শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের কথা অনেকেই জানা। অনেকেই শুনেছি, সেই প্রেমের কারণে বলিউড ছাড়তে হয়েছিল তাঁকে। তেমনই হারমান বাওয়েজা-র সঙ্গে প্রিয়াঙ্কার প্রেম এক সময় নজর কেড়েছিল সকলের। কিন্তু, তা সত্ত্বেও তা পরিণতি পায়নি। কিন্তু, নায়িকার প্রেমিকের তালিকায় এমন অনেক স্টার আছেন যাদের নাম সকলের অজানা। আজ রইল সেই তালিকা।