রণবীর সিং-র প্রশংসায় পঞ্চমুখ অর্জুন রামপাল, দেখে নিন ডন ৩ নিয়ে কী বললেন নায়ক

ডন ৩ ছবিতে রণবীর সিং-র অভিনয় করার কথা সকলরেই জানা। এই নিয়ে জলঘোলাও চলছে বিস্তর। এবার রণবীর সিং-র অভিনয় নিয়ে মুখ খুললেন অর্জুন।

সদ্য এক সাক্ষাৎকারে ডন ৩ নিয়ে মুখ খোলেন অর্জুন রামপাল। ২০০৬ সালে মুক্তি পাওয়া ডন ছবি-র গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যশজিতের চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সেই ডন ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি আসছে শীঘ্রই। সেই ছবি নিয়ে মুখ খুললেন অর্জুন। ডন ৩ ছবিতে রণবীর সিং-র অভিনয় করার কথা সকলরেই জানা। এই নিয়ে জলঘোলাও চলছে বিস্তর। এবার রণবীর সিং-র অভিনয় নিয়ে মুখ খুললেন অর্জুন।

এক সাক্ষাৎকারে রণবীর সিং বলেন, আমার মতে এটা ভালো। তিনি ডন ৩ ছবিটিকে জেমস বন্ডের ছবির সঙ্গে তুলনা করেন। সঙ্গে বলেন রণবীর সিং চমৎকার অভিনেতা। তিনি মনে করেন সে সেরা শর্ট দেবে। তাই শুভ কামনা রইল তাঁর জন্য।

Latest Videos

মিডিয়া রিপোর্ট অনুসারে, নির্মাতারা ‘ডন ৩’-র জন্য রণবীর সিং-কে সিলেক্ট করেছেন। দীর্ঘ অপেক্ষার প্রযোজক রিতেশ সিধওয়ানি নিশ্চিত করেছেন ছবির কথা। এবার সেই ছবিতে কাজ করবেন রণবীর সিং। এদিকে কদিন আগেই জানা গিয়েছে শাহরুখ ‘ডন ৩’-র মত ছবি করতে চাইছেন না। এমন ছবি তাঁর ব্যক্তত্বের সঙ্গে খাপ খাচ্ছে না। সে কারণে এই ধরনের ছবি থেকে দূরে থাকতে চাইছেন নায়ক। এদিকে ডন ৩ ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে ফের দেখা যাবে শাহরুখকে- এমন আশা ছিল সকলের মনে। কিন্তু, ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই আশা ত্যাগ করতে হল। তেমনই শাহরুখ ভক্তের মতে, শাহরুখ ছাড়া ‘ডন’ ছবি তৈরি হওয়া কঠিন। কারণ, তিনিই একমাত্রা ডন হিসেবে পারফেক্ট। শাহরুখ ভক্তদের মতে, ডনের চরিত্রে অন্য কেউ বেমানান।

সে যাই হোক, শেষ পাওয়া তথ্য অনুসারে, এবার শহরুখের বদলে আসছেন রণবীর সিং-কে। এর আগে একাধিক ধরনের চরিত্রে দেখা গিয়েছে রণবীর সিং। এবার রণবীরকে দেখা যাবে ডনের চরিত্রে। ২০০৬ সালে মুক্তি পায়ে ডন। এই ছবিতে দেখা গিয়েছিল শাহরুখকে। ছবিতে জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ফারহান আখতারের পরিচালনায় ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছিল। এর পর ২০১১ সালে মুক্তি পায় ‘ডন ২’। এর ছবির প্রধান চরিত্রে দেখা যায় শাহরুখ খান। এই সিক্যোয়েল ছবিতেও জুটি বেঁধেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা। এবার তৈরি হবে ‘ডন ৩’। এই ছবিতে অভিনয় করবেন রণবীর সিং। সদ্য এই ছবি নিয়ে মুখ খুললেন অর্জুন রামপাল। এভাবে খবরে এলেন রণবীর সিং। 

 

আরও পড়ুন

বৃষ্টির মধ্যেই লাঞ্চ ডেটে অর্জুন-মালাইকা, বিচ্ছেদের গুজবে জল ঢাললেন যুগল

শিলচরে শ্রাবন্তী, অসমিয়া গামছা আর জাপিতে উষ্ণ অভ্যর্থনা অভিনেত্রীকে

অর্জুনের হাত ধরে বৃষ্টির মধ্যেই লাঞ্চ ডেটে মালাইকা, বিচ্ছেদের গুজবে জল ঢাললেন যুগল

 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today