Gadar 2: ফের নিন্মমুখী ‘গদর ২’ ছবির আয়ের গ্রাফ, মোট আয় মাত্র ৪৬০ কোটি টাকা

‘ড্রিম গার্ল ২’ ছবির মুক্তির পর থেকেই কমেছে ‘গদর ২’ ছবির আয়। এবার এক ধাক্কায় ৪.৬০ কোটিতে পৌঁছাল ছবির আয়।

এক সময় প্রতিটি দিন ৫০ কোটির ওপর আয় করছিল গদর ২ ছবিটি। এবার সেই ছবির নিম্নমুখী আয়ের গ্রাফ দেখলে চমক উঠবেন। ‘ড্রিম গার্ল ২’ ছবির মুক্তির পর থেকেই কমেছে ‘গদর ২’ ছবির আয়। এবার এক ধাক্কায় ৪.৬০ কোটিতে পৌঁছাল ছবির আয়।

অনেকেই আশা করেছিলেন পাঠান ছবির রেকর্ড ভাঙবে গদর ২। কারণ সেই পথেই এগিয়ে যাচ্ছিল ছবিটি। তবে, শেষে আয়ের একখানি পতন হবে তা কেউই ভাবতে পারেনি। ছবিটি মুক্তি পেয়েছে মাত্র ১৮ দিন হল। আর শেষ দিন অর্থাৎ সোমবার ছবির আয় হল ৪.৬০ কোটি।

Latest Videos

বলিউড রেকর্ড অনুসারে, ছবিটি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। তারপর ১৩ অগস্ট আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। ১৪ অগস্ট আয় হল ৩০ কোটি। ১৫ অগস্ট মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে। ১৬ অগস্ট বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। ১৭ অগস্ট ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ ১৮ অগস্ট আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। তেমনই দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। দ্বিতীয় রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি। তৃতীয় সোমবার আয় হয় ১৪ কোটি। তৃতীয় মঙ্গলবার আয় করেছে ১১.৫০ কোটি। তৃতীয় বুধবার শেষে মোট আয় ৪২০ কোটি। তৃতীয় শুক্রবার শেষে আয় হয়েছিল ৪২৫ কোটি। তৃতীয় সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ১৬ তম দিনে ছবির আয় হয়েছিল ১৩.৭৫ কোটি। তেমনই রবিবার আয় হয়েছে ১৭ কোটি। এরপর সোমবার ছবির আয় হল ৪.৬০ কোটি।

২০০১ সালে মুক্তি পাওয়া সুপার হিট ছবি গদর-র সিক্যুয়েল গদর ২। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। সেই সাফল্যের রেশ ধরে মুক্তি পেল গদর ২। অনিল শর্মা পরিচালনা ছবির পর্দায় এলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। ছবিতে তাঁদের ছেলের চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। ছবিতে সকল তারকার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। দর্শকদের থেকে বিস্তর ভালোবাসাও পেয়েছে ছবিটি। সে কারণে প্রায় ৪৬০ কোটি আয় করেছে গদর ২ ছবিটি।

 

আরও পড়ুন

Raksha Bandhan 2023: রাখি উৎসবের দিন ভাই-বোনের সঙ্গে দেখতে পারেন এই কয়টি ছবি, রইল হিট ছবির হদিশ

Dream Girl 2: চতুর্থ দিনে বেশ খানিকটা কমল ছবির আয়, দেখে নিন ‘ড্রিম গার্ল ২’ ছবিটি মোট কত আয় করল

রইল বলিউডের একাধিক তারকার কথা, অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে কাজ করছেন এরা

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar