Priyanka Chopra: বিয়ের আগে এই পাঁচ তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা, দেখে নিন তালিকা

বলিউডে পা রাখার পর থেকে প্রিয়াঙ্কা চোপড়া সব সময়ই ছিলেন খবরে। ছবির কাজ থেকে ব্যক্তিগত জীবন সব নিয়ে বারে বারে খবরে আসতে দেখা গিয়েছে তাঁকে। তিনি কার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন এই নিয়ে সর্বদা দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।

 

Sayanita Chakraborty | Published : May 12, 2023 9:04 AM
110

বিয়ের আগে এক নয় একাধিক তারকার সঙ্গে নাম জড়ায় প্রিয়াঙ্কার। এই সকল তারকাদের সঙ্গে ডেটিং করতেন তিনি। তবে, নানান কারণে সম্পর্ক পরিণতি পায়নি। এই তালিকায় যেমন আছেন শাহরুখ খান, তেমনই আছেন শাহিদ কাপুর। আজ রইল প্রিয়াঙ্কা চোপড়ার সেই সকল সম্পর্কের কথা।

210

শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের কথা অনেকেই জানা। অনেকেই শুনেছি, সেই প্রেমের কারণে বলিউড ছাড়তে হয়েছিল তাঁকে। তেমনই হারমান বাওয়েজা-র সঙ্গে প্রিয়াঙ্কার প্রেম এক সময় নজর কেড়েছিল সকলের। কিন্তু, তা সত্ত্বেও তা পরিণতি পায়নি। কিন্তু, নায়িকার প্রেমিকের তালিকায় এমন অনেক স্টার আছেন যাদের নাম সকলের অজানা। আজ রইল সেই তালিকা।

310

অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা। মডেলিং করার সময় তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁদের প্রেম ছিল বেশ গভীর। কিন্তু, বলিউডে পা রাখার পর সেই প্রেম ভেঙে যায়। এর পর নিজেকে সামলে এগিয়ে চলেন নায়িকা।

410

হারমান বাওয়েজার সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের কথা সকলেই শুনেছিলেন। লাভ স্টোরি ২০৫০ ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তখন থেকেই শুরু সম্পর্ক। এই সম্পর্ক বেশ কিছুদিন থাকলেও শেষে নানান কারণে ব্রেকআপ হয়।

510

শাহিদ কাপুরের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় দীর্ঘ জল্পনা শোনা যায়। কিন্তু, জনসমক্ষে কেউই সম্পর্কের কথা স্বীকার করেনিন। সময়ের সঙ্গে পরিবর্তন হয় শাহিদ ও প্রিয়াঙ্কার জীবনে। দুজনেই নিজের কাজে ব্যস্ত হয়ে যান।

610

অক্ষয় কুমারের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক ছিল দীর্ঘদিনের। দুজনের অনস্ক্রিন রোম্যান্স করতে দেখেছেন সকলে। এক সময় হিট জুটি ছিলেন তাঁরা। সে সময় প্রিয়াঙ্কাকে মন দিয়ে ফেলেন অক্ষয়। এই নিয়ে অক্ষয়ের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়। পরে দুজনেই সম্পর্ক থেকে বেরিয়ে যান।

710

শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের কথা কারও অজানা নয়। প্রিয়াঙ্কা ও শাহরুখের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল দীর্ঘদিন। এই সম্পর্ক ভাঙে গৌরি খানের হস্তক্ষেপে। এরপর বলিউডে কাজ করা প্রিয়াঙ্কার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল বলে শোনা যায়।

810

এমনই একাধিক স্টারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। শেষে ২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। হলিউডে পা রাখার পর নিকের সঙ্গে সম্পর্কে জড়ান। শেষ নিজের থেকে ১০ বছরের ছোট নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা।

910

বর্তমানে হলিউডে জমিয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা। সেখানেই পেতেছেন নতুন সংসার। সোরাগেসির মাধ্যমে মাও হয়েছেন তিনি। কদিন আগে নিকা মুকেশ আম্বানী সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। নিক ও মালতী এসেছিল তাঁর সঙ্গে। ভারতে আসার পর পপারাৎজি-দের ক্যামেরার সামনে মেয়েকে নিয়ে পোজ দিয়ে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে।

1010

তারপর মেয়েকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন তিনি। প্রায়শই মেয়ের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। মেয়ে মালতি মেরি-র প্রথম ইস্টারের ছবি থেকে শুরু করে তাঁর সঙ্গে খেলার ছবিও পোস্ট করেন প্রিয়াঙ্কা। তেমনই সদ্য ভাইরাল হয়েছে তার ছবি। যেখানে দেখা যাচ্ছে, মন দিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত মালতি মেরি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos