেড়েছিল।

410
আদিপুরুষ

চতুর্থ দিনে আয় ছিল ১৬ কোটি। পঞ্চম দিনে আয় করেছে মাত্র ১০.৭০ কোটি। ষষ্ঠ দিনে ছবির আয় ছিল ৭.২৫ কোটি। সপ্তম দিয়ে ছবির আয় হয়েছে ৫.৫০ কোটি। এভাবে ক্রমে কমেছে ছবির আয়। তারপর ১৪ তম দিনে ছবির আয় হয়েছে এক কোটিরও নীচে। ১৩তম দিনে আয় ছিল ১.৫ কোটি। আর ১৪ তম দিনে আয় ১ কোটিও ছুঁতে পারল না। এদিকে ভারতে আপাতত নেট আয় ৯০ লক্ষ টাকা।

510
আদিপুরুষ

এদিকে এই ছবিটিই বক্স অফিসে অপেনিং ডে-তে সর্বাধিক আয় করা ছবির তালিকায় চতুর্থ স্থান পেয়েছিল এক সময়। এই তালিকার শীর্ষ তিন স্থানে আছে বাহুবলি ২, কেজি এফ ও আরআরআর। বাহুবলি ২-দ্য কনক্লুশন ছবির আয় ছিল ২১৪ কোটি। কেজিএফ চ্যাপ্টার ২ ছবির আয় ছিল ১৬৪.৫ কোটি। এবং RRR ছবির আয় ছিল ২২২ কোটি। এরপরই স্থান পায় আদিপুরুষ।

610
আদিপুরুষ

এরই সঙ্গে শুরু হয়েছে অন্তঃদ্বন্দ্ব। ছবির একাধিক সংলাপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিস্তর। কুম্ভকর্ণ দাবি করেছেন, ছবির সংলাপ ছিল বিতর্কের। তিনি বলেন, ছবির সংলাপ নিয়ে বাকি সকবের মতো হিন্দু হিসেবে আমিও ক্ষুব্ধ।

710
আদিপুরুষ

তিনি বলেন, পরিচালক আপনাকে যা নির্দেশ দেবে অভিনেতা হিসেবে সেটা আপনি করবেন, আপনি চুক্তিবদ্ধ। ছবি ভাগে ভাগে শ্যুট করা হয়। তখন অভিনেতারা জানতে পারে না স্ক্রিনে কী দেখানো হবে, এক স্ক্রিনপ্লে কেমন হবে। আমার ক্ষেত্রেও তাই ঘটেছে। - এভাবে নিজের রাগ উগড়ে দিলেন আদিপুরুষ ছবির কুম্ভকর্ণ লাভি পাজনি।

810
আদিপুরুষ

এদিকে সংলাপ ও ছবির দৃশ্য নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। ছবির প্রদর্শন বন্ধের দাবিতে আদালতে মামলাও হয়েছে। সদ্য প্রকাশ্য এসেছে এলাহাবাদ হাইকোর্টের মামলার রায়। হাইকোর্টে ছবির ক্রিনিং বন্ধের দাবিতে একটি পিটিশন দাখিল করা হয়েছে। যার জন্য মনোজ মুনতাসির থেকে জবাবদিহি চাওয়া হয়। তিনি ছবির সংলাপ রচয়িতা।

910
আদিপুরুষ

আদালতের প্রথম শুনানির সময় বিচারপতি রাজেশ সিং চৌহন ও শ্রী প্রকাশ সিং-র বেঞ্চ চলচ্চিত্র নির্মাতাদের ধর্মীয় গ্রন্থের ওপর সিনেমা না বানানোর পরামর্শ দেন। সঙ্গে আদিপুরুষ নিয়ে তুলোধনা করেন পরিচালক ও প্রযোজকদের। বিচারপতি বলেছিলেন, নির্মাতারা খালি টাকা রোজগার করার জন্য ছবি তৈরি করেন। তিনি বলেন, কোরান নিয়ে তথ্য বানালে বুঝবেন কী ঘটে। 

1010
আদিপুরুষ

এরই সঙ্গে বিচারপতি রাজেশ সিং চৌহাল ও শ্রী প্রকাশ সিং-র বেঞ্চ নির্মাতাদের বলেন, কোরান, বাইবেলের মতো বিষয় নিয়ে ছবি না বানাতে। তাঁদের দাবি, কোনও ধর্মকেই স্পর্শ করা উচিত নয়। কোনও ধর্মকেই ভুলভাবে তুলে ধরবেন না। আদালতের কোনও ধর্ম নেই। এভাবে ছবির প্রসঙ্গে জানান বিচারপতি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos