Shah Rukh Khan: এই মুহূর্তে ঠিক কত হাজার কোটি টাকার মালিক শাহরুখ খান, দেখে নিন বাদশার সম্পত্তির হিসেব

ধনী বলিউড তারকার তালিকায় যে আছেন বাদশা তা প্রায় সকলেরই জানা। প্রায়শই নিজের সম্পত্তি ও লাইফস্টাইল নিয়ে খবরে আসেন তিনি। আজ জেনে নিন এই মুহূর্তে ঠিক কত হাজার কোটি টাকার মালিক শাহরুখ খান।

Sayanita Chakraborty | Published : Jul 5, 2023 3:44 AM IST / Updated: Jul 05 2023, 09:42 AM IST
110
শাহরুখ খান

মিডিয়া রিপোর্ট অনুসারে, বাদশার মোট সম্পত্তির মূল্য ৬৩০০ কোটি টাকা। অবাক করা হলেও এমনটাই সত্যি। তিনি ৬৩০০ কোটি মূল্যের সম্পত্তি বানিয়েছেন। বর্তমানে তিনি ধনী বলিউড তালিকায় অন্যতম স্থানে আছেন। এমনকী বিশ্বের ধনী তারকাদের তালিকাতেও আছেন কিং খান।

210
শাহরুখ খান

শাহরুখ খানের মন্নত-তে কথা সকলের জানা। মুম্বইয়ে একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে মন্নত। ২০০১ সালে মন্নত কিনেছিলেন বাদশা। যার মূল্য ২০০ কোটি টাকা। অর্থাৎ বাদশার শুধু বাড়ির মূল্যই ২০০ কোটি।

310
শাহরুখ খান

এছাড়া বিদেশে বাড়ি আছে শাহরুখ খানের। জানা গিয়েছে, দুবাইয়ে দুটি বাড়ি কিনেছিলেন বাদশা। দুবাইয়ে ৬ বেডরুমের দুটো বাড়ি আছে তাঁর। কিং খানের এই সম্পত্তি মূল্য প্রায় ২১ কোটি টাকা।

410
শাহরুখ খান

এছাড়া, প্রতি বছরই বেড়ে চলেছে তাঁর সম্পত্তি। কারণে এখনও জমিয়ে কাজ করে চলেছেন নায়ক। মিডিয়া রিপোর্ট অনুসারে, বছরে আয় ২৮০ কোটি টাকা আয় করেন শাহরুখ খান। ছবি থেকে বিজ্ঞাপন এমনকী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও আয় করে থাকেন বাদশা।

510
শাহরুখ খান

তারকাদের পারিশ্রমিক সব সময় উঠে আসে চর্চায়। কোন ছবির জন্য কোন তারকা কত টাকা নিয়ে থাকেন তা জানতে চান সকলে। তবে, বাদশা তাঁর ছবির জন্য ৩৫ থেকে ৪০ কোটি নিয়ে থাকেন। ফলে, অঙ্ক করেই ফেলুন বছরে দুই কিংবা তার বেশি ছবি করতে কত আয় হয় নায়কের।

610
শাহরুখ খান

এছাড়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও আয় করে থাকেন বাদশা। একাধিক পণ্য থেকে শুরু করে টুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা গিয়েছে বাদশাকে। জানা গিয়েছে, এর জন্য ৪ থেকে ১০ কোটি নিয়ে থাকেন। পণ্যের ওপর নির্ভর করে এই অঙ্ক।

710
শাহরুখ খান

এছাড়াও, বাদশার রয়েছে প্রোজাকশন হাউস। রেড চিলির নাম সকলেরই জানা। স্ত্রী গৌরি খানের সঙ্গে মিলিত হয়ে প্রোডাকশন হাউজ খুলেছেন বাদশা। মিডিয়া রিপোর্ট বলছে, শাহরুখের প্রোডাকশন হাউজ রেড চিলি বছরে আয় ৫০০ কোটি আয় করে থাকে।

810
শাহরুখ খান

তেমনই আইপিএল টিম আছে বাদশার। শেষ কয় বছর ধরে, তারকা ও ধনী ব্যবসায়ীদের খেলার টিম কেনার চল দেখা যাচ্ছে। বাদশার যে টিম আছে তার মূল্য প্রায় ৯,০১৭ কোটি টাকা।

910
শাহরুখ খান

কিং খানের আবার গাড়ির শখ থাকবে না, তা হয় নাকি। বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে তাঁর সংগ্রহে। জানা গিয়েছে, প্রায় ৩১ কোটির গাড়ি আছে বাদশার। অডি এ৬, বিএমডাব্লু ৬ সিরিজ-র মতো দামি দামি গাড়ি রয়েছে এই তালিকাতে।

1010
শাহরুখ খান

কাজের কারণে ভ্যানিটি ভ্যান ব্যবহার করে থাকেন তারকারা। বাদশা তার অন্যথা নয়। তাঁর নিজস্ব ভ্যানিটি ভ্যান আছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, তাঁর ভ্যানিটি ভ্যানের মূল্য প্রায় ৪ কোটি টাকা। এভাবে, সম্পত্তির কারণে বলিউডের ধনী তারকার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos