OTT: এদের পারিশ্রমিক সকলের থেকে বেশি, রইল ওটিটি-র Highly Paid তারকাদের তালিকা

Published : Jul 05, 2023, 11:41 AM ISTUpdated : Jul 05, 2023, 12:42 PM IST

তারকারা কোন কাজের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তা জানতে চান সকলেই। আজ রইল ওটিটি তারদের কথা। এই কয় জন তারকার ওটিটি-র Highly Paid তারকার তালিকায় আছেন। দেখে নিন কে কে।

PREV
19

জীতেন্দ্র কুমার (Jitendra Kumar)

বলিউডের পরিচিত মুখ জীতেন্দ্র। কাজ করেছেন একাধিক ছবিতে। স্ক্রিন শেয়ারও করেছেন একাধিক হেভি ওয়েট তারকার সঙ্গে। বর্তমানে জমিয়ে কাজ করছেন। ওটিটি-তে Highly Paid তারকা হলেন জীতেন্দ্র কুমার। তিনি ৫০,০০০ হাজার করে টাকা নিয়ে থাকেন এক একটি এপিসোডের জন্য।

29

সুমিত ব্যাস (Sumeet Vyas)

ওটিটি-র Highly Paid তারকা সুমিত ব্যাস। প্রতি এপিসোডের জন্য ৮০ হাজার করে নিয়ে থাকেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট ওয়েব সিরিজ।

39

নমিত দাস (Namit Das)

এক একটি ওয়েব সিরিজের প্রতি এপিসোডের জন্য ৬০,০০০ টাকা করে নিয়ে থাকেন নমিত দাস। একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। অভিনয়ের সঙ্গে তাঁর গানের দক্ষতা নজর কাড়ে সকলের। Aarya (আরিয়া) এবং আ স্যুটেবল বয় তাঁর অভিনীত সেরা ওয়েব সিরিজ।

49

আলি ফজল (Ali Fazal)

রূপোলি পর্দা থেকে ওটিটি- সর্বত্র পরিচিত মুখ আলি ফলজ। ওটিটি-র Highly Paid তারকা হলেন আলি ফজল। তিনি বলিউড ছবির জন্য প্রায় ৩৫ কোটি টাকা করে চার্জ করেন। তেমনই ১২ লক্ষ টাকার করে নিয়ে থাকেন ওয়েব সিরিজের এক একটি এপিসোডের জন্য।

59

মোহিত রাইনা (Mohit Raina)

একাধিক বলিউড ছবিতে দেখা গিয়েছে মোহিতকে। বর্তমানে জমিয়ে ওটিটি-তে কাজ করছেন। ওটিটি-র Highly Paid তারকার তালিকায় আছেন তিনি। তিনি ১ লক্ষ টাকা করে চার্জ নিয়ে থাকেন এক একটি এপিসোডের জন্য।

69

দর্শন কুমার (Darshan Kumar)

ওটিটি-র Highly Paid তারকা তালিকায় আছেন দর্শন কুমার। তিনি এক একটি এপিসোডের জন্য ১ লক্ষ টাকা করে নিয়ে থাকেন। দ্য ফ্যামিলি ম্যান ও আশ্রম তাঁর অভিনীত সেরা ওয়েব সিরিজ।

79

জয়দ্বীপ আহলাওয়াত (Jaideep Ahlawat)

ওটিটি-র Highly Paid তারকার তালিকায় আছেন জয়দ্বীপ আহলাওয়াত। অভিনয় জগতের তিনি পরিচিত মুখ। তিনি ওয়েব সিরিজের জন্য ২০ কোটি টাকা করে চার্জ করে থাকেন।

89

প্রতীক গান্ধী (Pratik Gandhi)

অভিনয় সঙ্গে যুক্ত রয়েছেন বহুদিন ধরে। বর্তমানে ওটিটি-তে জমিয়ে কাজ করছেন। ওটিটি-র Highly Paid তারকার তালিকায় আছেন প্রতীক গান্ধী। তিনি ৫ লক্ষ টাকা করে নিয়ে থাকেন এক একটি এপিসো়ডের জন্য।

99

দিব্যেন্দু শর্ম (Divyendu Sharma)

পেয়ার কা পঞ্চনামা ও মির্জাপুর ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে ওটিটি-তে জমিয়ে কাজ করছেন। ৫০ লক্ষ টাকা করে নিয়ে থাকেন ওয়েব সিরিজে অভিনয়ের জন্য।

click me!

Recommended Stories