Gadar 2: উৎসবের দিনে বাড়ল ছবির আয়, দেখে নিন মোট কত আয় করল ‘গদর ২’

ছবিটি আয় করল ৮.৮ কোটি। বুধবারের আয়ের শেষে ছবির মোট আয় দাঁড়াল ৪৭৪.৫ কোটি।

পার হল ২০টা দিন। ২০ দিনে ছবির আয় পৌঁছাল প্রায় ৫০০ কোটির ঘরে। ছবিটি আয় করল ৮.৮ কোটি। বুধবারের আয়ের শেষে ছবির মোট আয় দাঁড়াল ৪৭৪.৫ কোটি।

বলিউড রেকর্ড অনুসারে, ছবিটি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। তারপর ১৩ অগস্ট আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। ১৪ অগস্ট আয় হল ৩০ কোটি। ১৫ অগস্ট মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে। ১৬ অগস্ট বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। ১৭ অগস্ট ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ ১৮ অগস্ট আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। তেমনই দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। দ্বিতীয় রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি। তৃতীয় সোমবার আয় হয় ১৪ কোটি। তৃতীয় মঙ্গলবার আয় করেছে ১১.৫০ কোটি। তৃতীয় বুধবার শেষে মোট আয় ৪২০ কোটি। তৃতীয় শুক্রবার শেষে আয় হয়েছিল ৪২৫ কোটি। তৃতীয় সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ১৬ তম দিনে ছবির আয় হয়েছিল ১৩.৭৫ কোটি। তেমনই রবিবার আয় হয়েছে ১৭ কোটি। এরপর সোমবার ছবির আয় হল ৪.৬০ কোটি। মঙ্গলবার আয় করল ৫.১০ কোটি। বুধবার ৮.৮ কোটি।

Latest Videos

২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেম কথা। ২০০১ সালে মুক্তি পাওয়া সুপার হিট ছবি গদর-র সিক্যুয়েল গদর ২। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন সানি দেওল ও আমিশা প্যাটেল। তেমনই তাদের সন্তানের চরিত্রে অভিনয় করেন উৎসর্ষ শর্মা। ছবিতে সকলের অভিনয় নজর কেড়েছে দর্শকদের। সঙ্গে গড়েছে রেকর্ড। ২২ বছর পর মুক্তি পেয়েছে গদর ছবির সিক্যুয়েল। যা গড়েছে রোজ রেকর্ড। সর্বমোট ছবির আয় হল ৪৭৫ কোটি। বুধবার শেষে ছবির আয় ৮.৮ কোটি। তবে, ছবির সর্বমোট আয় বলছে আর কিছুদিনের মধ্যে ছবিটি পা রাখবে ৫০০ কোটির ঘরে।

এদিকে এই একই দিনে মুক্তি পায় ওএমজি ২। এই ছবিটিও সিক্যুয়েল ছবি। এই ছবি দীর্ঘ বিতর্কের মুক্তি পায় ওএমজি ২। এই ছবির আয় সেভাবে সফল হয়নি। গড়েনি রেকর্ড। কারণে ছবিতে আছে সেক্স এডুকেশন ও এক শিব ভক্তের কাহিনি। ছবিতে শিবের দূতের চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার।

 

 

আরও পড়ুন

Rituparno Ghosh: পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে রইল তাঁর সেরা কয়টি কাজের হদিশ, রইল তালিকা

ছবিতে নয় বাস্তবে জনসমক্ষে চড় খেয়েছেন এই সকল বলিউড সেলেব, দেখে নিন তালিকায় কে কে আছেন

Raksha Bandhan 2023: সানি লিওন থেকে অর্জুন কাপুর- দেখে নিন কোন সেলেবের রাখি উৎসব কাটল কেমন ভাবে, রইল ছবি

Share this article
click me!

Latest Videos

LIVE: Saif Ali Khan-এর উপর আকস্মিক হামলা! কেমন আছেন অভিনেতা? দেখুন সরাসরি
রাক্ষুসে আগুনে এখনও জ্বলছে লস অ্যাঞ্জেলস, প্রায় ৪০ হাজার জমি নষ্ট | LA Wildfires 2025 | World News
Mamata Banerjee Live: স্যালাইন কাণ্ডে ডাক্তারদের কাঠগড়ায় তুললেন মমতা, দেখুন সরাসরি
‘মানুষের সুবিধার জন্য যা করার করবো’ Balagarh-এর জনগণকে আশ্বাস সাংসদ Rachana Banerjee-র
Minakshi Mukherjee : সাসপেন্ড হওয়া ডাক্তারদের পাশে মীনাক্ষী মুখোপাধ্যায়, দেখুন কী বলছেন তিনি