শুক্রবার মুক্তি পায় ছবিটি। ছবির মোট আয় ছিল ৬৩.৮ কোটি। শনিবার তা বেড়ে হয় ৬৬.২৭ কোটি। রবিবার ছবির সর্বোচ্চ আয় করে। সেদিন আয় ছিল ৭১.৪৬ কোটি। সোমবার আয় করে ৪৩.৯৬ কোটি। মঙ্গলবার আয় ছিল ৪৮.২৫ কোটি। সব মিলিয়ে পাঁচ দিনে ছবির আয় ২৮৩.৭৪ কোটি।
মুক্তির পর থেকে খবরে অ্যানিম্যাল। এই ছবি যে এত চমক দেবে তা হয়তো কেউ ভাবতে পারেননি। রণবীর কাপুর এর আগেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে, এবার এই ছবিতে এমন মারকাটারি চরিত্রে যেভাবে নজর কেড়েছেন তা সত্যিই প্রশংসাযোগ্য। আর রণবীরের অভিনয় যে দর্শক মনে স্থান পেয়েছে তার প্রমাণ মিলেছে ছবির আয়ে।
সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত রণবীর অভিনীত অ্যানিমেল প্রথম দিন থেকেই রেকর্ড করা আয় করে চলেছে। এবার ৫ দিনে ভারতে প্রায় ৩০০ কোটির কাছাকাছি পৌঁছাল ছবির আয়। ছবির প্রি বুকিং শুরু হয়েছিল মুক্তির তিন দিন আছে। শুক্রবার মুক্তি পায় ছবিটি। ছবির মোট আয় ছিল ৬৩.৮ কোটি। শনিবার তা বেড়ে হয় ৬৬.২৭ কোটি। রবিবার ছবির সর্বোচ্চ আয় করে। সেদিন আয় ছিল ৭১.৪৬ কোটি। সোমবার আয় করে ৪৩.৯৬ কোটি। মঙ্গলবার আয় ছিল ৪৮.২৫ কোটি। সব মিলিয়ে পাঁচ দিনে ছবির আয় ২৮৩.৭৪ কোটি। অ্যানিম্যাল মুক্তি পায় ৫টি ভাষায়। হিন্দি ছাড়া তেলুগু, তামিল, কর্ণাটক, মালায়লাম ভাষায় মুক্তি পায় ছবিটি। ৩০ দিনে ছবির আয় হল প্রায় ৩০০ কোটির কাছাকাছি। যা টেক্কা দিল পাঠান ও গদর ২ ছবির আয়কে।
বাবা ও ছেলের এক ভিন্ন কাহিনি নিয়ে মুক্তি পায় ছবিটি। ছবিতে অ্যাংরি ইয়ং ম্যানের চরিত্রে দেখা দিয়েছেন রণবীর কাপুর। ছবিতে নজর কেড়েছেন রশ্মিকা মান্দানা, অনিল কাপুর ও সানি দেওল। বাবার প্রতি জন্মানো ক্ষোভ যে বাচ্চার কত ক্ষতি করতে পারে তা উঠে এসেছে ছবিতে। উপস্থাপনা থেকে তারকারে অভিনয় নজর কেড়েছে দর্শকদের। সে কারণে ৫ দিনে আয় প্রায় ৩০০ কোটি আয় করল ছবিটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
হৃতিক-দীপিকার পর বায়ুসেনার সাজে অনীল কাপুর, প্রকাশ্যে এল ‘ফাইটার’ ছবিতে অভিনেতার লুক
নতুন গানে ফের অনুরাগীদের কাঁদালেন অনুপম রায়, ভাইরাল হল ‘ফিরে এসো তাসের ঘর হয়ে...’