Gadar 2: তৃতীয় রবিবার কি বাড়ল ছবির আয়? দেখে নিন মোট কত আয় করল ‘গদর ২’

Published : Aug 28, 2023, 08:24 AM IST
Gadar 2 3rd highest Grossing Film In Hindi

সংক্ষিপ্ত

‘ড্রিম গার্ল ২’ ছবির মুক্তির পর যেভাবে কমেছে ছবির আয়, তাতে অনেকেরই ধারণা তীরে এসে ডুবতে পারে তরী।

‘ড্রিম গার্ল ২’ ছবির মুক্তির পর থেকে নিন্মমুখী ‘গদর ২’ ছবির আয়। এক ধাক্কায় অনেক খানি কমে গিয়েছিল ছবির আয়। শেষ শুক্রবার থেকে চিন্তায় পড়েছেন ‘গদর ২’ ছবির নির্মাতারা। এতদিন যেভাবে আয় বৃদ্ধি পেয়েছে তাতে ইতিমধ্যে ৫০০ কোটির ঘরে প্রবেশ করার কথা ছিল ছবিটির। কিন্তু, বাস্তবে হল তার উল্টো।

বহুদিন আগে ৪০০ কোটির ঘরে পা রেখেছে ‘গদর ২’ ছবির। স্থান পেয়েছে চলতি বছরের দ্বিতীয় সর্বাধিক আয়কৃত ছবির স্থানে। এই তালিকায় শীর্ষে আছে শাহরুখ খানে পাঠান। কিন্তু, ‘ড্রিম গার্ল ২’ ছবির মুক্তির পর যেভাবে কমেছে ছবির আয়, তাতে অনেকেরই ধারণা তীরে এসে ডুবতে পারে তরী।

বলিউড রেকর্ড অনুসারে, ছবিটি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। তারপর ১৩ অগস্ট আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। ১৪ অগস্ট আয় হল ৩০ কোটি। ১৫ অগস্ট মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে। ১৬ অগস্ট বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। ১৭ অগস্ট ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ ১৮ অগস্ট আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। তেমনই দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। দ্বিতীয় রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি। তৃতীয় সোমবার আয় হয় ১৪ কোটি। তৃতীয় মঙ্গলবার আয় করেছে ১১.৫০ কোটি। তৃতীয় বুধবার শেষে মোট আয় ৪২০ কোটি। তৃতীয় শুক্রবার শেষে আয় হয়েছিল ৪২৫ কোটি। তৃতীয় সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ১৬ তম দিনে ছবির আয় হয়েছিল ১৩.৭৫ কোটি। তেমনই রবিবার আয় হয়েছে ১৭ কোটি। সব মিলিয়ে ছবির সর্বমোট আয় ৪৫৬.৯৫ কোটি।

২০০১ সালে মুক্তি পাওয়া সুপার হিট ছবির সিক্যুয়েল গদর ২। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। সেই সাফল্যের রেশ ধরে মুক্তি পেল গদর ২। অনিল শর্মা পরিচালনা ছবির পর্দায় এলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। ছবিতে তাঁদের ছেলের চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। এই ছবি ট্রেলার লঞ্চ থেকে রয়েছে খবরে। দর্শকদের বিস্তর আশা নিয়ে মুক্তি পায় ছবিটি। সব শেষে সেই আশা পূরণে যে সক্ষম হয়েছে তা বলছে ছবির আয়ের হিসেব।

 

আরও পড়ুন

Kapil Sharma: সুস্থ থাকার পাঠ দিলেন কপিল শর্মা, দিলেন মর্নিং ওয়ার্ক করার পরামর্শ

রণবীর সিং-র প্রশংসায় পঞ্চমুখ অর্জুন রামপাল, দেখে নিন ডন ৩ নিয়ে কী বললেন নায়ক

বৃষ্টির মধ্যেই লাঞ্চ ডেটে অর্জুন-মালাইকা, বিচ্ছেদের গুজবে জল ঢাললেন যুগল

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত