এক নয় একাধিক বিতর্কে জড়িয়েছিলেন বাদশা, তাঁর জন্মদিনে রইল এমনই কয়টি বিতর্কীত কাহিনি
সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শুভেচ্ছায়। তাঁর বাড়ির সামনে ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গিয়েছে। ফুল, কার্ড, কেক নিয়ে হাজির হয়েছেন দর্শকের। এক ঝলক তাঁকে দেখতে দূর দূর থেকে আসছেন ভক্তরা। হবে নাই বা কেন, আজকের দিনটি সকলের কাছে খুবই স্পেশ্যাল।
Sayanita Chakraborty | Published : Nov 2, 2022 9:40 AM / Updated: Nov 04 2022, 06:56 PM IST
২ নভেম্বর বলিপাড়া থাকে উৎসবের মেজাজে। আজ বাদশার জন্মদিন। প্রতি বছরের মতো এবছরও তিনি বাড়ির ভক্তদের ধন্যবাদ জানাতে তাঁর বাড়ি ছাদে উপস্থিত হবেন। সর্বত্র পালিত হবে তাঁর জন্মদিনের অনুষ্ঠান। জোড় কদমে চলছে এরই প্রস্তুতি। প্রতি বছরই এই দিনটি বিশেষ ভাবে পালন করেন কিং খান। আশা করা যায় এবার তার অন্যথা হবে না।
সকাল থেকে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সকলেই শুভেচ্ছা জানাচ্ছে বাদশাকে। তাঁর দীর্ঘ আয়ু কামনা করছেন সকলে। বিভিন্ন স্থানে শাহরুখ ভক্তরা পালন করবে তাঁর জন্মদিন। রাত ১২টা থেকে শুরু হয়েছে তারই প্রস্তুতি। মন্নতের সামনে রাত থেকে শুরু হয়েছে জমায়েত। তাঁকে এক ঝলক দেখার জন্য উপস্থিত হয়েছেন শয় শয় মানুষ।
দিল্লির এক নিম্নবিত্ত পরিবারের জন্ম হওয়া এই ছেলেটি এক সময় সাফল্যের চূড়ায় পৌঁছানোর স্বপ্ন দেখত। কঠিন লড়াইয়ের পর বাস্তবায়িত হয় সেই স্বপ্ন। আজ সে কোটি কোটি মানুষের পুরুষ। আজ তাঁকে এক ঝলক দেখতে দূর দূরান্ত থেকে জমায়েত হন ভক্তরা। বহু বছর ধরে প্রতি নিয়ত তিনি হাসি জুগিয়ে চলেছেন সাধারণের মুখে।
এবছর ৫৭-তে পা দিলেন বাদশা। আজ মায়ানগরীতে যেন উৎসব। প্রতি বছর জন্মদিনের দিন তিনি ভক্তদের কিছু না কিছু উপহার দিয়ে থাকেন। এবছরও হবে না তার অন্যথা। এবছর ২ নভেম্বর মুক্তি পেতে চলেছে পাঠান ছবির টিজার। এই ছবি দীর্ঘদিন রয়েছে আলোচনার শীর্ষে।
এবছর তাঁর জন্মদিনে রইল কয়টি বিতর্কের কথা। জীবনে এক নয় একাধিক বার বিতর্কে জড়িয়েছেন বাদশা। আজ রইল এমনই কয়টি বিতর্কের কথা। দেখে নিন জীবনে কোন পাঁচটি বিতর্কের জন্য তিনি সমস্যায় পড়েছেন। তাঁর কোন আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন বহু মানুষ। কিংবা কোন ঘটনা খুন্ন করেছে তার ইমেজ।
চাকদে ইন্ডিয়া মুক্তির সময় শাহরুখ খানের এক বিবৃতি তৈরি করেছিল বিতর্ক। সে সময় তার আচরণ ক্ষুব্ধ হয়েছিলেন বহু মানুষ। এই ছবি মুক্তির সময় তিনি বিতর্কীত মন্তব্য করেছিল।
২০০৮ সালে বলিস্টার ক্যাটরিনা কইফের জন্মদিনে সলমন ও শাহরুখের ঝগড়া তৈরি করেছিল বিতর্ক। ক্যাটরিনা কইফের জন্মদিনের দিন সলমন খানের সঙ্গে বচসায় জড়ান শাহরুখ। তারপর তারা বহুদিন এক সঙ্গে কাজ করেননি। শেষ ২০১৭ সালে টিউবলাউট ছবিতে আবার সম্পর্কের উন্নতি হয় তাদের।
আরিয়ান খান বিতর্ক শাহরুখের জীবনের আরও একটি বড় বিতর্ক। মাদক মামলায় গ্রেফতার হয় শাহরুখের ছেলে আরিয়ান। সেই সময় দীর্ঘদিন আইনি লড়াই লড়তে হয় বাদশাকে। এই ঘটনায় শাহরুখ ও তাঁর পরিবারের মান সম্মান কিছুটা ক্ষুন্ন হয়েছিল।
ওয়াংখেড়ে স্টেডিয়াম বিতর্ক বাদশার জীবনে আরও এক বড় বিতর্ক। ১৬ মে, ২০১২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শাহরুখের টিম কলকাতা নাইট রাইডার্সের জয়ের পর বিতর্ক তৈরি হয়। সেখানে তাঁর মেয়ে সুহানা খান ও তার বন্ধুদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে নিরাপত্তরক্ষীদের সঙ্গে অশ্লীন আচরণ করেন শাহরুখ। এই নিয়ে তৈরি হয় বিতর্ক। এই জন্য প্রায় পাঁচ বছর স্টেডিয়ামে তাঁর প্রবেশ নিষেধ ছিল।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বিতর্কে জড়ান শাহরুখ। ২০০৬ সালে ডন মুক্তির পর গুজব রটেছিল শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন চলে এই বিতর্ক। শেষ বার ২০১১ সালে ডন ২ ছবিতে প্রিয়াঙ্কা ও শাহরুখের জুটি দেখা গিয়েছিল। আর দেখা যায়নি তাদের। সে কারণে অনেকেই মনে করে বাস্তবে সম্পর্কে জড়িয়েছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা।