রণবীর সিং-র প্রশংসায় পঞ্চমুখ অর্জুন রামপাল, দেখে নিন ডন ৩ নিয়ে কী বললেন নায়ক

Published : Aug 28, 2023, 07:02 AM IST
Arjun Rampal

সংক্ষিপ্ত

ডন ৩ ছবিতে রণবীর সিং-র অভিনয় করার কথা সকলরেই জানা। এই নিয়ে জলঘোলাও চলছে বিস্তর। এবার রণবীর সিং-র অভিনয় নিয়ে মুখ খুললেন অর্জুন।

সদ্য এক সাক্ষাৎকারে ডন ৩ নিয়ে মুখ খোলেন অর্জুন রামপাল। ২০০৬ সালে মুক্তি পাওয়া ডন ছবি-র গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যশজিতের চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সেই ডন ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি আসছে শীঘ্রই। সেই ছবি নিয়ে মুখ খুললেন অর্জুন। ডন ৩ ছবিতে রণবীর সিং-র অভিনয় করার কথা সকলরেই জানা। এই নিয়ে জলঘোলাও চলছে বিস্তর। এবার রণবীর সিং-র অভিনয় নিয়ে মুখ খুললেন অর্জুন।

এক সাক্ষাৎকারে রণবীর সিং বলেন, আমার মতে এটা ভালো। তিনি ডন ৩ ছবিটিকে জেমস বন্ডের ছবির সঙ্গে তুলনা করেন। সঙ্গে বলেন রণবীর সিং চমৎকার অভিনেতা। তিনি মনে করেন সে সেরা শর্ট দেবে। তাই শুভ কামনা রইল তাঁর জন্য।

মিডিয়া রিপোর্ট অনুসারে, নির্মাতারা ‘ডন ৩’-র জন্য রণবীর সিং-কে সিলেক্ট করেছেন। দীর্ঘ অপেক্ষার প্রযোজক রিতেশ সিধওয়ানি নিশ্চিত করেছেন ছবির কথা। এবার সেই ছবিতে কাজ করবেন রণবীর সিং। এদিকে কদিন আগেই জানা গিয়েছে শাহরুখ ‘ডন ৩’-র মত ছবি করতে চাইছেন না। এমন ছবি তাঁর ব্যক্তত্বের সঙ্গে খাপ খাচ্ছে না। সে কারণে এই ধরনের ছবি থেকে দূরে থাকতে চাইছেন নায়ক। এদিকে ডন ৩ ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে ফের দেখা যাবে শাহরুখকে- এমন আশা ছিল সকলের মনে। কিন্তু, ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই আশা ত্যাগ করতে হল। তেমনই শাহরুখ ভক্তের মতে, শাহরুখ ছাড়া ‘ডন’ ছবি তৈরি হওয়া কঠিন। কারণ, তিনিই একমাত্রা ডন হিসেবে পারফেক্ট। শাহরুখ ভক্তদের মতে, ডনের চরিত্রে অন্য কেউ বেমানান।

সে যাই হোক, শেষ পাওয়া তথ্য অনুসারে, এবার শহরুখের বদলে আসছেন রণবীর সিং-কে। এর আগে একাধিক ধরনের চরিত্রে দেখা গিয়েছে রণবীর সিং। এবার রণবীরকে দেখা যাবে ডনের চরিত্রে। ২০০৬ সালে মুক্তি পায়ে ডন। এই ছবিতে দেখা গিয়েছিল শাহরুখকে। ছবিতে জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ফারহান আখতারের পরিচালনায় ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছিল। এর পর ২০১১ সালে মুক্তি পায় ‘ডন ২’। এর ছবির প্রধান চরিত্রে দেখা যায় শাহরুখ খান। এই সিক্যোয়েল ছবিতেও জুটি বেঁধেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা। এবার তৈরি হবে ‘ডন ৩’। এই ছবিতে অভিনয় করবেন রণবীর সিং। সদ্য এই ছবি নিয়ে মুখ খুললেন অর্জুন রামপাল। এভাবে খবরে এলেন রণবীর সিং। 

 

আরও পড়ুন

বৃষ্টির মধ্যেই লাঞ্চ ডেটে অর্জুন-মালাইকা, বিচ্ছেদের গুজবে জল ঢাললেন যুগল

শিলচরে শ্রাবন্তী, অসমিয়া গামছা আর জাপিতে উষ্ণ অভ্যর্থনা অভিনেত্রীকে

অর্জুনের হাত ধরে বৃষ্টির মধ্যেই লাঞ্চ ডেটে মালাইকা, বিচ্ছেদের গুজবে জল ঢাললেন যুগল

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?