জীতেন্দ্র কুমার (Jitendra Kumar)
বলিউডের পরিচিত মুখ জীতেন্দ্র। কাজ করেছেন একাধিক ছবিতে। স্ক্রিন শেয়ারও করেছেন একাধিক হেভি ওয়েট তারকার সঙ্গে। বর্তমানে জমিয়ে কাজ করছেন। ওটিটি-তে Highly Paid তারকা হলেন জীতেন্দ্র কুমার। তিনি ৫০,০০০ হাজার করে টাকা নিয়ে থাকেন এক একটি এপিসোডের জন্য।